ILMAN NAFIYA


Гео и язык канала: Индия, Бенгальский
Категория: Религия


রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Бенгальский
Категория
Религия
Статистика
Фильтр публикаций


আল্লাহ তাআলার দরবারে আমলের পরিমাণ দেখা হবে না। বরং দেখা হবে সেগুলোর মান ও অবস্থা।

— মুফতী তাকী উসমানী (হাফি.)
[সূত্র : মাওয়ায়েযে উসমানী, ১/৫৮]


কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে- কাজটি এখন আর আপনার একার নয়।
বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্ব-জগতের সবকিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এ ছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও, তা নেক আমলের খাতায় জমা হতে থাকবে।

• বইঃ এক-নজরে কুরআন, পৃষ্ঠাঃ ০৫


সূরা ফাতিহা আমাদেরকে দুআর আদব শেখায়। বান্দা যখন দুআ করবে, তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে। তাঁর সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তাঁর কাছে চাইবে। তাঁকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দুআতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না; মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্যও দুআ করবে।

_[ইবনু কাসীর, অফসীর, ১/২০৮]
• বইঃ এক-নজরে কুরআন, পৃষ্ঠাঃ ০৬


বই: এক নজরে কুরআন
লেখক: মিজানুর রহমান আজহারী


আমাদের রব কত দয়ালু! ❤️


আমার খাওয়াদাওয়ার ব্যবস্থা হয় কোথা থেকে?

—আমি এমন এক মালিকের ভান্ডার থেকে খাবার পাই, যার ভান্ডারে কখনো কোনো চোর-ডাকাত ঢুকতে পারে না, পোকামাকড়ও খেয়ে নষ্ট করতে পারে না।

আমার রবের ধনভাণ্ডার সর্বদা উন্মুক্ত। কারো জন্য তা রুদ্ধ নয়। তার ভান্ডার সর্বদা পরিপূর্ণ। কখনও তাতে ঘাটতি হয় না। ছোট-বড় সকল বস্তু রয়েছে সেখানে।

—তিনিই আমার রব


রাসূল ﷺ বলেন,“সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা।”
(ইবনু কাসীর, তাফসীর, ১/১৪৬) বই: এক নজরে কুরআন


আল্লাহ তা'আলা ধনীকে দেন সম্পদের প্রাচুর্য, আর গরিবকে দেন রিযিকদাতার সামনে মিনতি করার সুযোগ। বস্তুগত সম্পদ না পেলেও আল্লাহ তাকে দান করেন আত্মীক প্রশান্তি ও তৃপ্তি, আল্লাহর ফয়সালায় সবর ও সন্তুষ্টির পরম প্রাপ্তি। তুলনা করলে দেখা যাবে তারা দুজন প্রায় সমান। একজনের রয়েছে বস্তুগত সমৃদ্ধি; কিন্তু সম্পদ রক্ষণাবেক্ষণের ঝক্কি, মানসিক অশান্তি। আরেক জনের বস্তুগত সংকট; কিন্তু হৃদয় ও আত্মার জগতে সে বাদশাহ।

—তিনিই আমার রব


📆 *আইয়ামে বীজ রিমাইন্ডার* •

১৩ই  শাবান - ১৩ ফেব্রুয়ারি - বৃহস্পতিবার
১৪ই শাবান - ১৪ ফেব্রুয়ারি - শুক্রবার
১৫ই শাবান - ১৫ ফেব্রুয়ারি - শনিবার 

আব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আ’স রাদিআল্লাহু আ’নহু হতে বর্ণিত : রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন , সারা বছর ধরে সিয়াম পালনের সমান।
~ বুখারীঃ ১১৫৯, ১৯৭৫

*বাংলাদেশ*


মানুষকে আল্লাহ তা'আলা দুনিয়াতে পাঠিয়েছেন তাঁর প্রতিনিধি হিসেবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব।

[বই: এক নজরে কুরআন | পৃষ্ঠা: ১০]


মানুষ মাত্রই ভুল করবে, পা পিছলাবে — এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয়, সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বোঝা বার জন্যই, আদম (আ:) এর ঘটনা সূরা বাকারার শুরুতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে — জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব। কিন্তু ভুল হয়ে যাবার পর তাঁরা গোঁয়ার্তুমি করেনিন, ভুলটা খামচে ধরে থাকেননি। বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন। এত এত তাওবা করেছেন যে — তাদের ভুলের চাইতেও তাওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফিরআউন।
বই: এক নজরে কুরআন, পৃষ্ঠা ১২




আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সে-ই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে।

• সহীহ বুখারী / হাদিসঃ ১০


প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।

— সূরা আত-তাকাছুর, আয়াত : ১-২


আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত:
নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা।

• সহিহ বুখারী / হাদিস: ৯


কোনো কিছু চাওয়ার পর না পেলে কখনো আফসোস করবেন না, হতাশ হবেন না। কেনো পেলেন না এ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন না। আপনার রব জানেন আপনার জন্য কোনটি উত্তম। রবের ফায়সালায় সর্বদা সন্তুষ্ট থাকুন।

~ কথা : সংগৃহীত




শাবান মাসের মধ্য রজনী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে।


আমার আয়াত তো তোমাদের কাছে তিলাওয়াত করা হতো, কিন্তু তোমরা পিছন ফিরে সরে পড়তে।

সূরা আল-মু'মিনুন
আয়াত:৬৬


যে ব্যক্তি আল্লাহ তা'আলার কাছে শাহাদাত কামনা করবে সর্বান্তকরণে, সে তার বিছানায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন।

•• আন-নাসাঈঃ ৩০৬২

Показано 20 последних публикаций.