বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (অফিসিয়াল)


Гео и язык канала: Индия, Бенгальский
Категория: Другое


Похожие каналы

Гео и язык канала
Индия, Бенгальский
Категория
Другое
Статистика
Фильтр публикаций
















বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্যে অনুমোদন দেয়া হলো














বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্যে অনুমোদন দেয়া হলো।




জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ফেসবুক পেজ Heroes Of July 2024  পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন।






সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার বৈঠক হয়েছে। ভিসি স্যার স্পষ্ট ভাষায় বলেছেন- “সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা সেই সময়ের একটা অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত ছিল। এটা রীতিমতো আমাদের জন্য বার্ডেন। এতে করে ঐখানকার শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার, আমাদের শিক্ষার্থীরাও। একটা জায়গায় আমরা দুই পক্ষ-ই একমত, সাত কলেজের শিক্ষার্থীরাও থাকতে চায় না, আমরাও রাখতে চাই না। এটার একটা রেস্পেক্টফুল সেপারেশন দরকার। এক্ষেত্রে সরকারের কাছে আমাদের পক্ষ থেকে প্রস্তাব থাকবে, অধিভুক্তি বাতিলের প্রশ্নে আমরা দুই পক্ষই এক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে বিষয়টা দ্রুত সমাধান করা ।”

কিছুক্ষণ আগে প্রক্টর স্যারের সাথে কথা হয়েছে। গতকাল সরকারের পক্ষ থেকে সাত কলেজের বিষয়ে যে সিদ্ধান্ত এসেছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে আলাপ-আলোচনা না করেই দেওয়া হয়েছে বলে প্রক্টর স্যার নিশ্চিত করেছেন। এমনকি এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।
এইদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলন করে বলেছেন, সাত কলেজের শিক্ষার্থীদের দাপ্তরিক কাজের জন্য ঢাবি'তে আলাদা ব্যবস্থা থাকবে। সেটা আবার গুজব ছড়াইতে ছড়াইতে হয়ে গেছে, সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা রেজিস্ট্রার ভবন বানাবে! ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, “যেখানে মেয়েদের থাকার জায়গা নেই, সেখানে সাত কলেজের জন্য আলাদা ভবন বানাবে!” আসলে নতুন করে ভবন বানানোর মতো কোনো আলাপ-ই হয় নাই আর সাত কলেজের জন্য আলাদা ব্যবস্থার বিষয়েও ঢাবি প্রশাসন সম্মত না।

Показано 20 последних публикаций.