Arif Azad


Kanal geosi va tili: Hindiston, Hindcha
Toifa: Din


Official Telegram channel of author Arif Azad
Follow Me On Other Social Platform:
Facebook Page: https://www.facebook.com/arifazad.bd
Youtube Channel: https://www.youtube.com/@ArifAzad/
Instagram: https://www.instagram.com/me.arifazad/

Связанные каналы

Kanal geosi va tili
Hindiston, Hindcha
Toifa
Din
Statistika
Postlar filtri


আপনি জানেন যে—আপনার উপার্জনের একটা পয়সাও হারাম নয়৷ এই যে শান্তি, এই শান্তিটা অবর্ণনীয়।

7.1k 0 28 35 1.6k

আমার রব, আমার চোখ যা দেখতে চায় তা নয়, আপনি যা আমাকে দেখাতে চান কেবল তা-ই যেন আমি দেখি।

আমার কান যা শুনতে চায় তা নয়, আপনি যা আমাকে শোনাতে চান কেবল তা-ই যেন আমি শুনি।

আমার মন যা ভাবতে চায় তা নয়, আপনি যা আমার মনকে দিয়ে ভাবাতে চান কেবল তা-ই যেন আমি ভাবি।

ইয়া রব, আমি যেন শুধু আপনার জন্যেই বাঁচি।

9.8k 0 70 110 2.1k

প্রতিটা স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, চাকরির প্রস্তুতি, ব্যবসা গোছানো ইত্যাদিতে যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয়, তাহলে এসবে সফলতা আশা করাটা বোকামি বৈকি! কিন্তু, বুকে হাত দিয়ে বলুন তো—এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটা জান্নাতে যাওয়ার স্বপ্ন থেকে বড়? কোন ইচ্ছাটা আখিরাতে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত থেকে হাউযে কাউসারের পানি পানের চেয়ে বেশি সুন্দর?

ইউটিউবে পাবলিশ হওয়া সর্বশেষ ভিডিও💚

https://www.youtube.com/watch?v=UkT0uPP39_w

16.8k 0 50 19 783

ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আড়াইঘণ্টার একটা চমৎকার আলোচনা। এই ধরণের আলোচনাগুলো শুনলে এসবের ক্ষতি, ভয়ঙ্কর দিক সব খোলাসা হয়। আল্লাহ ভাইদের উত্তম জাযায়ে খায়ের দিন।

প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক।

24.8k 0 11 33 1.1k

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন আর ক্ষমা করতে চান। তাই তিনি আপনাকে আরো একটা রামাদান লাভে ধন্য করেছেন।


#RamadanReminders

26.7k 0 36 56 2.3k

এই রামাদানের প্রতিটা মিনিট শুধু নয়, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। সুতরাং, হিশেব করে...

32.7k 0 48 41 2.3k

সূরা আল কাহাফে আমরা দেখি, মুসা আলাইহিস সালামের সাথে খিযির আলাইহিস সালামের একপর্যায়ে সাক্ষাৎ হয়৷ সেই সাক্ষাতে মুসা আলাইহিস সালাম খিযির আলাইহিস সালামের অদ্ভুত সব কাণ্ডকারখানা দেখে বিস্মিত হয়ে পড়েন৷ যদিও সাক্ষাতের শুরুতে খিযির আলাইহিস সালাম শর্তজুড়ে দেন যে—যতো অদ্ভুত ঘটনাই দেখুক, কোনো ধরণের প্রশ্ন করা যাবে না। কিন্তু ঘটনাগুলোর আকস্মিকতা এতো প্রচণ্ড এবং সেগুলো (আপাত) এতোটাই যুক্তিবিরুদ্ধ যে—ধৈর্যের বাঁধ ভেঙে বারবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসতেন।


সেই ঘটনাগুলোর একটা এমন ছিলো যে—খিযির আলাইহিস সালাম একটা ছোট্ট বালককে হত্যা করে ফেলেন। এটা দেখে চমকে যান মুসা আলাইহিস সালাম। কেনো তিনি এটা করলেন সেই প্রশ্ন করে বসেন খিযির আলাইহিস সালামকে।


সেই ঘটনার ব্যাখ্যায় খিযির আলাইহিস সালাম বলেন—এই বালকের পিতা মাতা অত্যন্ত নেককার মানুষ। কিন্তু, বড় হলে সেই ছেলেটা হবে বাবা-মা’র ঠিক বিপরীত। সে হয়ে উঠবে আল্লাহদ্রোহী। তার এই আল্লাহদ্রোহীতা তার পিতামাতার কষ্ট এবং দূর্ভোগের কারণ হবে৷ সেই আশংকা থেকেই তিনি এই বালককে হত্যা করে ফেলেন এবং সাথে এই দুয়াও করেন যে—এর বিপরীতে আল্লাহ যেন সেই পিতামাতাকে নেককার সন্তানাদি দান করেন।


আমার কাছে মনে হয়, এই দেশের যেসব কলেজ আর ইউনিভার্সিটিতে ওপেন কালচার বিদ্যমান আছে, সেসব জায়গায় যেসকল পিতামাতারা নিজেদের সন্তানদের পড়তে পাঠান, জীবনের একটা পর্যায়ে তাদের অনেকেই নিজের সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলতে চাইবেন, যেভাবে ছোট্ট বালকটাকে মেরে ফেলেছিলেন খিযির আলাইহিস সালাম। কারণ, সেই সকল সন্তানেরা এমন একটা জীবন আর লাইফস্টাইলকে ধারণ করবে—যেটা নিয়ে বাপ মায়েরা (যদি বাপ মায়েদের মাঝে ন্যুনতম মূল্যবোধ, ধর্মবোধ বজায় থাকে—তবে) সারাজীবন মর্মজ্বালায় ভুগবেন৷ সেই মর্মজ্বালার চাইতে নিজে মরে যাওয়া অথবা সন্তানের মৃত্যু চাওয়াটাকেই ঢের সহজ বলে মনে হবে।

28.9k 0 25 19 1.1k

এই রামাদান হোক আমাদের জীবনকে আমূল বদলে দেওয়ার উপলক্ষ...

22.8k 0 18 60 1.3k

Aaron. A man who died for Palestine.


বাইতুল্লাহ, বাইতুল মাকদিস আর মাসজিদ আন নববী নির্মাণের ইতিহাস হৃদয়ে বদ্ধমূল রাখাটা ভীষণ জরুরি, কেননা এগুলো শুধু খেলাচ্ছলে বা শখের বসে তৈরি করা কোনো স্থাপনা নয়, এগুলো আমাদের জীবন, সংগ্রাম আর শেকড়ের গল্পটাকেও ধারণ করে।

আলহামদুলিল্লাহ, আমাদের শিশুদের জন্য এমনই একটা কাজ করার তাওফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাকে৷ শিশুদের উপযোগি করে আমি তুলে ধরেছি আমাদের পবিত্র তিন মাসজিদ নির্মাণের ইতিহাসের আদ্যোপান্ত এবং সাথে তুলে এনেছি বর্তমানের হালচালও।

শিশুদের জন্য তৈরি করা এটিই আমার প্রথম মৌলিক কাজ এবং এটি প্রকাশ হতে যাচ্ছে সুকুন পাবলিশিং থেকে, ইন শা আল্লাহ।

তারা খুব দায়িত্ব নিয়ে ছবিগুলো আঁকাচ্ছে। প্রতিটা ছবিই মুগ্ধ করবে আমাদের শিশুদেরকে, ইন শা আলাহ।

আশা করি, মহান রবের অনুগ্রহে ভালো একটা কাজ দিয়ে শিশুদের দুনিয়ায় প্রবেশ করতে পারবো, ইন শা আল্লাহ 💚

27.6k 0 13 19 926

ইসলাম আর মুসলিমদের সাথে শত্রুতা রাখে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মুসলিমদের অত্যাচার নির্যাতনে ভূমিকা রাখে এমন প্রত্যেকটা দেশ আর ব্র‍্যাণ্ডের পণ্য কেনা থেকে সচেতনভাবে বিরত থাকি। একেবারে নিরুপায় না হলে কিনি না।

23.8k 0 11 33 1.2k

জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের জন্য যথেষ্ট আমল সদাই করে ফিরতে পারি, আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা-মৌসুমে—কায়মনোবাক্যে এই প্রার্থনা।

ইউটিউবে পাবলিশ হওয়া সর্বশেষ ভিডিও💚
https://youtu.be/k9Mh9r6-WOg

33.8k 0 46 20 698

পৃথিবীর অন্ধকার তো সূর্য উদিত হলেই দূরীভূত হয়৷ মনের অন্ধকার দূরীভূত করতে হলে দরকার ঐকান্তিক প্রচেষ্টা এবং অনেকবেশি দুয়া।

37.6k 0 49 56 2.2k

এইতো সেদিন উমরাহ, মাসজিদ আল হারামে ইতিকাফ আর আরব দেশে ঈদ করে ফিরেছি। উমরাহর কাপড়চোপড়ে এখনো সম্ভবত আতরের গন্ধ লেগে আছে৷

অথচ—আজ থেকে শুরু হয়ে গেলো পবিত্র শা’বান মাস৷ আর ঠিক একমাস পরে আরেকটা নতুন রামাদান ধরণীতে ধরা দেবে।

কতো অবিশ্বাস্য দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে হায়াতের দিন!

বিশ্বাস করুন—অন্তত তিনজন মানুষকে ব্যক্তিগতভাবে চিনি যারা গত রামাদানেও জীবিত ছিলেন, যাপিত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু এই রামাদান আসার পূর্বেই তারা চলে গেছেন অনন্তের পথে। তাদের সামনে আর কোনো সুযোগ নেই একটা সিয়াম রাখার, রামাদান মাসে একপাতা কুরআন তিলাওয়াত করার, তাহাজ্জুদে কপাল ঠেকিয়ে বুক ভরে একবার ‘আল্লাহুম্মাগফিরলি’ বলার।

জীবন তো মাগরিবের আযান আর ইকামাতের মধ্যকার সময়ের মতোই— সংক্ষিপ্ত।

এইসব কোলাহল, ব্যস্ততা, দৌঁড়ঝাপ—এগুলো কখনোই আমাদের পিঁছু ছাড়বে না। এসব নিয়েই আমাদের জীবন। এরমধ্যেই আমাদেরকে সময় করতে হবে অনন্তের জীবনের জন্য।

শা’বান মাস শুরু হলো৷ চলুন একটা সুন্দর পরিকল্পনা গুছিয়ে ফেলি এই গোটা মাস কীভাবে কাটাবো তা নিয়ে। আমরা খুব ভালোভাবেই জানি আমাদের কী কী করতে হবে আর কী কী বাদ দিতে হবে৷ শুধু, প্রচণ্ড ইচ্ছা আর মনোবল নিয়ে শুরুটা করতে হবে।

শা’বান মাসে যদি আপনি ১০ এর মধ্যে ৮ পেয়ে যান, খুব সম্ভাবনা—রামাদানে আপনি ১০ এ ১০ পাবেন।

কতো সুন্দর বলেছেন আমাদের পূর্বসূরিগণ—

‘রজব হলো ফসল বপনের মাস৷ শা’বান হলো সেচ দেওয়ার মাস, আর রামাদান হলো ফসল উত্তোলনের মাস’।

সেচ দেওয়ার মাসটা কিন্তু হাজির হয়েছে৷ আপনি কি পানির বালতি নিয়ে দাঁড়িয়ে যাবেন না?

46.5k 0 57 72 1.5k

আপনার মৃত্যু সংবাদ শোনার পর মানুষ যদি আপনার মাগফিরাতের জন্য দুআ করে, সেটাই হবে একটা সার্থক জীবন।


গর্ভকালীন সময়ে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের বই।

38k 0 48 44 1.3k

সোশ্যাল মিডিয়া আমাদেরকে জীবনের একটা রূপ দেখায়, অন্য একটা রূপ গোপন করে রাখে।

আচ্ছা, আপনার বন্ধু তালিকায় থাকা কেউ কি সচরাচর লেখে, ‘আজ আমার বউয়ের সাথে তুমুল ঝগড়া হয়েছে?’ অথবা, ‘জামাইয়ের সাথে আমার ভীষণ মান অভিমান চলছে?’


সাধারণত, এরকম কেউ লেখে না। কিন্তু দেখবেন মানুষের টাইমলাইন বউয়ের সাথে ঘুরতে যাওয়ার ছবি, ফুচকা আর আইসক্রীম খাওয়ার কথা, বউয়ের জন্য ফুল নিয়ে আসার কথা, নিজেদের বিবাহ বার্ষিকী কথা ইত্যাদিতে ভরপুর। অর্থাৎ, সকল সুন্দর স্মৃতিগুলোই মানুষ সোশ্যাল মিডিয়ায় বলে। জীবনের যে স্মৃতিগুলো অসুন্দর, তিক্ত আর কদর্য, সেগুলো মানুষ লুকিয়ে রাখে।

সোশ্যাল মিডিয়ায় মানুষেরা শুধু সফলতার গল্পটুকুই বলে, ব্যর্থতার গল্পটুকু বলে না। আমি বলছি না যে বউয়ের সাথে ঝগড়া, মান অভিমান আর টানাপোড়েনের কথা মানুষকে বলে বেড়াতে হবে।

কিন্তু, এটার একটা ক্ষতিকর দিক আছে। একজন লোক যে সংসার জীবনে ভীষণ টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছে, যার সাথে স্ত্রীর বনিবনা হচ্ছে না কোনোভাবে, সে যখন অন্যের সংসারের সুখ আর সমৃদ্ধির স্মৃতিগুলো দেখে, তার তখন ভীষণ হতাশা কাজ করে। নিজেকে তখন তার কাছে বোঝা মনে হয়। কিন্তু সে বোঝে না—এই সুন্দর স্মৃতি যারা সোশ্যাল মিডিয়ায় বলছে, তার জীবনের দিনগুলো সর্বদা এরকম সুখী সুখী অবস্থায় যায় না। তারও বউয়ের সাথে ঝগড়া হয়, মান অভিমান হয়।

যে লোক বেকার বসে আছে, যার কোনো চাকরি মিলছে না, সে যখন বন্ধু তালিকার একের পর এক লোককে চাকরিজীবনে উন্নতি করতে দেখে, তার তখন নিজেকে অপদার্থ অপদার্থ লাগে। সে ভাবে—কেবল সে-ই মনে হয় জগতে আমড়া কাঠের ঢেঁকি। কিন্তু, যারা আজ উন্নতির শিখরে গেছে, তারা যে কতো ঝড়-ঝাপ্টা, কতো ব্যর্থতা পাড়ি দিয়ে সেখানে গেছে সেই গল্পটা অন্ধকারে থেকে যায়।

সুতরাং, সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখেন তা খণ্ড-সত্য। পূর্ণ সত্য হলো—দুনিয়ার প্রতিটা মানুষ দুঃখ, সুখ আর উত্থান-পতনের ভেতর দিয়ে যায়। এটুকু মাথায় রেখে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে অনেক অযাচিত হতাশা থেকে আমরা বেঁচে যাবো, ইন শা আল্লাহ।

33.6k 0 55 39 1.6k

ইমাম আহমাদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহর ঘরে এক রাত্রে তার একজন ছাত্র রাত্রিযাপন করে। ঘুমোনোর আগে ইমাম আহমদ ইবনু হাম্বাল সেই ছাত্রের বিছানার পাশে পানির একটা পাত্র রেখে দেন যাতে করে শেষ রাত্রিতে উঠে ওই ছাত্র অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। ফজর সালাতের সময়ে তার ঘরে এসে যখন ইমাম আহমাদ পাত্রের পানিকে আগের অবস্থাতে মজুদ দেখলেন, তিনি বিস্ময়-ভরা কণ্ঠে বলে উঠলেন—‘সুবহানাল্লাহ! ইলম অনুসন্ধানী কিন্তু রাত্রে তাহাজ্জুদ পড়ে না!’ 


( ‘হায়াতের দিন ফুরোলে’ বই থেকে নেওয়া।)

37.4k 0 71 60 1.8k

একজীবনে নাই-বা পেলাম সমস্তটাই
আখিরাতে সবটুকু চাই, সবটুকু চাই।

42.2k 0 43 66 2.2k

আলহামদুলিল্লাহ বই দুটোর প্রি-অর্ডার শুরু হয়েছে৷

49.1k 0 24 86 1.1k
20 ta oxirgi post ko‘rsatilgan.