বাঁশেরকেল্লা - Basherkella


Channel's geo and language: India, Bengali
Category: Economics


Official Telegram Channel of Basherkella Page.
Page Link: https://www.facebook.com/Basherkella05

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Bengali
Category
Economics
Statistics
Posts filter


ছাত্রশিবির অন্যান্য সকল সংগঠনের চেয়ে ব্যতিক্রম এর অন্যতম একটা কারণ হলো সংগঠন পরিচালনার ক্ষেত্রে তাদের অত্যন্ত কঠোর স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে আর্থিক ব্যবস্থাপনার জন্য। অন্যান্য সংগঠনে যেখানে বিভিন্ন দিক থেকে ধান্ধাবাজি করার নিয়তে সংগঠনে যুক্ত হয় সেক্ষেত্রে ছাত্রশিবিরের বিশেষত্ব হলো, তাদের দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতিমাসেই একটা অঙ্কের অর্থ সংগঠনকে প্রদান করতে হয়। তাদের সাবেক নেতাকর্মীরাও প্রতিমাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদান করে সংগঠন পরিচালনায় সহযোগিতা করে।

একেবারে সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লাখ টাকার চেয়ে বেশিও দেয় অনেকে। যার যেমন সামর্থ্য সে তেমনভাবে কন্ট্রিবিউট করে। হিসেব যথাযথ ভাবে সংরক্ষণের জন্য ছবিতে দেওয়া এমন রশিদ দিয়েই তারা আর্থিক লেনদেন করে। যেই লেনদেনের উপর আবার মাসিক, ষান্মাসিক এবং বাৎসরিক একটা অডিট হয়।

একারণে ছাত্রশিবিরের নেতাকর্মীদের টেম্পু স্টান্ড বলেন কিংবা ট্রাক স্টান্ডে গিয়ে চাঁদাবাজি কিংবা কারো থেকে জোরপূর্বক অর্থ ছিনিয়ে এনে সংগঠন পরিচালনা করা লাগেনা। যারা টেম্পু স্টান্ড দখল করে অবৈধ অর্থ উপার্জন করে তাদেরকে অবশ্য এসব বুঝাতে পারবেন না!

- ফেসবুকের ইনবক্স থেকে


অন্তর্বর্তী সরকার গঠিত গুম-সম্পর্কিত তদন্ত কমিশন বাংলাদেশে গুমে ভারতের জড়িত থাকার বিষয়টি খুঁজে পেয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


ইসলামী মাহফিলে রাজনৈতিক নেতাদের পদলেহন এখনো বন্ধ হয়নি, তবে কোরআন হাদীসের আলোকে কথা বলা যাচ্ছে এটাও কম না।


এই ছেলের বর্তমান অবস্থান কোথায়? তাকে কি গ্রেফ'তার করা হয়েছে?


বগুড়া শহর শাখার সাথী(ছাত্রশিবিরের একটা সাংগঠনিক পদ) নুরুল্লাহ ভাই, আন্দোলন চলাকালে ১৮ই জুলাই বুলেট কপাল দিয়ে মাথার ভিতরে ঢুকে মস্তিষ্কে আঘাত করে। বগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভাইয়ের অপারেশন করা হয়।

পরবর্তীতে ঢাকার ইবনে সিনাতে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ ছিল৷ কিন্তু ১৭ ডিসেম্বর থেকে হঠাৎ ব'মি ও মাথায় ঝাকুনি সৃষ্টি হলে তার অবস্থা খুবই খারাপ পরিলক্ষিত হয়, ৫-৬ জন ধরেও স্থির রাখা যায় না এতো যন্ত্রণা সৃষ্টি হয় তার মাথায়। এখন জানা যাচ্ছে যে, মাথার ভিতরে আঘাতপ্রাপ্ত জায়গায় ইনফেকশন হয়েছে। ব্যাকটেরিয়া তৈরী হয়েছে৷

নুরুল্লাহ ভাই এখন সিএমএইচ, ঢাকার আইসিইউতে নিবিড় পরিচর্যায় আছে, সেন্সলেস অবস্থায়। আল্লাহ তায়ালা নুরুল্লাহ ভাইসহ হাসিনার ঘাতক বাহিনীর গুলিতে আহত সকল ভাইবোনকে সুস্থ করে দিন, হায়াতে তাইয়েবা দান করুন। দোয়ার দরখাস্ত।

- Hosain Ahmad Jubayer


Video is unavailable for watching
Show in Telegram
যতবার-ই মহিপাল যাই, দৃশ্যগুলো ফুটে উঠে চোখের সামনে। যারা বলেন আগে-ই ভালো ছিলেন, তাদের জন্য শুধু ফেনীর একটা ছবি শেয়ার করলাম।

৪ আগস্ট, ২০২৪
মহিপাল সার্কিট হাউজ রোড, ফেনী

- স্থানীয় সাংবাদিক মোকাররম বিল্লাহ

#JulyMassacre


নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মুক্তাদির মুক্তকে ধরে থানায় দিলো শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত গুজব ছড়িয়ে দেশের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে।

#BSLTerrorist


রাজধানীর পূর্বাচলে প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা।
ম*দ্যপ চালকের গাড়ির ধাক্কায় সহপাঠী মোতাসিম মাসুদের মৃত্যু ও আরও দুই সহপাঠীর আহতের ঘটনায় শনিবার (২১ ডিসেম্বর) ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন বুয়েট শিক্ষার্থীরা।


হাত বদল হয়েছে, কিন্তু শোষণ মুক্ত সমাজ এখনো আমরা পাইনি।


চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ২-৩ দিনের মধ্যে অভিযান


বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশি ভিসা প্রাপ্তি সহজতর হচ্ছে। দিল্লির পরিবর্তে ঢাকায় বেশ কিছু দেশের ভিসা প্রক্রিয়া চালু হয়েছে। ৮টি ইউরোপের দেশের শেনজেন ভিসার জন্য ঢাকায় আবেদন করা যাবে।

এছাড়া রোমানিয়া, বুলগেরিয়া, মেক্সিকোসহ অন্যান্য দেশের ভিসার আবেদন জন্য বিভিন্ন তৃতীয় দেশে আবেদন করার সুযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রক্রিয়া সহজতর করা হয়েছে। বিশেষ করে শিক্ষা ও জরুরি মেডিকেল ভিসার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হচ্ছে। ঢাকার ভারতীয় হাইকমিশনও জরুরি প্রয়োজনে ভিসা দিচ্ছে।


বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাবেক সচিব ইসমাইল হোসেন।


লীগ-বিএনপি মিলেমিশে একাকার।


Video is unavailable for watching
Show in Telegram
চট্টগ্রাম নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ এর যুগ্ন আহবায়ক এম এ মুসাকে রাজধানীর পল্টন থেকে আটক করে ছাত্র-জনতা।
আটকের পর তাৎক্ষণিক খবর পেয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী চট্টগ্রাম নগরীর বিএনপির প্রভাবশালী যুগ্ম আহবায়ক শাহ আলম ছুটে যান তাকে মুক্ত করতে।


Video is unavailable for watching
Show in Telegram
যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায়।
লোকেশন: ভোলা সদর ইলিশিয়া লঞ্চঘাট।


“ভোটের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সাথে ধোঁকাবাজি করছে”
🗣জামায়াত আমীর ডা. শফিকুর রহমান


দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস;
‘আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবো’


ইসলামী নেতৃত্বের গুণাবলী


হাসিনামুক্ত বাংলাদেশের জনগণকে মূল্যায়ন করতে শিখছে ভারত।

17k 0 11 1.3k

বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ হয়েছিল যেদিন।

০৫ই আগস্ট ২০২৪

20 last posts shown.