Фильтр публикаций


Репост из: PDF Zone
🔛চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় A Unit এর প্রস্তুতির জন্য Exam Mate Channel এ Join করো

✅Link:
https://t.me/ConfusingQuestion2


Репост из: Confusing Questions
চবিতে_বারবার_রিপিট_আসা_বায়োলজির_টপিক.pdf
14.4Мб
🔛 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিট আসা বায়োলজির টপিক আ্যানালাইসিস ।


✅Join Exam Mate: Click Here


চবি Standard পরীক্ষা দাও

https://t.me/ConfusingQuestion2/7438




Репост из: Confusing Questions
💡কোষ বিভাজন Basic


ℹ️মাইটোসিস

🥇দেহকোষে সংঘটিত হয় ।

🥈১টি মাতৃকোষ থেকে ২টি অভিন্ন কোষ তৈরি হয় ।

🥉ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে ।

✏️বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ।



ℹ️ মিয়োসিস

🥇জননকোষে সংঘটিত হয় ‌।

🥈১টি মাতৃকোষ থেকে ৪টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় ।

🥉ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়।

✏️যৌন প্রজননের জন্য গুরুত্বপূর্ণ ।



ℹ️মাইটোসিস বনাম মিয়োসিস

🥇 মাইটোসিস: ২টি অভিন্ন কোষ, মিয়োসিস: ৪টি কোষ ‌।


🥈 মাইটোসিস: ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত, মিয়োসিস: ক্রোমোজোম সংখ্যা অর্ধেক ‌।


🥉মাইটোসিস: বৃদ্ধির জন্য

মিয়োসিস: জনন প্রক্রিয়ার জন্য ।



ℹ️সারসংক্ষেপ:

🥇মাইটোসিস বৃদ্ধি ও ক্ষত সারানোর জন্য অপরিহার্য ‌।

🥈মিয়োসিস নতুন প্রাণীর জন্মের জন্য গুরুত্বপূর্ণ ‌।


©Exam Mate


Репост из: Confusing Questions
💡ঢাবিতে আসা প্রশ্নের ব্যখ্যা:

❓প্রতীপ রূপান্তর (Retrogressive metamorphosis) হলো এমন একটি প্রক্রিয়া যেখানে লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ দশায় পৌঁছানোর সময় উন্নত বৈশিষ্ট্যগুলো হ্রাস পায়।

ℹ️ইউরোকর্ডেট (Urochordates) বা টিউনিক্যাটদের মধ্যে এই রূপান্তর দেখা যায়। এদের লার্ভা দশায় মেরুদণ্ডী প্রাণীদের মতো কিছু বৈশিষ্ট্য থাকে, যা পূর্ণাঙ্গ দশায় ধীরে ধীরে হ্রাস পায় ‌।


© Exam Mate


Репост из: Confusing Questions
ভালো করে জেনে রাখো ‌।


ঢাবিতে আসছে এটা


Репост из: Confusing Questions
💡হিমোগ্লোবিন: অক্সিজেনের রবিনহুড


❓কেনো রুবিনহুড বলা হয়?

➡️এক দেশে এক সময় এক ডাকাত ছিল, তার নাম রবিনহুড। তবে সে ছিল এক ব্যতিক্রমী ডাকাত—ধনীদের সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতো, কিন্তু নিজে কিছুই রাখতো না। তার একমাত্র উদ্দেশ্য ছিল সমাজের অসহায়দের সাহায্য করা।👍

➡️ঠিক তেমনই, আমাদের শরীরে এক ক্ষুদ্র অথচ মহৎ অণু রয়েছে—হিমোগ্লোবিন (Hb)। এর কাজ হলো বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে তা রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়া। মজার বিষয় হলো, হিমোগ্লোবিন নিজে এই অক্সিজেন ব্যবহার করে না; বরং অক্সিজেনকে ঠিক সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে।

💯এই নিঃস্বার্থ সেবার জন্যই হিমোগ্লোবিনকে বলা হয় রবিনহুড অণু—যে নিজে কিছু না নিয়ে অক্সিজেন বিলিয়ে দেয় আমাদের শরীরের জন্য।


©Exam Mate


Репост из: Confusing Questions
ঢাবি বায়োলজি সাজেশন.pdf
5.7Мб
🔛 ঢাবিতে বারবার রিপিট আসা বায়োলজির টপিক (PDF)

✅Join : Exam Mate


Репост из: PDF Zone
⭐️ Good News For Science Group Students


✅DU,CU,RU,GST,Agri এর জন্য গাইডলাইন, সাজেশন,Poll Exam Mate এর Main Channel এই দেওয়া হবে ‌।


🔗 Channel Link: Click Here


Репост из: Confusing Questions
🎁Exam MateContent
[DU,CU,RU,GST]

✅মাইটোসিস ও ক্যান্সার



মাইটোসিসের কাজ:


⭐️দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি
⭐️ পুনরুৎপাদন
⭐️অঙ্গজ জনন
⭐️ বংশবৃদ্ধি
⭐️জননকোষের সংখ্যা বৃদ্ধি
⭐️ ক্ষতস্থান পূরণ
⭐️ক্রমাগত ক্ষয় পূরণ



অনিয়ন্ত্রিত মাইটোসিস


⭐️ টিউমার ও ক্যান্সার সৃষ্টি করে



p⁵³ প্রোটিন:


⭐️কোষকে বিভাজন হতে বিরত
রাখে ।
⭐️ defective p⁵³: কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ক্যান্সার সৃষ্টি করে ।



গুরুত্বপূর্ণ তথ্য:


⭐️মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষেই defective p⁵³ আছে।



✅Join Exam Mate: Click Here


Репост из: Confusing Questions
🔛JU D Paid Batch-এর পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকেই!

✅তোমার সফলতার গল্প শুরু হোক এখন থেকেই। 💪

📌 এখনই Enroll করো এবং প্রস্তুতিকে নিয়ে যাও এক ধাপ এগিয়ে!"


✅Enroll Process:Click Here


Репост из: GK Phobia
এখন শুধু Poll থেকে না আমাদের ক্লাসগুলো থেকেও ভালো প্রশ্ন কমন পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ




✅ JU D Unit Exam Batch by Exam Mate

সুবিধাসমূহ:

🌟 কম্প্রিহেনসিভ প্রশ্ন বিশ্লেষণ

🗓 দৈনিক রুটিনভিত্তিক পরীক্ষা – নির্ধারিত পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি।

✅ JU D স্ট্যান্ডার্ড পোল সলভ – প্রশ্নের ধরন ও পরীক্ষার ফরম্যাট আয়ত্তকরণ

🔘 এক্সক্লুসিভ নোটস – সহজে পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় নোট।

📊 প্রত্যেক পরীক্ষার পর মেধাতালিকা ও সলভ শীট – তোমার পারফরম্যান্স বিশ্লেষণ

❔ সময়মতো পরীক্ষা দিতে না পারলে?
দুশ্চিন্তার কিছু নেই! লিঙ্ক সবসময় অ্যাকটিভ থাকবে, তাই সুবিধামতো পরে অংশগ্রহণ করতে পারবে

🌟 বিশেষ মেন্টর টিম:

✅আদন – বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, JU

✅নাবি – বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, JU

✅ভর্তি প্রক্রিয়া:
➡️ এখানে ক্লিক করো

📅 রুটিন দেখতে
➡️এখানে ক্লিক করো

✅সঠিক প্রস্তুতির জন্য আজই যুক্ত হয়ে যাও, সফলতার জন্য আমরা আছি তোমারদের পাশে।


Репост из: Confusing Questions
🔛Free Ju D Unit Preparation


🔗 Telegram Channel Link:
https://t.me/JU_D_Unit_Preparation


Репост из: Confusing Questions
বহু প্রতীক্ষিত মেডিকেল এডমিশন টেস্ট এর রেজাল্ট দিয়ে দিলো,

যারা চান্স পেয়ে গেছো তাদের অভিনন্দন। অবশ্যই এই কৃতিত্ব তোমার। তোমাদের নিয়েই এখন সবাই মেতে থাকবে।

কিন্তু যারা চান্স পাও নি, আমরা চাচ্ছি তাদের জন্য কিছু করতে।

যারা মেডিকেল প্রিপারেশন নেয়ার পরেও চান্স পাওনি, তাদের জন্য সামনে অনেক রাস্তা খোলা।

তোমরা চাইলে যেকোন ভার্সিটির প্রিপারেশন নিতে পারো। যেমন: ঢাবি, জাবি, সাস্ট এছাড়াও গুচ্ছ এবং কৃষি গুচ্ছ তো আছেই।

কিন্তু মেডিকেল প্রিপারেশন যারা নেয় কিন্তু কোনো না কোনো কারণে মেডিকেল মিস হয়ে যায়,  তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে

"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়" এর 'ডি' ইউনিট (JU D UNIT) এর সাবজেক্ট গুলো।

কারণ, এই ইউনিট এর এক্সাম প্রিপারেশন মেডিকেল এর সাথে অনেকটুকুই মিলে যায়।

পরীক্ষার মানবণ্টন দেখলে তোমরা বুঝতে পারবে,

জীববিজ্ঞান -> ৪৪ (উদ্ভিদবিজ্ঞান-২২, প্রাণীবিজ্ঞান- ২২

চলো দেখি এখানে কোন কোন সাবজেক্ট আছে-
১. ফার্মেসি
২. বায়োকেমিস্ট্রি এণ্ড মোলিকুলার বায়োলজি
৩. বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৪. পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স
৫. প্রাণীবিজ্ঞান
৬. উদ্ভিদবিজ্ঞান

প্রত্যেকটা সাবজেক্ট এর জব ফিল্ড ও অনেক ভালো।

চ্যানেলটিতে যা যা করা হবে:
১. JU D UNIT এ চান্সপ্রাপ্ত ভাই ও আপুদের প্রতিনিয়ত গাইডলাইন।

২. রুটিনভিত্তিক পোল সলভ। 

৩. ফাইনাল মডেল টেস্ট

ExamMate এর সাথে তোমাদের যাত্রা শুভ হোক। 


ADON

JU- D 97th (Session: 2023-24)
Currently Studying in: Department of Biochemistry & Molecular Biology.

GST: SUST (BMB)

Ex: Notre Dame College, Dhaka


Репост из: Confusing Questions
🔛 এই তথ্যগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয়।

#Exammate_Content




Репост из: Confusing Questions
Physics এর গুরুত্বপূর্ণ মাত্রা ও একক।

Показано 20 последних публикаций.