আপনারা হয়তো জানেন, Pavel Durov আটক হওয়ার পর থেকে Telegram তাদের policy পরিবর্তন করেছে। ফলে h@cking বা giveaway নিয়ে কাজ করা অনেক Telegram চ্যানেল ও গ্রুপ ব্যান হয়ে গেছে বা হুমকির মুখে। আমাদের চ্যানেলও এর বাইরে নয়। ইতিমধ্যে বেশ কিছু copyright strike এসেছে।
এই পরিস্থিতি মাথায় রেখে আমাদের গিভওয়েতে কিছু পরিবর্তন আনতে হয়েছে। পাবলিক গিভওয়েগুলো এখন থেকে সরাসরি Telegram-এ না দিয়ে text-sharing সাইটে শেয়ার করা হবে। এক্ষেত্রে Ads এর সম্মুখীন হলে আপনারা Ad Blocker ব্যবহার করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে প্রাইভেট গিভওয়ে আগের মতোই করা হবে।
জাস্ট আমরা এখন থেকে একাউন্ট গুলো বা, বিভিন্ন টাস্ট, টেক্স শেয়ারিং সাইটের মাধ্যমে প্রদান করবো,আশাকরি এতে আপনাদে কোন অসুবিধা হবে না।
System Error এর প্রতিটা সদস্য আমাদের পরিবারের মতো। আপনাদের সাপোর্ট, বিশ্বাস আর ভালোবাসাই আমাদের এত দূর এগানোর পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি পূর্বের মতো সকল অবস্থায় আপনাদের পাশে পাব।
গুড নিউজ ফর অল,আমাদের মুভি,ম*ড সার্ভার প্রায় শেষ কাজ,খুব দ্রুতই আপনারা চমক দেখতে পারবেন।
System Error শুধু একটা নাম না, একটা পরিবার, একটা ব্র্যান্ড!
— System Error BD