Bangladesh Islami Chhatrashibir


Channel's geo and language: India, Hindi
Category: Religion


Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Hindi
Category
Religion
Statistics
Posts filter




"আমার শাহাদাত এই দেশের ইসলামী আন্দোলনকে সহস্রগুণ বেগবান করবে ইনশা আল্লাহ্‌"।

- শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।






আমরা চাইনা সবুজ এই ক্যাম্পাসে আর কোনো শিক্ষার্থীর রক্তে রঞ্জিত হোক। আমরা চাইনা নয়নাভিরাম এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করুক। আমরা চাই স্বস্তিদায়ক এবং নিরাপদ একটি ক্যাম্পাস।

প্রশাসনের নিকট অবিলম্বে ক্যাম্পাসের যানবাহন ব্যবস্থাপনার সংস্কার, ফুটপাত নির্মাণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি।

ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করা জাবি ছাত্রী আফসানা রাচির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মরহুমাকে আল্লাহ জান্নাতবাসী হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।






নবীনদের পদচারনায় মুখরিত হোক কুবি-র প্রাঙ্গণ।

১৮তম ব্যাচকে বরণ ও আগামীদিনের পথচলার পাথেয় উপহার দিতে 'নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন' প্রোগ্রামের আয়োজন করে ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

নবীন শিক্ষার্থী বন্ধুদের প্রতি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে তৈরী করার আহ্বান পৌঁছে দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

#Chhatrashibir
#CoU








বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার সদস্য পাঠমূল্যায়ন পরীক্ষা'২৪-এর উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

#Chhatrashibir


শহীদ তিতুমীর: বাংলার এক অনন্য স্বাধীনতা সংগ্রামী

তিতুমীর, প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের এক উজ্জ্বল নাম। ১৭৮২ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম ও সংগ্রামী নেতা, যিনি ব্রিটিশ শাসকদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করেছিলেন।

বিস্তারিত পড়ুন




সারা দেশে ছাত্রশিবিরের সদস্য পাঠমূল্যায়ন পরীক্ষা'২৪ চলছে।

আয়োজন : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখা।

#Chhatrashibir


শহীদ আমিনুল ইসলাম-এর মা'র ইন্তেকালে ছাত্রশিবিরের শোক প্রকাশ

ইসলামী ছাত্রশিবিরের ৪২তম শহীদ আমিনুল ইসলাম বিমান-এর সম্মানিতা মাতা আনোয়ারা বেগম আজ ১৮ নভেম্বর ভোরে বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৩ সন্তান ও ২ কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, "সম্মানিত মায়ের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন এক অনন্য ধৈর্যশীল, পরহেজগার ও ন্যায়পরায়ণ নারী, যিনি তার সন্তানদের আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে অসাধারণ ভূমিকা পালন করেছেন। এমন একজন মহীয়সী মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন শহীদ আমিনুল ইসলাম বিমান ভাইয়ের মতো ত্যাগী ও সংগ্রামী মানুষ, যিনি ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালাম।"

নেতৃবৃন্দ মরহুমার জন্য দোয়া কামনা করে বলেন, "আল্লাহ সম্মানিত মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এ দুঃখ সহ্য করার শক্তি দিন। আমিন।"




খেলাফত মজলিসের সাবেক আমির মাওলানা মুহাম্মদ ইসহাকের সাথে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ।

ছাত্রশিবির পাবনা শহর শাখার উদ্যোগে এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। এসময় মুহতারামকে ছাত্রশিবিরের ২০২৫ নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করা হয়।

এসময় তিনি ইসলামী ছাত্রশিবিরের জন্য দোয়া করে বলেন, "ছাত্রশিবির অনেক অগ্রসর হবে (ইনশাআল্লাহ)। কারণ, তারা বিভক্ত হয়ে পড়ে না, দায়িত্বশীলের আনুগত্য করে; দায়িত্বশীলও সবার পরামর্শক্রমে কাজ করে।

#Chhatrashibir





20 last posts shown.