Video is unavailable for watching
Show in Telegram
এই আন্দোলন দমাতে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ঢাকার কাউন্সিলগণ। তাদের বড় ভূমিকায় ৪ আগস্ট পুরো ঢাকায় ম্যাসাকার চলেছে। এদের কেউ কেউ দু-হাতে দুটি করে অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাপিয়ে পড়েছিলো। এমন ঘটনা মোহাম্মদপুরে নিজের চোখে দেখেছি। ছবি তুলেছি, ভিডিও করেছি। কি সেই তান্ডব, চোখের সামনে এখনো ভেসে ওঠে। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, ৩০,২৯ রাষ্ট্রন ও খোকন শত শত মানুষকে গুলিতে ঝাঝরা করেছে। সিকদার মেডিকেলে লা-শের স্তুপ জমে গিয়েছিলো। শত শত গুলিবিদ্ধ মানুষের আহাজারি মনে পড়ে যায় যখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কাউন্সিলরদের স্বপদে রাখার জন্য উঠেপড়ে লাগে। তাদের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেয়। হায় সেলুকাস!