যদি তুমি আমার " নিভ্র" হও, তবে আমি তোমার " বৃষ্টি" হব।😌 কোনো এক বিকেলে তুমি এক ' নীল' রঙা পাঞ্জাবি, আমি শুভ্র সাদা রঙা এক শাড়ি পড়ে হাতে হাত রেখে হেঁটে হেঁটে ঘুরব🍂 অলিগলির পথ। আমি তোমার কাছে আবদার করে বলবো..." আমাকে এক খানি কাঠগোলাপ কিনে দাওনা!" তুমি বলবে," তুই তো নিজেই একটা কাঠগোলাপ, আমার ফুল তুই🌸। তুই কিছু চেয়েছিস আর আমি কি না করতে পারি...." বলেই একটা কাঠগোলাপ আমার কানের পাশে গুজে কপালে একটা " চুম্বন" করে বলবে, 'এত মেয়ে দেখেছি তবে তোর মত আর কাওকেই চোখে পড়েনি, যার মায়ায় আমি বার বার আটকে পড়ি।' 😌 আমি তখন লজ্জা লজ্জা মুখ করে বলবো....' যাহ আমার লজ্জা করছে তো, বলেই দুহাতে মুখখানি আড়াল করে ফেলব🍂।' আর তুমি হেসে বলবে- পাগলি একটা হাতে পায়েই শুধু বড় হয়েছে, ছেলেমানুষি এখনো যায়নি। তবে তুই সবসময় এমনই থাকিস আমার " পাগলি" হয়ে❤, আর আমি বার বার তোর প্রেমে পড়ি । আমি তখন বলব.... 'আমি এখনো ছেলেমানুষ তো বড় হইনি এখনো🤭',
বলেই খিল খিল করে হেসে ফেলব। হুট করে তুমি বলে উঠবে- " এই যে মেয়ে কোনোএক বৃষ্টি দিনে আমি বৃষ্টি বিলাস করা নির্বিকার তরুন হব।তুমি মেঘ ডাকলে ভয়ে তার বুকে মাথা গুঁজে নেয়া তরুণী হয়ো। কি হবে তো?" আমি লাজুক হেসে বলবো 'হুম'।🤭 আমিও তখন বলবো- " এই যে ছেলে, তুমি কোনো এক ক্লান্ত শ্রান্ত দিনের পথিক হয়ো, 🍂 আমি তারই পথ চেয়ে থাকা প্রেয়সী হব। অধিকার দেবে তো? তুমি আমার দিকে তাকিয়ে চোখ টিপে হেসে বলবে ....আমি তো তোরই, শুধুই তোর।❤😌
হবে তো "শুধুই আমার"?🌻
📝কলমে : তৃষুদি 🦋🌻✨
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
বলেই খিল খিল করে হেসে ফেলব। হুট করে তুমি বলে উঠবে- " এই যে মেয়ে কোনোএক বৃষ্টি দিনে আমি বৃষ্টি বিলাস করা নির্বিকার তরুন হব।তুমি মেঘ ডাকলে ভয়ে তার বুকে মাথা গুঁজে নেয়া তরুণী হয়ো। কি হবে তো?" আমি লাজুক হেসে বলবো 'হুম'।🤭 আমিও তখন বলবো- " এই যে ছেলে, তুমি কোনো এক ক্লান্ত শ্রান্ত দিনের পথিক হয়ো, 🍂 আমি তারই পথ চেয়ে থাকা প্রেয়সী হব। অধিকার দেবে তো? তুমি আমার দিকে তাকিয়ে চোখ টিপে হেসে বলবে ....আমি তো তোরই, শুধুই তোর।❤😌
হবে তো "শুধুই আমার"?🌻
📝কলমে : তৃষুদি 🦋🌻✨
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼