-বাংলাদেশের বাজারে ইলিশের দাম বেশি। (২০০০ টাকা কেজি)
-কিন্তু রফতানি হচ্ছে কমমূল্যে। (১২০০ টাকা কেজি)
-অথচ ভারতের মার্কেটে বাংলাদেশের ইলিশের দাম বেশি। (২৩০০ টাকা কেজি)
এখানে রহস্যটা কী ?
রহস্য হচ্ছে আন্ডার ইন ভয়েস।
আন্ডার ইন ভয়েস কী ?
উদাহরণ-
দেখানো হচ্ছে, ১২০০ টাকার পণ্য যাচ্ছে,
কিন্তু ভারতে যাচ্ছে ২২০০ টাকার পণ্য,
তাহলে ভারতে রয়ে যাচ্ছে অতিরিক্ত ১০০০ টাকা।
এই ১০০০ টাকা হচ্ছে পা-চারকৃত টাকা।
অর্থাত ইলিশ রফতানির নামে ভারতে টাকা পা-চার হচ্ছে।
যে সরকার টাকা পা-চারের বিরুদ্ধে বয়ান দিয়ে ক্ষমতায় এলো,
সেই ইলিশের দাম কম ধরে টাকা পাচারের সুযোগ করে দিলো !
মাত্র ৩ মাসে এই অবস্থা, বাকি দিন তো পরে আছে।
সোর্স