জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষ্যে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। ঢাকা মহানগরের শাখাসমূহ কর্তৃক আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বিক্ষোভ মিছিলটি মতিঝিল থেকে শুরু হয়ে আরামবাগ-ফকিরাপুল-দৈনিক বাংলা-বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে ঢাকার শাখাসমূহের সভাপতিবৃন্দ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা গণহত্যাকারীদের দ্রুত বিচারকার্য বাস্তবায়নের দাবি জানান।
ছাত্রদের সর্বাত্মক ঐক্যের মধ্যে দিয়ে যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, সে বিপ্লবে গণহত্যাকারীদের বিচারের দাবীর মাধ্যমে সারাদেশে ছাত্র সংহতি সপ্তাহের ২য় দিন পালিত হচ্ছে।
#UnitedWeStand
#NationalStudentSolidarityWeek
#Chhatrashibir