আমাদের কিছু ভাইর যুক্তি:
❝ইরানের হামলায় ইজরায়েলের কেউ মারা গেলেও তারা কি সে কথা স্বীকার করবে? তারা তা গোপন রাখবে।❞
অর্থাৎ এই ভাইয়েরা আমাদেরকে বোঝাতে চান যে, গাজা ফ্রন্ট, লেবানন ফ্রন্ট, পশ্চিম তীর, ইজরায়েলের অভ্যন্তরে মুজাহিদদের ফিদায়ি হামলায় ইজরায়েলের যেসব সেনা এবং নাগরিক নিহত হয়, যার তথ্য আমরা প্রতিনিয়ত পাচ্ছি (হয়তো কিছুটা কমবেশ সহ) এবং তারাই প্রতিনিয়ত সেগুলো পাব্লিশ করে, এই যেমন আজকে লেবাননে নিহত সেনাদের খবর, গতকাল তেল আবিবে দুই মুজাহিদের হামলায় নিহত ৭/৮ জন ইহুদি নিহতের খবর সহ গাজা যুদ্ধে প্রায় প্রতিদিন ইহুদি সেনা নিহতের খবর; ঐ ভাইদের কথা মতো মনে হয় এগুলো ফেরেস্তারা এসে আমাদেরকে জানিয়ে দেয়, ইজরায়েল আমাদের থেকে গোপন করে।
দুনিয়ার অন্য সবাই মারলে ইজরায়েল সেনাবাহিনী গোপন রাখে না, কেবল ইরানের ক্ষেপণাস্ত্র মারলেই গোপন রাখতে হয়। বাহ! কী শক্তিশালী যুক্তি।
আমি জানি না এত শক্তিশালী যুক্তি নিয়ে এই ভাইয়েরা জীবন চালায় কীভাবে? এর ভারে তো কুঁজো হয়ে যাওয়ার কথা।
আল্লাহ আমাদের ভাইদের শুভবুদ্ধির উদয় করে দিন।
❝ইরানের হামলায় ইজরায়েলের কেউ মারা গেলেও তারা কি সে কথা স্বীকার করবে? তারা তা গোপন রাখবে।❞
অর্থাৎ এই ভাইয়েরা আমাদেরকে বোঝাতে চান যে, গাজা ফ্রন্ট, লেবানন ফ্রন্ট, পশ্চিম তীর, ইজরায়েলের অভ্যন্তরে মুজাহিদদের ফিদায়ি হামলায় ইজরায়েলের যেসব সেনা এবং নাগরিক নিহত হয়, যার তথ্য আমরা প্রতিনিয়ত পাচ্ছি (হয়তো কিছুটা কমবেশ সহ) এবং তারাই প্রতিনিয়ত সেগুলো পাব্লিশ করে, এই যেমন আজকে লেবাননে নিহত সেনাদের খবর, গতকাল তেল আবিবে দুই মুজাহিদের হামলায় নিহত ৭/৮ জন ইহুদি নিহতের খবর সহ গাজা যুদ্ধে প্রায় প্রতিদিন ইহুদি সেনা নিহতের খবর; ঐ ভাইদের কথা মতো মনে হয় এগুলো ফেরেস্তারা এসে আমাদেরকে জানিয়ে দেয়, ইজরায়েল আমাদের থেকে গোপন করে।
দুনিয়ার অন্য সবাই মারলে ইজরায়েল সেনাবাহিনী গোপন রাখে না, কেবল ইরানের ক্ষেপণাস্ত্র মারলেই গোপন রাখতে হয়। বাহ! কী শক্তিশালী যুক্তি।
আমি জানি না এত শক্তিশালী যুক্তি নিয়ে এই ভাইয়েরা জীবন চালায় কীভাবে? এর ভারে তো কুঁজো হয়ে যাওয়ার কথা।
আল্লাহ আমাদের ভাইদের শুভবুদ্ধির উদয় করে দিন।