বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


Гео и язык канала: Индия, Бенгальский
Категория: Политика


Похожие каналы

Гео и язык канала
Индия, Бенгальский
Категория
Политика
Статистика
Фильтр публикаций


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
৪ আগস্ট, ২০২৪
সাত মসজিদ এলাকা


জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে লম্ফঝম্প করা ক্যাডারদের মুভমেন্টের একটা মাথা হচ্ছেন এবিএম আব্দুস সাত্তার।

ক্যাডারদের এক সংগঠনের নেতা এই সাত্তারই থ্রেট দিয়েছেন যে ইন্টেরিম সরকার মুয়ীদকে না সরালে কীভাবে সরাতে হয় তা তাদের জানা আছে। একইসাথে এই সাত্তারই দম্ভভরে ঘোষণা দিয়েছে যে তাদের ওই সমাবেশ নাকি ২০০ ডোজের এন্টিবায়টিক, ৪ তারিখ নাকি তার মহাসমাবেশ ডাকবেন যেটার ডোজ হবে ৫০০।

প্রথমে আমি বুঝিনাই এই লোকের এত দম্ভ আর কনফিডেন্স কোন জায়গা থেকে আসতেছে যেখানে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের জুলাই মাসেও আওয়ামী লীগের দালালি করার প্রমাণ আছে এবং সারা দেশই এই এডমিনিস্ট্রেশন রিফরমেশন চায়?

পরে বুঝলাম এই সাত্তার খোদ খালেদা জিয়ার একান্ত সচিব।

এইটাই কি তার ক্ষমতা আর কনফিডেন্সের উৎস? যে বিএনপি তার পিছনে আছে?

বিএনপি সংস্কারের পক্ষে হইলে খালেদা জিয়ার একান্ত সচিব কেন এডমিন ক্যাডারদের স্বার্থ হাসিল করতে জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে নেমেছে?

নির্বাচনের আগে সংস্কার কি আমরা এমনি এমনিই চাচ্ছি?




প্রথম আলো, ডেইলিস্টারসহ বাংলাদেশের ভারতপন্থী শাহবাগী যে মিডিয়াগুলো আছে তারা তথাকথিত "দেশপ্রেমিক" হিসেবে প্রচার করে সাকিব আল হাসান আর মাশরাফিদের। যারা কোটি কোটি টাকার বিনিময়ে ক্রিকেট খেলে। আবার সুযোগ পেলে ফ্যাসিস্টদের দলে ভীড়ে এমপি পদও বাগিয়ে নেয়!

আর এদিকে এই ফায়ার সার্ভিসের কর্মীরা অল্প টাকার বিনিময়ে দেশের যে সেবা করে সেটাকে নিয়ে কখনো এমন হাইপ তুলতে দেখা যায়না। অথচ এরাই আমাদের দেশের আসল দেশপ্রেমিক। এরাই প্রকৃত সম্মাননা ও শ্রদ্ধা পাওয়ার দাবি রাখে।

ছবি: দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকচাপায় নিহত হন এই ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়ন।


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
এই ভিডিওটা এমনি এমনি (!?) 'এখন টিভি' থেকে ডিলিট হয়ে গেছে! 'আরটিভি'র ওয়েব সাইটেও এ সম্পর্কিত নিউজ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না!


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
সময় টিভির পদচ্যুত সাংবাদিক বুলবুল রেজার অপ-সাংবাদিকতার নমুনা - ০১

পদচ্যুত হয়ে এখন হাসনাত আব্দুল্লাহ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেছনে লেগেছে।


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
এই অভ্যুত্থানে আরো যাদের অবদানকে আমরা স্মরণ করি ❤️


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
আবু সাইদকে শহিদ করার পূর্বেও একাধিকবার হামলা করে জখম করে পেটুয়া পুলিশ বাহিনী।


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
জুলাই'২৪


আজ বিকাল ৩ টায় আরাফাতের জানাযা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।


আরো এক শহীদ!


অবুঝ
শরীফ আহমেদ

কিইবা এমন দোষ করেছি
কার কেড়েছি ঘুম?
দেশ বাঁচাতে করছি না হয়
হাজার খানেক গুম।
দু'তিন হাজার ফেলে দিলে
কিইবা এমন ক্ষতি?
কী করতি আমার জাগায়
তোরাই যদি হতি?
কোর্ট দিয়েছে আদেশ, সমন,
ভোট করেছে ইছিঃ,
ভাবটা এমন সব ডিসিশন
আমি একাই নিছি!
ছেলের গবেষণায় না হয়
ঢালছি কিছু টাকা,
তাই বলে আজ শুনতে হবে
এমন কথা বাঁকা?
রিজার্ভ থেকে অল্প টাকা
হ্যাকিং হয়ে গেলে,
ভাবটা সবাই দেখায় যেন
হ্যাকার আমার ছেলে!
কার ভাতে যে ছাই দিছি,
কার পাক্কা ধানে মই?
কার কাছে যাই, কার কাছে যে
মনের কথা কই?

১৯|১২|২০২৪
টরন্টো, কানাডা




Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
এতো কঠিন পথ আমরা ভুলে যাই কিভাবে?


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
খুনী হাসিনার গুমনামা:
গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো । এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো, যেন সেটি ডুবে যায়। এছাড়া হত্যার পর রেল লাইনে লাশ ফেলে রাখা হতো, যাতে ট্রেনের চাকায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় । মহাসড়কে চলন্ত গাড়ীর নিচে ফেলে দেওয়ারও প্রমাণ পেয়েছে গুম কমিশন।


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
এই আন্দোলন দমাতে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ঢাকার কাউন্সিলগণ। তাদের বড় ভূমিকায় ৪ আগস্ট পুরো ঢাকায় ম্যাসাকার চলেছে। এদের কেউ কেউ দু-হাতে দুটি করে অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাপিয়ে পড়েছিলো। এমন ঘটনা মোহাম্মদপুরে নিজের চোখে দেখেছি। ছবি তুলেছি, ভিডিও করেছি। কি সেই তান্ডব, চোখের সামনে এখনো ভেসে ওঠে। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, ৩০,২৯ রাষ্ট্রন ও খোকন শত শত মানুষকে গুলিতে ঝাঝরা করেছে। সিকদার মেডিকেলে লা-শের স্তুপ জমে গিয়েছিলো। শত শত গুলিবিদ্ধ মানুষের আহাজারি মনে পড়ে যায় যখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কাউন্সিলরদের স্বপদে রাখার জন্য উঠেপড়ে লাগে। তাদের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেয়। হায় সেলুকাস!


লাইভে সবাই দেখলো জিয়ার সৈনিক বলে হামলা করছে। ডেইলি স্টার লিখে দিলো আওয়ামী লীগ।

সে যাই হোক, শিরোনামে কারা হামলা করেছে এ ব্যাপারে কিছুই নাই।


জুলাই গণহত্যার ডকুমেন্টস
একনজরে দেখে আসুন সব:
https://t.me/julydoccuments/31?single


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram


টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

Показано 20 последних публикаций.