এই দেশে নর্তকীদের জীবনের মূল্য থাকলেও দাঁড়ি-টুপি আর কালেমা ওয়ালাদের জীবনের যেন কোনো মূল্যই নেই! তাই আজও কালেমার পতাকা উত্তোলনের অভিযোগে গ্রেফতার হতে হয় তাওহীদি জনতাকে। সম্প্রতি কক্সবাজারের উখিয়া থেকে তিনজন তাওহীদবাদী যুবককে গ্রেফতার করা হয় কালেমার পতাকা উত্তোলনের অভিযোগে। বন্দীদের পরিবার ও বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ভাইয়েরা প্রশাসনের কাছে তাদের মুক্তির দাবি জানালেও এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি তাদের কাউকেই।
.
অন্যদিকে, বন্দীদের পরিবারের সদস্যরা যখন তাদের জন্য খাবার পৌঁছাতে কারাগারে যান, তখনও চোখে পড়ে প্রশাসনের পুরোনো বৈষম্যমূলক আচরণের। ঘুষ ছাড়া খাবার পৌঁছাতে দেওয়া হয় না কারাগারে! প্রশাসনের বাহিনী যতই খোলস পরিবর্তন করুক, নৈতিকতার পরিবর্তন না হলে এদেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েই থাকবে।
.
এই বৈষম্যমূলক আচরণ আর কতদিন চলবে? প্রশাসনের প্রতি আমাদের একটিই দাবি—অতিসত্বর আমাদের বন্দী ভাইদের মুক্তি দিন। আমরা চাই, তারা মুক্ত বাতাসে ফিরে আসুক। অন্যথায় যদি ২৪-এর একাল সেকালে পরিণত হয়, তবে এ জাতি জেগে উঠবে চূড়ান্তরূপে, ইনশাআল্লাহ!
.
অন্যদিকে, বন্দীদের পরিবারের সদস্যরা যখন তাদের জন্য খাবার পৌঁছাতে কারাগারে যান, তখনও চোখে পড়ে প্রশাসনের পুরোনো বৈষম্যমূলক আচরণের। ঘুষ ছাড়া খাবার পৌঁছাতে দেওয়া হয় না কারাগারে! প্রশাসনের বাহিনী যতই খোলস পরিবর্তন করুক, নৈতিকতার পরিবর্তন না হলে এদেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়েই থাকবে।
.
এই বৈষম্যমূলক আচরণ আর কতদিন চলবে? প্রশাসনের প্রতি আমাদের একটিই দাবি—অতিসত্বর আমাদের বন্দী ভাইদের মুক্তি দিন। আমরা চাই, তারা মুক্ত বাতাসে ফিরে আসুক। অন্যথায় যদি ২৪-এর একাল সেকালে পরিণত হয়, তবে এ জাতি জেগে উঠবে চূড়ান্তরূপে, ইনশাআল্লাহ!