ইলিয়াস হোসাইন জানালেন যে, পিলখানা নিয়ে সরকারের তেমন গুরুত্ব নাই ফলে তদন্তের জন্য কমিশনও গঠন করা হবে না। আজকের নিউজেও আমরা এটাই দেখলাম। ইলিয়াস হোসাইনের কথা সত্যি হলো। ইলিয়াস হোসাইনদের সাধারণ মানুষ একারণেই পছন্দ করে। ইলিয়াস হেটার্সরা সাধারণ মানুষের কাছে যেতে না পারলেও ইলিয়াসরা ঠিকই যাচ্ছে। গণমানুষের ভাষা, চাওয়া-পাওয়া বুঝতে পারছে।