Arif Azad


Гео и язык канала: Индия, Хинди
Категория: Религия


Official Telegram channel of author Arif Azad
Follow Me On Other Social Platform:
Facebook Page: https://www.facebook.com/arifazad.bd
Youtube Channel: https://www.youtube.com/@ArifAzad/
Instagram: https://www.instagram.com/me.arifazad/

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Хинди
Категория
Религия
Статистика
Фильтр публикаций


পশ্চিম যখন ‘ওয়ার অন টেরর’ নাম দিয়ে মুসলমানদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের সূচনা করলো, গোটা দুনিয়ার বিলিয়ন বিলিয়ন মুসলিমকে তখন সাথে সাথে ‘ডি-হিউম্যানাইজ’ করে ফেলা হলো। খেয়াল করুন—দুনিয়ার বিলিয়ন বিলিয়ন মুসলিম সাথে সাথে ‘মজলুম’ হয়ে গেছে শুধুমাত্র একটা চিন্তার কারণে, আর সেই চিন্তাটা হলো—ওয়ার অন টেরর।

সেই ওয়ার অন টেররের জামানায় একজন দাঁড়িওয়ালা মুসলিম মানেই সাক্ষাৎ সন্ত্রাসী। নিউইয়র্ক এয়ারপোর্টে দাঁড়িওয়ালা, কাঁধে ঝোলানো একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা একজন মুসলিমকে চারপাশের সকলে সন্দেহের চোখে তাকায়৷ যেন তার ব্যাগের মধ্যে টাইম বোম্ব, আর মাথার মধ্যে ঘুরছে বোম্বিংয়ের আইডিয়া।


কী বিশাল একটা জনগোষ্ঠী, অথচ সামান্য একটা চিন্তার কাছে তারা হয়ে যায় মাজলুম তথা দূর্বল।


অন্যদিকে, যদি আপনি ইভোলিউশন থিওরির কথা চিন্তা করেন, দুনিয়াতে কতো পার্সেন্ট লোক এই থিওরিতে বিশ্বাস করে? দুনিয়ার বিলিয়ন বিলিয়ন মানুষের এই থিওরির প্রতি সন্দেহ আর অবিশ্বাস বিদ্যমান। হোক সেটা তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে অথবা র‍্যাশনাল চিন্তার জায়গা থেকে।

কিন্তু, যদি কোনো সাইন্টিস্ট এই ইভোলিউশন থিওরির বিরুদ্ধে কথা বলে, সাইন্স একাডেমিয়া থেকে তাকে ফায়ার করতে কয়েক মুহূর্ত সময় লাগবে শুধু৷ সে যতোবড়ো ডাকাবুকো আর তালেবর বিজ্ঞানীই হোক—একাডেমিয়াতে তার আর খাওয়া নেই।

এই থিওরিতে বিশ্বাসী লোকের সংখ্যা অনেক কম, কিন্তু তারা ডোমিনেট করে সংখ্যাধিক্য লোকের চিন্তা আর বিশ্বাসের ওপর।

সুতরাং, সবল আর দূর্বলের বিষয়টা সংখ্যা দিয়ে ভাবলে আমরা সঠিক উপসংহারে পৌঁছাতে পারবো না। ক্ষমতা কাঠামো কার পেছনে আছে—সেটাই ঠিক করে দেয় দুনিয়াতে কে সবল আর কে দূর্বল। ক্ষমতা কাঠামো যদি একজনের পেছনে থাকে, তাহলে সেই একজন কখনোই মাজলুম নয়, বরং একশো কোটি মানুষের বিপরীতে সে-ই জালিম।

ক্ষমতা কাঠামো সাবস্ক্রাইব করে চিন্তাকে। ওয়ার অন টেরর যেমন একটা চিন্তা ছিলো, তেমনি রূপান্তরবাদও একটা বৈশ্বিক চিন্তার শাখা। এই চিন্তাকে অনেকে জেনে আবার অনেকে না জেনে সাবস্ক্রাইব করবে এটা খুব সত্য। যারা না জেনে, অজ্ঞতা থেকে সাবস্ক্রাইব করবে তারা যদি অনুতপ্ত হয়, ভুলটা থেকে বেরিয়ে আসে, তাহলে আমরা তাদের দূরে ঠেলে দিবো না। তবে, যারা এই চিন্তা পদ্ধতির এবং এর সুদূরপ্রসারী ফলাফল জেনেই এর অংশ হবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ বলবৎ থাকবে।

শিরক করার পর কেউ মন থেকে তাওবা করলে আল্লাহ মাফ করে দেন। কিন্তু তাই বলে ‘শিরক’ এর বিরুদ্ধে সংগ্রামকে বন্ধ করে দেওয়া হয় না।

6.5k 0 14 10 643

নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে৷ কখনো কি ভেবেছেন, এই নবুয়ত পঁচিশ বছরে, ত্রিশ বা পঁয়ত্রিশ বছরে কেনো পেলেন না?

এমন না যে রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম যুবক বয়সে চিন্তার দিক থেকে পোক্ত ছিলেন না। অত্যন্ত যুবক বয়সে, দারুন বুদ্ধিমত্তার সাথে তিনি কা’বার দেয়ালে হাজর আল আসওয়াদ পাথর স্থাপন নিয়ে তৈরি হওয়া দ্বন্ধ মিটমাট করে গোটা কুরাইশ জাতিকে আস্ত একটা যুদ্ধ থেকে বাঁচিয়ে আনেন তিনি। ভরা যৌবনের সময়টাতেই হিলফুল ফুযুল নামের সংঘটন করে কর্মমুখরতার ছাপ রেখে যান।

এতদসত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিজীকে নবুয়ত দিয়েছেন চল্লিশ বছর বয়সে। কেনো? কারণ, ম্যাচিউরিটি ম্যাটার্স।

সময়ের সাথে সাথে মানুষের চিন্তায় পরিবর্তন আসে। পরিবেশ, পরিস্থিতি থেকে মানুষ শেখে। দীক্ষা লাভ করে।

আমাদের ব্রেইনে একধরণের হরমোন আছে। এই হরমোনের নাম ডোপামিন। যখন কোনোকিছু করে আমরা তড়িৎ আনন্দ পাই, হোক তা ভুল কিংবা সঠিক, আমাদের ব্রেইন থেকে তখন সেই ডোপামিন নিঃসরণ হয়। অথবা বলা যায়—এই ডোপামিন নিঃসরণ হয় বলেই আমরা আনন্দ পাই।

কিন্তু, ম্যাচিউর লোকেরা এই ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে জানে। তড়িৎ আনন্দের বিষয়গুলো নিয়ে তারা খুঁটিয়ে খুঁটিয়ে ভাবে আর চিন্তা করে। যদি সেই বিষয়গুলোতে ‘বৃহত্তর কল্যাণ’ খুঁজে পায়, তাহলেই তারা নিজেকে উক্ত বিষয়ে যুক্ত করে।

ফলে, ম্যাচিউরিটির আরেক অর্থ হলো ব্রেইনের ডোপামিনের খেলার পুতুল না হয়ে যাওয়া। এই হরমোনের নাটাই নিজের হাতে রাখা।

9.2k 0 34 23 1.3k

আপনার জীবন অনেকবেশি সহজ হয়েছে আপনার যোগ্যতার কারণে নয়, সম্ভবত আপনার বাবা-মা’র দোয়ার কারণে।

11k 0 22 46 1.8k

ঈদ আনন্দে ভরে উঠুক সকলের মন।

তবে, রামাদান চলে গেলেও, আমলের ধারা চলতে থাকুক সারাবছর জুড়ে 💚

17.7k 0 9 38 1.8k

Still not feeling the Ramadan? No problem. We are heading to the last TEN GLORIOUS NIGHTS of this blessed month. Let's make the best use of these.

30.1k 0 41 65 2.2k

আপনি জানেন যে—আপনার উপার্জনের একটা পয়সাও হারাম নয়৷ এই যে শান্তি, এই শান্তিটা অবর্ণনীয়।

34.3k 0 41 45 2.4k

আমার রব, আমার চোখ যা দেখতে চায় তা নয়, আপনি যা আমাকে দেখাতে চান কেবল তা-ই যেন আমি দেখি।

আমার কান যা শুনতে চায় তা নয়, আপনি যা আমাকে শোনাতে চান কেবল তা-ই যেন আমি শুনি।

আমার মন যা ভাবতে চায় তা নয়, আপনি যা আমার মনকে দিয়ে ভাবাতে চান কেবল তা-ই যেন আমি ভাবি।

ইয়া রব, আমি যেন শুধু আপনার জন্যেই বাঁচি।

36.8k 0 95 120 2.6k

প্রতিটা স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, চাকরির প্রস্তুতি, ব্যবসা গোছানো ইত্যাদিতে যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয়, তাহলে এসবে সফলতা আশা করাটা বোকামি বৈকি! কিন্তু, বুকে হাত দিয়ে বলুন তো—এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটা জান্নাতে যাওয়ার স্বপ্ন থেকে বড়? কোন ইচ্ছাটা আখিরাতে নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত থেকে হাউযে কাউসারের পানি পানের চেয়ে বেশি সুন্দর?

ইউটিউবে পাবলিশ হওয়া সর্বশেষ ভিডিও💚

https://www.youtube.com/watch?v=UkT0uPP39_w

39.1k 0 62 21 853

ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে আড়াইঘণ্টার একটা চমৎকার আলোচনা। এই ধরণের আলোচনাগুলো শুনলে এসবের ক্ষতি, ভয়ঙ্কর দিক সব খোলাসা হয়। আল্লাহ ভাইদের উত্তম জাযায়ে খায়ের দিন।

প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক।

35.2k 0 14 33 1.1k

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন আর ক্ষমা করতে চান। তাই তিনি আপনাকে আরো একটা রামাদান লাভে ধন্য করেছেন।


#RamadanReminders

38.5k 0 38 56 2.4k

এই রামাদানের প্রতিটা মিনিট শুধু নয়, প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। সুতরাং, হিশেব করে...

47.1k 0 49 41 2.4k

সূরা আল কাহাফে আমরা দেখি, মুসা আলাইহিস সালামের সাথে খিযির আলাইহিস সালামের একপর্যায়ে সাক্ষাৎ হয়৷ সেই সাক্ষাতে মুসা আলাইহিস সালাম খিযির আলাইহিস সালামের অদ্ভুত সব কাণ্ডকারখানা দেখে বিস্মিত হয়ে পড়েন৷ যদিও সাক্ষাতের শুরুতে খিযির আলাইহিস সালাম শর্তজুড়ে দেন যে—যতো অদ্ভুত ঘটনাই দেখুক, কোনো ধরণের প্রশ্ন করা যাবে না। কিন্তু ঘটনাগুলোর আকস্মিকতা এতো প্রচণ্ড এবং সেগুলো (আপাত) এতোটাই যুক্তিবিরুদ্ধ যে—ধৈর্যের বাঁধ ভেঙে বারবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসতেন।


সেই ঘটনাগুলোর একটা এমন ছিলো যে—খিযির আলাইহিস সালাম একটা ছোট্ট বালককে হত্যা করে ফেলেন। এটা দেখে চমকে যান মুসা আলাইহিস সালাম। কেনো তিনি এটা করলেন সেই প্রশ্ন করে বসেন খিযির আলাইহিস সালামকে।


সেই ঘটনার ব্যাখ্যায় খিযির আলাইহিস সালাম বলেন—এই বালকের পিতা মাতা অত্যন্ত নেককার মানুষ। কিন্তু, বড় হলে সেই ছেলেটা হবে বাবা-মা’র ঠিক বিপরীত। সে হয়ে উঠবে আল্লাহদ্রোহী। তার এই আল্লাহদ্রোহীতা তার পিতামাতার কষ্ট এবং দূর্ভোগের কারণ হবে৷ সেই আশংকা থেকেই তিনি এই বালককে হত্যা করে ফেলেন এবং সাথে এই দুয়াও করেন যে—এর বিপরীতে আল্লাহ যেন সেই পিতামাতাকে নেককার সন্তানাদি দান করেন।


আমার কাছে মনে হয়, এই দেশের যেসব কলেজ আর ইউনিভার্সিটিতে ওপেন কালচার বিদ্যমান আছে, সেসব জায়গায় যেসকল পিতামাতারা নিজেদের সন্তানদের পড়তে পাঠান, জীবনের একটা পর্যায়ে তাদের অনেকেই নিজের সন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলতে চাইবেন, যেভাবে ছোট্ট বালকটাকে মেরে ফেলেছিলেন খিযির আলাইহিস সালাম। কারণ, সেই সকল সন্তানেরা এমন একটা জীবন আর লাইফস্টাইলকে ধারণ করবে—যেটা নিয়ে বাপ মায়েরা (যদি বাপ মায়েদের মাঝে ন্যুনতম মূল্যবোধ, ধর্মবোধ বজায় থাকে—তবে) সারাজীবন মর্মজ্বালায় ভুগবেন৷ সেই মর্মজ্বালার চাইতে নিজে মরে যাওয়া অথবা সন্তানের মৃত্যু চাওয়াটাকেই ঢের সহজ বলে মনে হবে।

44.9k 0 26 19 1.2k

এই রামাদান হোক আমাদের জীবনকে আমূল বদলে দেওয়ার উপলক্ষ...

27.7k 0 18 60 1.4k

Aaron. A man who died for Palestine.


বাইতুল্লাহ, বাইতুল মাকদিস আর মাসজিদ আন নববী নির্মাণের ইতিহাস হৃদয়ে বদ্ধমূল রাখাটা ভীষণ জরুরি, কেননা এগুলো শুধু খেলাচ্ছলে বা শখের বসে তৈরি করা কোনো স্থাপনা নয়, এগুলো আমাদের জীবন, সংগ্রাম আর শেকড়ের গল্পটাকেও ধারণ করে।

আলহামদুলিল্লাহ, আমাদের শিশুদের জন্য এমনই একটা কাজ করার তাওফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাকে৷ শিশুদের উপযোগি করে আমি তুলে ধরেছি আমাদের পবিত্র তিন মাসজিদ নির্মাণের ইতিহাসের আদ্যোপান্ত এবং সাথে তুলে এনেছি বর্তমানের হালচালও।

শিশুদের জন্য তৈরি করা এটিই আমার প্রথম মৌলিক কাজ এবং এটি প্রকাশ হতে যাচ্ছে সুকুন পাবলিশিং থেকে, ইন শা আল্লাহ।

তারা খুব দায়িত্ব নিয়ে ছবিগুলো আঁকাচ্ছে। প্রতিটা ছবিই মুগ্ধ করবে আমাদের শিশুদেরকে, ইন শা আলাহ।

আশা করি, মহান রবের অনুগ্রহে ভালো একটা কাজ দিয়ে শিশুদের দুনিয়ায় প্রবেশ করতে পারবো, ইন শা আল্লাহ 💚

32.8k 0 15 19 954

ইসলাম আর মুসলিমদের সাথে শত্রুতা রাখে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মুসলিমদের অত্যাচার নির্যাতনে ভূমিকা রাখে এমন প্রত্যেকটা দেশ আর ব্র‍্যাণ্ডের পণ্য কেনা থেকে সচেতনভাবে বিরত থাকি। একেবারে নিরুপায় না হলে কিনি না।

28.1k 0 11 33 1.2k

জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের জন্য যথেষ্ট আমল সদাই করে ফিরতে পারি, আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা-মৌসুমে—কায়মনোবাক্যে এই প্রার্থনা।

ইউটিউবে পাবলিশ হওয়া সর্বশেষ ভিডিও💚
https://youtu.be/k9Mh9r6-WOg

39.9k 0 47 20 706

পৃথিবীর অন্ধকার তো সূর্য উদিত হলেই দূরীভূত হয়৷ মনের অন্ধকার দূরীভূত করতে হলে দরকার ঐকান্তিক প্রচেষ্টা এবং অনেকবেশি দুয়া।

41.2k 0 49 56 2.2k

এইতো সেদিন উমরাহ, মাসজিদ আল হারামে ইতিকাফ আর আরব দেশে ঈদ করে ফিরেছি। উমরাহর কাপড়চোপড়ে এখনো সম্ভবত আতরের গন্ধ লেগে আছে৷

অথচ—আজ থেকে শুরু হয়ে গেলো পবিত্র শা’বান মাস৷ আর ঠিক একমাস পরে আরেকটা নতুন রামাদান ধরণীতে ধরা দেবে।

কতো অবিশ্বাস্য দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে হায়াতের দিন!

বিশ্বাস করুন—অন্তত তিনজন মানুষকে ব্যক্তিগতভাবে চিনি যারা গত রামাদানেও জীবিত ছিলেন, যাপিত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু এই রামাদান আসার পূর্বেই তারা চলে গেছেন অনন্তের পথে। তাদের সামনে আর কোনো সুযোগ নেই একটা সিয়াম রাখার, রামাদান মাসে একপাতা কুরআন তিলাওয়াত করার, তাহাজ্জুদে কপাল ঠেকিয়ে বুক ভরে একবার ‘আল্লাহুম্মাগফিরলি’ বলার।

জীবন তো মাগরিবের আযান আর ইকামাতের মধ্যকার সময়ের মতোই— সংক্ষিপ্ত।

এইসব কোলাহল, ব্যস্ততা, দৌঁড়ঝাপ—এগুলো কখনোই আমাদের পিঁছু ছাড়বে না। এসব নিয়েই আমাদের জীবন। এরমধ্যেই আমাদেরকে সময় করতে হবে অনন্তের জীবনের জন্য।

শা’বান মাস শুরু হলো৷ চলুন একটা সুন্দর পরিকল্পনা গুছিয়ে ফেলি এই গোটা মাস কীভাবে কাটাবো তা নিয়ে। আমরা খুব ভালোভাবেই জানি আমাদের কী কী করতে হবে আর কী কী বাদ দিতে হবে৷ শুধু, প্রচণ্ড ইচ্ছা আর মনোবল নিয়ে শুরুটা করতে হবে।

শা’বান মাসে যদি আপনি ১০ এর মধ্যে ৮ পেয়ে যান, খুব সম্ভাবনা—রামাদানে আপনি ১০ এ ১০ পাবেন।

কতো সুন্দর বলেছেন আমাদের পূর্বসূরিগণ—

‘রজব হলো ফসল বপনের মাস৷ শা’বান হলো সেচ দেওয়ার মাস, আর রামাদান হলো ফসল উত্তোলনের মাস’।

সেচ দেওয়ার মাসটা কিন্তু হাজির হয়েছে৷ আপনি কি পানির বালতি নিয়ে দাঁড়িয়ে যাবেন না?

51.6k 0 58 72 1.5k

আপনার মৃত্যু সংবাদ শোনার পর মানুষ যদি আপনার মাগফিরাতের জন্য দুআ করে, সেটাই হবে একটা সার্থক জীবন।

37.5k 0 27 38 2.1k
Показано 20 последних публикаций.