সামান্য উপহার :—
আজ তোমার জন্মদিন।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামী উপহারটা,
তোমায় দেব বলে মনস্থির করলাম।
প্রথমে ঠিক করলাম,
সকালের স্নিগ্ধ রোদ্দুর দেব ।
যা তোমার জীবনকে আলোকিত করবে।
কিন্তু হঠাৎ খেয়াল এলো,
দিন ফুরালেই তো সে চলে যাবে।
তাই তাকে বাতিল করলাম,
উপহারের তালিকা থেকে।
কিচ্ছুক্ষণ পর আবার ঠিক করলাম,
তোমায় আমি গোধূলি বেলা উপহার দেব।
বসন্ত ফাল্গুনের ছোঁয়ায় যেটা,
অনন্য থেকে অনন্য হয়ে ওঠে ।
কিন্তু মুহূর্তেই আবার মনে পড়ল,
এক তিক্ত সত্য।
গোধূলিও তো চিরস্থায়ী নয়,
সেওতো লুকিয়ে যাবে অন্ধকারের গভীরে ।
তাই তাকেও করলাম বাতিল।
বিষন্ন মনে একাকী যখন ভেবে চলেছি,
হঠাৎ যেন প্রকৃতি এসে বলে গেল কানে কানে,
ভালোবাসা দিতে তোমায় !!
ভালোবাসার চেয়ে দামী উপহার —
এই জগতে আর কিছুই নেই।
ভালোবাসা যেন সামান্যর মধ্যেই অসামান্য !!
যার আলাদা করে কোন সংজ্ঞা নেই ।
তাই আমি আজ ঠিক করলাম,
তোমার এই শুভ দিনে,
আমি তোমাকে ভালোবাসা উপহার দেব।
যা তোমার সারাজীবনের ..........
স্মৃতি হয়ে থেকে যাবে।।
নেবে তো আমার দেওয়া
এই সামান্য উপহার ??
📝কলমে :~
ㅤㅤㅤসৃষ্টি ( ফাল্গুনী )✨
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#poem
আজ তোমার জন্মদিন।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামী উপহারটা,
তোমায় দেব বলে মনস্থির করলাম।
প্রথমে ঠিক করলাম,
সকালের স্নিগ্ধ রোদ্দুর দেব ।
যা তোমার জীবনকে আলোকিত করবে।
কিন্তু হঠাৎ খেয়াল এলো,
দিন ফুরালেই তো সে চলে যাবে।
তাই তাকে বাতিল করলাম,
উপহারের তালিকা থেকে।
কিচ্ছুক্ষণ পর আবার ঠিক করলাম,
তোমায় আমি গোধূলি বেলা উপহার দেব।
বসন্ত ফাল্গুনের ছোঁয়ায় যেটা,
অনন্য থেকে অনন্য হয়ে ওঠে ।
কিন্তু মুহূর্তেই আবার মনে পড়ল,
এক তিক্ত সত্য।
গোধূলিও তো চিরস্থায়ী নয়,
সেওতো লুকিয়ে যাবে অন্ধকারের গভীরে ।
তাই তাকেও করলাম বাতিল।
বিষন্ন মনে একাকী যখন ভেবে চলেছি,
হঠাৎ যেন প্রকৃতি এসে বলে গেল কানে কানে,
ভালোবাসা দিতে তোমায় !!
ভালোবাসার চেয়ে দামী উপহার —
এই জগতে আর কিছুই নেই।
ভালোবাসা যেন সামান্যর মধ্যেই অসামান্য !!
যার আলাদা করে কোন সংজ্ঞা নেই ।
তাই আমি আজ ঠিক করলাম,
তোমার এই শুভ দিনে,
আমি তোমাকে ভালোবাসা উপহার দেব।
যা তোমার সারাজীবনের ..........
স্মৃতি হয়ে থেকে যাবে।।
নেবে তো আমার দেওয়া
এই সামান্য উপহার ??
📝কলমে :~
ㅤㅤㅤসৃষ্টি ( ফাল্গুনী )✨
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#poem