ILMAN NAFIYA


Channel's geo and language: India, Bengali
Category: Religion


রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Bengali
Category
Religion
Statistics
Posts filter






Video is unavailable for watching
Show in Telegram
🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকার জাবালিয়ার পূর্বে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


"পরনারীর দিকে তাকানো শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিজের দৃষ্টি সংযত রাখবে, আল্লাহ তাকে এমন ইবাদতের তাওফীক দেবেন, যেটার মিষ্টটা সে মন থেকে অনুভব করতে পারবে।"

— আব্দুল মালিক ইবনু আত্তাব (রহ.)
সূত্র: আয-যুহদ, হান্নাদ, ২/৬৫১


Video is unavailable for watching
Show in Telegram
যারা খ্রিস্টানদের ধর্মীয় শুভেচ্ছা দেই


আমাদের কারও সম্মুখে যদি প্রতিদিনের আমলনামা প্রকাশ করা হয়, তবে কি সে নিজের অধিকাংশ বেহুদা আমল দেখে লজ্জিত হবে না?

সে কি আফসোস করে বলবে ন —হায় হায়! অধিকাংশ আমলই তো দীন-দুনিয়ার সঙ্গে সংশ্রবহীন।

—আতা ইবনে আবী রাবাহ রহ.


Video is unavailable for watching
Show in Telegram
🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ায় আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


খ্রিস্টানরা মেরি ক্রিসমাস পালন করে কারণ ২৫ ডিসেম্বর নাকি আল্লাহ পুত্র সন্তান জন্ম দিয়েছেন।

আর আল্লাহ বলেন:
অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়।

_(সূরাঃ মারইয়াম আয়াত ৯২)


আপনার মহান প্রতিপালকের মর্যাদা সমুন্নত রাখুন। তিনি যেন আপনাকে এমন স্থানে না পান যেখানে যেতে আপনাকে নিষেধ করেছেন এবং এমন স্থানে যেন আপনাকে অনুপস্থিত না দেখেন যেখানে যেতে তিনি নির্দেশ দিয়েছেন!

—সালামাহ ইবনে দিনার রাহ.


আবূ হুরায়রাহ (রাযিঃ) থেকে বর্ণিত
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
আল্লাহ তা'আলার কাছে সব চাইতে প্রিয় জায়গা হলো মাসজিদসমূহ আর সব চাইতে খারাপ জায়গা হলো বাজারসমূহ।

- [সহীহ মুসলিম, হাদিস: ১৪১৪]


Video is unavailable for watching
Show in Telegram
🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকায় আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


তাবেঈন সালামাহ ইবনে দিনার (রাহ.) —এর নিকট জানতে চাওয়া হয়েছিল, হাশরের ময়দানে আল্লাহর সামনে কীভাবে উপস্থিত করা হবে?

বললেন—
'নেককার হলে খুশি মনে হাসতে হাসতে এগিয়ে যাবে, যেমনটি প্রবাস থেকে নিজ পরিবারের কাছে ফেরার মুহূর্তে মানুষ করে থাকে। আর পাপিষ্ঠ হলে তার অবস্থা হবে পলাতক ক্রীতদাসের মতো যাকে টেনে-হিঁচড়ে মনিবের সামনে হাজির করা হয়!'


Video is unavailable for watching
Show in Telegram
🚨 ভিডিও : "তারা আমাদের হত্যা করে, কিন্তু আমরা বাঁচি। শহীদদের মৃত্যু হয় না।"


পৃথিবীতে নেককার লোকদের সঙ্গে সঙ্গে বদকার লোকেরাও আল্লাহর প্রচুর রহমত লাভ করে, পরকালে সেটা অসম্ভব। সেখানে আল্লাহর রহমত শুধু নেক ও সজ্জনদের জন্যই!

—সালামাহ ইবনে দিনার (রাহ.)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
যখন তোমাকে সৎকাজ আনন্দ দিবে ও খারাপ কাজ পীড়া দিবে, তখন তুমি মুমিন।

_[আহমাদ: ২১৬৬২, আত তারগীব: ১৭৩৯]


শয়তান সলাতে কুমন্ত্রণা দেয়ার অর্থ আমার সলাত ঠিকভাবে আদায় হচ্ছে। আমার সলাত কবুল হওয়ার পথে। বিরাণ ঘরে চোর ঢোকে না।

— মুহাম্মাদ আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ


মনোবল বয়সকে অতিক্রম করেছে ! সুবহানাল্লাহ!


তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না।
ILMAN Nafiya


যেই চোখ দিয়ে আল্লাহকে দেখার স্বপ্ন দেখি, সেই চোখ দিয়ে হারাম কিছু কি দেখা যায়! বলো, ভাই?

— আব্দুল্লাহ মাহমুদ নজীব


Video is unavailable for watching
Show in Telegram
🚨 ভিডিও : ইহুদিবাদী সৈন্য বোঝাই ট্রাক এবং সামরিক যানে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ

20 last posts shown.