"সাদাকাহ'র মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহসমূহ মোচন করেন।" (সূরা বাকারা, আয়াত: ২৭১)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না।" (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)
বিআরএফ ইয়ুথ ক্লাব এই রমজানে বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে কিছু প্রকৃত অভাবী পরিবারের কাছে ইদ ও রমজানকে সামনে রেখে কিছু উপহার সামগ্রী প্রদান করতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আপনিও শরীক হতে পারেন আমাদের সাথে। আপনাদের নেক দোয়ায় আমাদের সাথে রাখবেন। জাযাকাল্লাহু খয়রান।
১,০০০ টাকার প্রতি প্যাকেজে থাকছে: চাল, ডাল, ছোলা, তেল, খেজুড় ও সেমাই।
বিকাশ/নগদ/রকেট:
01797-664301 (সিয়াম)
01889-879833 (মুফতি জোবায়ের)
#BRFYouth