আওয়ামীলীগের কুকীর্তি


Channel's geo and language: India, Hindi
Category: Shock content


Similar channels

Channel's geo and language
India, Hindi
Statistics
Posts filter


এসব আগাছা পরিস্কার করা হচ্ছে না কেন এখন পর্যন্ত?
হ্যান্ড মাইক হাতে যশোরের বর্তমান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।


কা কা কা কা
টর্নেডো শিল্পীগোষ্ঠী, লালমনিরহাট জেলা




৯ই অক্টোবর রাষ্ট্র সংস্কারে রূপরেখা তুলে ধরবে জামায়াত

আগামী ৯ই অক্টোবর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নিজেদের রূপরেখা তুলে ধরবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য দিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত ছিল। আগামী নির্বাচনে যাতে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেয়া যায় সেজন্য মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। কী কী মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি। জামায়াত আমীর বলেন, আগামী ৯ই অক্টোবর কী কী সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কী কী সংস্কার পরবর্তী সময়ে লাগবে সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে।

তিনি বলেন, জনগণ এবং সরকার একসঙ্গে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে।










প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে ফখরুল

গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন, যারা অন্তর্বর্তী সরকার ও গণঅভ্যুত্থান-বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি।’


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে শনিবার বিকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করে বিএনপি।

ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, সহায়তা করেছে এবং লুটপাট, অনাচার, অত্যাচার ও মানুষের ওপর নির্যাতন করেছে তাদের বেশিরভাগই এখনো পর্যন্ত স্ব স্ব জায়গায় বহাল তবিয়তে রয়েছে। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের আনার কথা বলেছি।’

তিনি বলেন, ‘সরকারে চুক্তিভিক্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য প্রস্তাব দিয়েছি।’


সরকারকে ততদিন সময় দেব যতদিনে সুষ্ঠু নির্বাচন করা যায়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সরকারকে ততদিন পর্যন্ত সময় দেব যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না। জঙ্গিবাদ দেখতে চাই না। উদার গণতন্ত্র দেখতে চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছি, সময় দেব। কিন্তু কতদিন? আমরা সেই পর্যন্ত সময় দেব, যতদিনে যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে।

3.6k 0 3 15 112



বাহ!
বাংলা ট্রিবিউন,  তসলিমা নাসরিন মাঠে নেমে পড়েছে, কিছুক্ষণ পর হয়তো সাড়ে হাজার স্ট্যাটাস প্রসব করবে যে, বাংলাদেশ তো নাই, আইএসআই দখল করে নিয়ে গেছে!


প্রকাশ্যে গণহত্যাকারী খুনি হাসিনার দা'লা'লি করা তাপসী তাবাসসুম উর্মি নামের এই ম্যাজিস্ট্রেট কে অবিলম্বে বহিস্কার করতে হবে। স্বাধীন বাংলাদেশে খুনিদের দালালি চলবেনা। এই দালালদের অতিদ্রুত বহিস্কার না করলে সাধারণ জনতাই এর বিহিত করবে ইনশা'আল্লাহ।

তাপসী তাবাসসুম উর্মি
(Tapashee Tabassum Urmi)
Assistant Commissioner & Executive Magistrate at Deputy Commissioner's Office, Lalmonirhat.

3.9k 0 5 17 108

এই গণঅভ্যুত্থানে কত বাবা-মা তার প্রিয় সন্তানকে হারিয়েছেন, কত বোন তার আদরের ভাইকে হারিয়েছেন, কত বন্ধু তার সহপাঠীকে হারিয়েছেন। চিন্তা করেন দেড় হাজার মানুষ জাস্ট কয়েকদিনে নাই হয়ে গেছে। যখন উনাদের স্বজনদের এই অশ্রুসজল এমন করুণ-কাতর মুখাবয়ব দেখি তখন আর নিজেদের ধরে রাখতে পারিনা। আমরা আমাদের অসহায়ত্ব নিয়ে এই স্মৃতিচারণগুলো নীরবে দেখে যাওয়া ছাড়া আসলে কোনকিছু করার সাধ্যও নেই। মানুষ চলে গেলে যে আর ফিরেয়ে আনা যায়না...!

কি দোষ ছিল আমাদের এই শিক্ষার্থী বন্ধুদের? কেন তাদের উপর ভারতীয় মদদপুষ্ঠ খুনি হাসিনার দোসরেরা এমন নিষ্ঠুর আচরণ করলো!


পঞ্চগড়ের দালালচন্দ্র না দয়াল চন্দ্র কেন ঢাকার হি'ন্দুদের বাসা থেকে বের হয়ে শহীদ মিনারে সমবেত হওয়ার আহবান জানাচ্ছে?

আওয়ামী ফ্যা'সি'স্ট থাকা কালে তো কখনো এভাবে আহবান জানাতে দেখলাম না!




কাঁটাখালি পৌরসভার সাবেক মেয়র আব্বাস গ্রেফতার...


ক্ষমতা হারালে এক রাতেই ৬৫ হাজার আওয়ামী নেতাকর্মী মারা যাবে!
(২০২৩ সালে শামীম ওসমান এই বক্তব্য দিয়েছিল)

ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে এই হাসিনা-শামীম ওসমানরা ভারতে পালিয়ে যাওয়ার পর আজপর্যন্ত সারাদেশে কতজন আওয়ামী সন্ত্রাসী মরছে? এরা এত জুলুম-নির্যাতন-গণহত্যা চালানোর পরেও এদের প্রত্যাশা অনুযায়ী গণপ্রতিরোধের শিকার না হওয়ায় মাত্র দুই মাসের মাথায় এসে আবার এদেশের ছাত্রজনতার বিরুদ্ধে দিল্লিতে বসে যুদ্ধের হুঙ্কার দেয়। এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে সমূলে উৎপাটন ছাড়া আগামীতে স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে। প্রত্যেক সন্ত্রাসীকে গর্ত থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অতিদ্রুত।


ঢাকার ধামরাইয়ে গত ৫ আগস্ট কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভারতে পলাতক খুনি হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে মামলায়। 

শুক্রবার বিকালে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন। তবে মামলাটি এখনও রেকর্ড হয়নি বলে জানিয়েছে পুলিশ।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

20 last posts shown.