ইনশাআল্লাহ আমাদের পীর ও মুর্শিদ খতীবুল ইসলাম আরেফবিল্লাহ হযরত মাওলানা মুফতী জাফর আহমাদ সাহেব দামাত বারকাতুহুম ওমরাহর সফর শেষ করে আগামী ২১শে মার্চ রোজ শুক্রবার সকালে বাংলাদেশে পৌঁছাবেন। প্রতিবারের ন্যায় চলতি বছরের রমজানেও শেষ দশ দিন আমাদের পীর ও মুর্শিদ খতীবুল ইসলাম আরেফবিল্লাহ হযরত মাওলানা মুফতী জাফর আহমাদ সাহেব দামাত বারকাতুহুমের সোহবতে থেকে ঢালকানগর খানকাহ শরীফের মসজিদে (বাইতুল আমান জামে মসজিদে) এ'তেকাফ করার জন্য ওলামায়ে কেরাম এবং সালেকীন ভাইয়েরা উপস্থিত হবেন। আপনিও শরীক হতে পারবেন।
এ'তেকাফের সময় কিভাবে কাটবেঃ
যিকিরের মজলিসঃ বাদ ফজর।
প্রথম ইসলাহী বয়ানঃ দুপুর ১২টার পর।
দ্বিতীয় ইসলাহী বয়ানঃ বাদ আসর।
তৃতীয় ইসলাহী বয়ানঃ বাদ এশা।
বাদ যোহরঃ ফাযায়েলে আমলের তা'লীম। পরবর্তীতে আযান, একামত, নামাজের আমলী মশক এবং তাসহীহে কুরআনের মশক।
প্রয়োজনে যোগাযোগ:
মুফতী রফিউদ্দিন সাহেব +8801712-632215
মাসুদ ভাই- +8801911093831
বি:দ্র:-
**এক.** রমজান মাসে আমাদের খানকায় মাসিক ইজতেমা এবং শবগুজারী অনুষ্ঠিত হয় না।
**দুই.** এ'তেকাফকারীগণ অবশ্যই আল্লাহর ঘরে অবস্থানের উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন বেডিং নিয়ে আসব।
এ'তেকাফের সময় কিভাবে কাটবেঃ
যিকিরের মজলিসঃ বাদ ফজর।
প্রথম ইসলাহী বয়ানঃ দুপুর ১২টার পর।
দ্বিতীয় ইসলাহী বয়ানঃ বাদ আসর।
তৃতীয় ইসলাহী বয়ানঃ বাদ এশা।
বাদ যোহরঃ ফাযায়েলে আমলের তা'লীম। পরবর্তীতে আযান, একামত, নামাজের আমলী মশক এবং তাসহীহে কুরআনের মশক।
প্রয়োজনে যোগাযোগ:
মুফতী রফিউদ্দিন সাহেব +8801712-632215
মাসুদ ভাই- +8801911093831
বি:দ্র:-
**এক.** রমজান মাসে আমাদের খানকায় মাসিক ইজতেমা এবং শবগুজারী অনুষ্ঠিত হয় না।
**দুই.** এ'তেকাফকারীগণ অবশ্যই আল্লাহর ঘরে অবস্থানের উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন বেডিং নিয়ে আসব।