Tanvir Haider


Channel's geo and language: India, Hindi
Category: Blogs


Facebook: fb.com/tanvirhaider538
Twitter: x.com/tanvirhaider538
YouTube: youtube.com/@tanvirhaider538

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Hindi
Category
Blogs
Statistics
Posts filter


আচ্ছা ধরেন, বায়তুল মোকাররমে ইমাম নিয়োগ দেওয়া হবে। এখন ইমামের পদের জন্য কোন আলেম বেশি যোগ্য সেটা সম্পর্কে প্রিসাইসলি ধারণা দিতে পারবে কারা? আলেমগণ নাকি অ-আলেম কোনো লোক? উত্তর হলো অবশ্যই আলেমগণ!

এবার একটু ভাবেন তো! ইসলামী ফাউন্ডেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ডিজি কে হবে এটা সঠিক ভাবে নির্ধারণ করতে পারবে কারা? একই উত্তর আলেমগণ কারণ মুসলিমদের সাংস্কৃতিক ঐতিহ্যে ও ইলমের ধারাবাহিকতা কিভাবে রক্ষা করা যাবে সেটা সম্পর্কে ভালো বুঝেন আলেমরা।

কিন্তু দেখা গেলো আলেমদের পরামর্শ অগ্রাহ্য করে মাহফুজ আলম ইসলামী ফাউন্ডেশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্ণধার বানিয়ে রেখেছে কোনো এক সচিবকে। সম্ভবত ভারপ্রাপ্ত হিসেবে। এদিকে আলেমদের পছন্দ করা ব্যক্তিটি হলো একইসাথে ঢাবির একজন প্রফেসর ও আলেম! যিনি জেনারেল ও দ্বীনি লাইন উভয় দিকেই পাণ্ডিত্য অর্জন করেছেন।


ভাই ওর বেহনো আপনাদের ভাই তানভীর হায়দার ও তার বন্ধুরা একটি ক্লোথিং বিজনেস দিয়েছে। যার নাম আবার RUH.. 😊

RUH তে এবারের ঈদে আপনারা ভালো মানের পাঞ্জাবি পাবেন। গরীবের Illiyeen যাকে বলে!

বিশেষ করে বোনেদের উদ্দেশ্য বলছি! নিজের জামাইকে গিফট দেওয়ার এই মোক্ষম সুযোগ মিস দিয়েন না!

Stay With RUH

পেইজ লিংক:
https://www.facebook.com/staywithRuH


ঢাকাপোস্ট রাখাল রাহাকে যে নিউজটি করেছিল সেখানে আসিফ নজরুলের বরাত দিয়ে বলা হয়েছে, রাখাল রাহা নিজেকে মাহফুযের লোক হিসেবে পরিচয় দিত। এ বিষয়ে মাহফুয আলম কোনো মন্তব্য করে নি

এখন তারা এক ঘণ্টা আগে সংশোধনী দিয়ে বলেছে, আসিফ নজরুলের বরাত দিয়ে যা ছাপা হয়েছে তা অসাবধানতাবশত ভুল। মাহফুয কোনো মন্তব্য করে নি সেটাও ভুলবশত। আসলে তার সাথে যোগাযোগই করা হয় নি।

দুইভাবে দেখতে পারেন।
১) অনেস্ট মিস্টেইক। যা বলেছে তাই।
২) অনলাইনে তীব্র প্রতিক্রিয়া হওয়ার পর ঢাকাপোস্টকে চাপ দিয়ে বিষয়টাকে ভুলবশত বলানো হচ্ছে কারণ নিউজটা মাহফুযের জন্য ড্যামেজিং।

বিশ মিনিট আগে এই সংশোধনীটা একেবারে ভিডিও বানিয়ে ছেড়েছে। এটা একটু বেশি বেশি লাগছে। অ্যাজ ইফ লিখিত ফটোকার্ডে দেওয়া সংশোধনীটা যথেষ্ট ছিল না। ভিডিওটা দেখে সন্দেহ ঘনীভূত হচ্ছে দুই নাম্বারটাই হয়েছে৷ নিশ্চিত জানার উপায় নেই কী হয়েছে। যদি দুই নাম্বারটা হয় এটা খুব অ্যালার্মিং। নিউজ পোর্টালগুলোর ওপর বাধানিষেধের সেই পুরাতন বন্দোবস্ত ফিরে আসছে, আর অন্য সবখানের মতোই।

~ জীম তানভীর ভাই


রুমিন ফারহানার ব্যাপারে বিএনপি-কে সিদ্ধান্ত নিতে হবে। যেই ব্যক্তি ফ্যাসিস্ট রেজিমে প্লট পেয়ে 'চিরকৃতজ্ঞ' হতে চায়, টকশোতে লীগ প্রোপাগাণ্ডার সুরে কথা বলে, ফ্যাসিস্ট এনাবলারদের সাথে হাসিমুখে দাওয়াত খায়- তাকে এখনও দলীয় পদে বহাল রাখা শহীদি রক্তের সাথে বেইমানির নামান্তর।




Forward from: BRF Youth Club
"সাদাকাহ'র মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহসমূহ মোচন করেন।" (সূরা বাকারা, আয়াত: ২৭১)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না।" (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)

বিআরএফ ইয়ুথ ক্লাব এই রমজানে বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে কিছু প্রকৃত অভাবী পরিবারের কাছে ইদ ও রমজানকে সামনে রেখে কিছু উপহার সামগ্রী প্রদান করতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আপনিও শরীক হতে পারেন আমাদের সাথে। আপনাদের নেক দোয়ায় আমাদের সাথে রাখবেন। জাযাকাল্লাহু খয়রান।

১,০০০ টাকার প্রতি প্যাকেজে থাকছে: চাল, ডাল, ছোলা, তেল, খেজুড় ও সেমাই।

বিকাশ/নগদ/রকেট:
01797-664301 (সিয়াম)
01889-879833 (মুফতি জোবায়ের)

#BRFYouth


সমন্বয়করা রাখাল রাহাকে নিয়ে টু শব্দ না করার কারণ খুঁজে পেলাম!

“উপদেষ্টা মাহফুজ আলমের ছত্রছায়ায় রাখাল রাহা দূর্নীতি করেছে তানভীরের সঙ্গে যোগসাজশ করে, তানভীর (নিচের পিকচারে পীর বাবা তানভীর) হলো সেই লোক যাকে ডিসিদের বদলি বাণিজ্যের জন্য সচিবালয়ে ধরা হয়েছিল। মজার ব্যাপার হলো তানভীরের বাসায় থাকে সারজিস আলম এবং তাকে একটি গাড়িও দিয়েছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো তানভীর এখন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্য সচিব, সে একটা পাগরি পরা লোক, দেখবেন ইফতার বিতরণ করে। এটাই রাজনীতির নতুন বন্দোবস্ত”




১. গতকাল গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসার সাত বছরের একটি শিশুকে Doর্ষণ চেষ্টা করে ঐ মাদ্রাসারই শিক্ষল আব্দুল মালেক।

তাকে গ্রেফতার করা হলে সে Doর্ষণচেষ্টার কথা স্বীকার করে বলে, "শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি।"

২. ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের Hiন্দু শিক্ষার্থীকে ধর্ষণ করে ঐ স্কুলেরই শিক্ষক মোজাম্মেল হোসেন মানিক (গ্রেফতার)।

৩. শবে কদরের দিনে রোজাদার মুসলিম নারীকে RAB এর আলেপ উদ্দিন Doর্ষণ করেছিলো!

-

আপনাদের ধর্ষণের বিচারের আলোচনাতে যেন এই মাদ্রাসার শিক্ষকও থাকে। আপনাদের প্ল্যাকার্ডে যেন এই Hiন্দু-ভিক্টিমের কথাও থাকে। আপনাদের ব্যানারে যেন আলেপের বিচারের দাবিও থাকে!

বিদ্যমান শোষণের বিপরীতে ইনসাফ কায়েমের জন্য আপনাদের এই লড়াই যেন সবার জন্য হয়ে ওঠে।


রাজধানীতে থাকা রাতের নর্তকীরা যাদেরকে আমরা মডেল ডাকি তারা পোস্ট দিয়ে আপাকে চাওয়ার কারণ একটাই সেটা হলো আপার পুরুষ এমপিরা পালিয়ে আছে বিধায় ওদের খদ্দের কমে গেছে। তাই আগের মতো আর টাকাও ইনকাম হচ্ছে না!


আলেম সমাজ ও তৌহিদি জনতা প্রতিটি ধ&র্ষ*ণের ঘটনার বিরুদ্ধেই সোচ্চার ছিল। প্রশাসনে থাকা আলেপের মত ধ&র্ষক*দের বিরুদ্ধে আলেমরাই মাঠে ছিল। অথচ এরকম সিস্টেমিক ধ*র্ষক&দের বিরুদ্ধে আপনাদের জোড়ালো কোন অবস্থান নাই। যারা শত শত ধ%র্ষ**ণের ঘটনা ঘটিয়েছে।

আসিয়ার ধ&র্ষ*কের শাস্তির দাবিতে ঘটনার দিনই তৌহিদি জনতা মাগুরায় বিক্ষোভ সমাবেশ করেছে। কিন্তু সেখানে প্রশাসন লাঠিচার্জ করেছে, সেটা নিয়ে কারো প্রতিবাদ আমরা দেখিনি।

এই ঘটনায় অনলাইনে আলেম সমাজ ও তৌহিদি জনতা এখনো নিয়মিত সোচ্চার। বিভিন্ন জায়গায় তৌহিদি জনতা এখনো প্রতিবাদ সভার ডাক দিচ্ছে।

আলেম সমাজ ও তৌহিদি জনতার ধ*র্ষ%ণের মত আরো ভ*য়ং**কর সংকট ট্রা&ন্স গণ্ডার ইস্যু নিয়েও সোচ্চার থাকতে হচ্ছে। যেই সংকটকে আপনারা পাত্তা দিচ্ছেন না।

কিন্তু সমস্যা হচ্ছে, আপনাদের প্রতিক্রিয়া সিলেক্টিভ। আপনারা মুখে বলুন বাইনারি চান না, মুখে বলুন বাংলার সমাজ ও ইসলামবিরোধী কোন মতবাদের পক্ষে না। কিন্তু আপনাদের প্রতিক্রিয়া সিলেক্টিভই হয়। বিবেচনা এক পাক্ষিকই হয়।

আমরা চাই ধ%র্ষ&কের শাস্তি সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ে জনসম্মুখে মৃ&ত্যুদণ্ড করা হোক। ধ%র্ষণের উৎপাদন বন্ধে ইসলাম প্রদত্ত নৈতিকতা, বিধান ও আইনই একমাত্র সমাধান।

~ ইফতেখার সিফাত


অদম্য নারী পুরুষ্কার দেয়া হলো জন্মগত পুরুষকে! এটা নারী ও সমাজের জন্য অবমাননাকর।


অদম্য নারী হিসেবে আজকে যার হাতে পুরষ্কার তুলে দেয়া হলো
তিনি একজন জন্মগত পুরুষ। নাম মোহাম্মদ মুহিন, ওরফে মোহনা!


help








Video is unavailable for watching
Show in Telegram
মোহাম্মদপুরের মা-বোনেরা বাংলাদেশের প্রকৃত নারীদের প্রতিনিধিত্ব করছে 💥💥💥💥

প্রচুর শেয়ার চাই

Video Credit goes to Dhaka Post


অনেকের মনে কষ্ট ঝাড়ু দিয়ে দৌড়ানির কথা কেন বললাম!

আমার কথা হলো শাহবাগী মাইয়া কি নর্মাল কোনো মাইয়া? সে তো নিজ ধর্মের নৈতিকতারেই ভিলেন মাইনা নারীবাদগীরি করতেছে। তাকে তো ঝাড়ু দিয়ে দৌড়ানির আগে দাওয়াহ দিলেও কোনো লাভ নাই। এদিকে নর্মাল মেয়েরা পরিপূর্ণ পর্দায় নাও থাকতে পারে তবে তারা বেপর্দাহীনতা দিয়ে শালীনতাকে বুড়ো আঙ্গুল দেখায় না। তারা অবাধ নারীবাদগীরি দেখায় না। বিপরীতে শাহবাগী মাইয়া জেনে-বুঝে এসব করে। নিজেদের বাপ-দাদার সামনেও বেয়াদবি করতে দ্বিধাবোধ করে না। সম্ভবত ইরানের শাহবাগীরা স্ত**ন দেখাইয়া আন্দোলনও করেছিলো। তো এগুলোকে আমরা ভালো কাজ বলবো?

এগুলোরে দেখলে তো সমাজ সচেতন মানুষ এমনিতেই দৌড়ানি দিবে!

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ».

“তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা তার হাত দিয়ে বাধা দেয় আর যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয়, আর এটি হলো দুর্বল ঈমানের পরিচয়।”


রাস্তাঘাটে কোনো বেহায়া বেহায়াপনা করলে তাকে সেই বেহায়াপনা থেকে নিবৃত্ত করার দায়িত্ব আল্লাহ তা'আলা আমাকে মুসলিম বানানোর মাধ্যমেই দিয়েছেন। এতে বেহায়ার ব্যক্তিস্বাধীনতায় লাগলে আমার কিচ্ছু করার নাই।

যদি কিচ্ছু করার থাকতো তাহলে আল্লাহ তা'আলা সূরা আল-ইমরানের ১১০ নম্বর আয়াতে বলতেন না যে, “তোমরাই শ্রেষ্ঠ দল, মানবজাতির জন্য তোমাদের অভ্যুত্থান হয়েছে। তোমরা সৎ কাজের জন্য নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো ও আল্লাহ'য় বিশ্বাস করো।”

এমনকি একই সূরার ১০৪ নম্বর আয়াতেও আল্লাহ তা'আলা বলেছেন যে, “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা লোককে ভালোর দিকে ডাকবে ও সৎ কর্মের নির্দেশ দেবে এবং অসৎ কর্ম থেকে বিরত রাখবে। আর এসব লোকই হবে সফলকাম।”

সুতরাং সফলকাম হইতে গেলে “আমর বিল-মারুফ ওয়া নাহি আনিল মুনকার” এর উপর আমল করতে হবে না হলে সফলকাম হওয়া যাবে না৷ সুতরাং শাহবাগী মাইয়া তোমায় সিগারেট খাইতে দেখলে ঝাড়ু দিয়া দৌড়ানি দিতে একটুও ইতস্তত করবে না প্রকৃত মুসলিমরা।

20 last posts shown.