অনেকেই জানেন না, মস্কোর রেড স্কয়ারে যে গীর্জাটি, তার নাম সেন্ট বাসিলস ক্যাথিড্রাল। এটির নির্মিত হয়েছিল কাজান শহর মুসলমানদের হাত থেকে দখল করার স্মৃতি হিসেবে। যে ৭ টি টাওয়ার দেখা যায়, তার মানে ৭ দিনের যুদ্ধে দখল করা হয়েছিলো কাজান। আইভান দ্য টেরিবল নামক ভয়ংকর খুনি এক রুশ রাজার সময় এই রাজ্যটি দখল করে নেয় রাশিয়া।