শ্রীযুক্তা সরলাবালা সরকার তাঁর ‘নিবেদিতা' নামক গ্রন্থে। সেখানে তিনি
লিখছেন : “মেয়েদের পড়িবার ঘরে ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণদেবের একখানি
চিত্র ছিল। তাহার অপর দিকের দেওয়ালে একখানি পৃথিবীর মানচিত্র টাঙ্গানো
থাকিত। নিবেদিতা একদিন ঐ মানচিত্রখানি আনিয়া পরমহংসদেবের ছবির
নিচে টাঙ্গাইয়া দিয়া মেয়েদের দিকে চাহিয়া হাসিয়া বলিয়াছিলেন, ‘রামকৃষ্ণদেব
জগদ্গুরু ছিলেন, জগতের মানচিত্র তাঁহার পদতলে থাকাই উচিত।”*
http://youtube.com/post/UgkxlZjRO9dT1O3YEJsAM65bGfuhGP_3knnK?si=eHcmFqsEN4_2BRF6