🌺 প্রশ্ন একটি শব্দ যখন উচ্চারণ করি তখন কি শব্দের মানেটা অন্তরে ভেসে উঠে তারপর শব্দ তৈরি হয়। যেমন "জল "। ঐ পদার্থটাকে জল নাম দিলাম কিন্তু ঐএকই পদার্থ বৃষ্টির মধ্যেও থাকে, বরফেও থাকে। সেক্ষেত্রে আলাদা নাম। কি থিওরি তে এগুলো হয়েছিল - চিত্রলিপি থেকে অক্ষর বা বর্ণশব্দ তৈরীর সময়???
🌺 উত্তর ( পূজ্যপাদ তদ্রুপানন্দজী মহারাজ)
🌺 ভাব,,,এই ভাব'ই হলো প্রধান,,,। প্রথমে বস্তু'র প্রয়োজন বা চাহিদা এবং বস্তু'র সঙ্গে আমার সম্বন্ধ বিষয়ক ভাব'টি অনুমিত বিচারে আসে,,, তারপর অনুমান বা কল্পনা নির্ভর অনুভূতি'তে আসে,,,তারপর বস্তু'র চরিত্র বা/এবং কার্যকারিতা বা/এবং রূপ অনুযায়ী তার নামকরণ হয়,,,তখন আসে শব্দ,,,।
কাজেই শব্দ পরে আসে,,,। শব্দ এসে গেলো মানে'ই প্রকাশ হলো বা ব্যক্ত হলো,,,। তার আগেও সে ছিল,,,কিন্তু অব্যক্ত অবস্থা'য় ছিল,,,। সব ক্ষেত্রে'ই এই এক'ই নিয়ম,,,।
ঠিক এই এক'ই পদ্ধতিতে'ই বৈজ্ঞানিক আবিষ্কার গুলো হয়ে চলেছে,,,অর্থাৎ আমাদের অজ্ঞানতা জনিত আবরণ সরে গিয়ে,,,পূর্ব থেকে'ই অব্যক্ত অবস্থা'য় বর্তমান থাকা বস্তু,,,আমাদের কাছে ব্যক্ত হয়ে পড়ছে,,,। আর তার ফলে তার নামকরণ হয়ে,,,একটা ব্যবহারিক শব্দরূপ তৈরী হচ্ছে,,,।
অনেক ক্ষেত্রে'ই বস্তু'র পূর্ণরূপে ব্যক্ত হবার আগে'ই,,,অনুমানে তার রূপ এবং ব্যবহার কল্পিত হয়ে,,,নামকরণও হয়ে গিয়ে থাকে,,,। সেক্ষেত্রেও শব্দের আগমন পরে ঘটছে,,,।ঠিক,,,।
🌺একটা প্রশ্নের ভিতর পুরো আধ্যাত্মিক দর্শন ভরা !!!!!! সেই জন্যই কি বলে জগতের সবকিছুই ঁতাঁর সৃষ্টি। বিজ্ঞানীরা তাকে আবিষ্কার করে (খুঁজে বার করে) মাত্র ।
🌺 ঠিক।