প্রথম আলোর খোয়াড়ে বেড়ে উঠা সুলতানা কামালরা দেশের গণমানুষের বিরুদ্ধে কাজ করে আসছেন বছরের পর বছর ধরে। ২০১৪ সালে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে স কামিতা লিগাল করতে চাপ দেয়। সেই সময় আব্দুল মোমেন সাহেব (যিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন, পরে মন্ত্রী হোন) এর বিরুদ্ধে অবস্থান নেন। এই সুলতানা কামাল দু:খ ভারাক্রান্ত মনে প্রতিবাদ জানান। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা ফজলে আবেদ সাহেবের সাথে একাট্টা হয়ে স*কামিতা লিগাল করতে প্রচেষ্টা চালিয়েছেন। সুলতানা কামালের স্বাক্ষর করা প্রতিবাদের কপি 'বয়েস অব বাংলাদেশ' ফেসবুক পেইজে এখনো শোভা পাচ্ছে।