Sirah


Гео и язык канала: Индия, Хинди
Категория: Букмекерство


হে প্রশান্ত আত্মা!
ফিরে এসো তোমার রবের কাছে.

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Хинди
Категория
Букмекерство
Статистика
Фильтр публикаций


কখনো কারো উপকার করার সুযোগ পেলে, চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে তার উপকার করার। একবার চিন্তা করে দেখুন- তার চারপাশের এতো এতো মানুষকে বাদ দিয়ে, আল্লাহ তা'আলা সে ব্যক্তির উপকার করার জন্য আপনাকে মনোনীত করেছেন।

— মাহমুদুল হাছান

842 0 12 1 120

যুবকদের দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশানশিপ।

বই : বেলা ফুরাবার আগে, পৃ. ৬৪।


পর্দা করলে যদি সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, আরও আকর্ষণীয় মনে হয় তবে সেটা পর্দা নয়! কারণ, পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা প্রকাশ করা নয়!

— ফাতেমা শেখ


শত দুঃখ, কষ্ট, হতাশার মাঝেও আমার অন্তরে প্রশান্তি মিলে আমার রবের স্বরণে!

— মাহমুদুল হাছান


আলহামদুলিল্লাহ্


রিমাইন্ডার 🚨

চলতি রজব মাসের আইয়ামে বীজের রোজা রাখছেন তো!


রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত, তিঁনি বলেন—

যে লোক জান্নাতে প্রবেশ করবে, সে স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো দুর্দশাগ্রস্ত হবে না। তার পরিধেয় বস্ত্র কখনো পুরনো হবে না এবং তার যৌবন কক্ষনো শেষ হবে না।

— সহীহ মুসলিম, হাদিস নং - ২৮৩৬


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
অন্ধকার অতীত যখন আমার সাথে একান্তে কথা বলে!


হায় আফসোস, কেমন উম্মত আমরা!

1.7k 0 10 1 117

দুনিয়ার ৬০/৭০ বছর জীবনে ভালো থাকার জন্য তোমার কত পেরেশানি, কত পরিকল্পনা, কত আয়োজন। অথচ পরকালের অনন্ত জীবনে ভালো থাকার জন্য তোমার কোনো পেরেশানি, কোনো পরিকল্পনা, কোনো আয়োজন নেই।

হে পথিক, তুমি তো তোমার নিজেকে ধোঁকা দিচ্ছো!

— মাহমুদুল হাছান

2.1k 0 27 11 168

অনেক শীতের জামা থাকা সত্ত্বেও আপনি পুনরায় শীতের জামা কিনেন। কারণ আপনার জীবন বিলাসিতায় টইটম্বুর।
অথচ আপনার গা*যা*র ভাই বোনেরা শীতের জামা কাপড়বিহীন খোলা আকাশের নিচে কষ্টে দিনরাত কাটাচ্ছে। যেখানে বরফ এবং বৃষ্টি হচ্ছে নিত্যদিনের সঙ্গী।

— সুমাইয়া বেগম


তিন ব্যক্তির ক্ষেত্রে গীবত হারাম নয়—
১। প্রকাশ্য গুনাহগারের ক্ষেত্রে
২। যা*লেমের ক্ষেত্রে
৩। বিদআতির ক্ষেত্রে

— হাসান আল বাসরি (রাহিমাহুল্লাহ)
[সূত্র : মাউসুয়াত, ইবনু আবিদ দুনইয়া, ৪/৩৭৯]


১০ লক্ষ সাক্ষর পূর্ণ হওয়ায় টার্গেট ১৫ লাখ করাতে অনেকেই হতাশ হয়ে পড়েছেন, প্রচার করা বন্ধ করে দিয়েছেন, যা একদমি অনুচিত।

মূলত বিষয়টি হলো পিটিশনে ১২ তারিখ আজ রবিবার পর্যন্ত ১০ লক্ষ টার্গেট ছিল, এখন তা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ্ এজন্য এখন ১৫ লক্ষ টার্গেট করা হয়েছে। ইতিমধ্যে ১১ লক্ষ+ হয়ে গিয়েছে।

১০ লক্ষ পূর্ণ হওয়াতে ড. আফিয়ার বড় বোন ড. ফাউজিয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামী ১৬ তারিখ পর্যন্ত সবাইকে বেশি বেশি সাক্ষর করার পাশাপাশি প্রচার করার অনুরোধ করেছেন। এখন ১৫ লক্ষ টার্গেট চলছে ১৬ তারিখের ভিতরে যদি ১৫ লক্ষ পূর্ণ হয় তাহলে টার্গেট আরও বৃদ্ধি করা হবে, অর্থাৎ যত বেশি ভোট পড়বে দাবিটা তত বেশি জোরালো হবে।

প্রিয় ভাই বোনেরা, আপনারা দয়াকরে হতাশ হবেন না, যাদের অধিক জিমেইল আছে তারা অধিক ভোটও দিতে পারবেন। আফিয়াকে নিজের বোন ভেবে সবাই বিষয়টা প্রচার করুন, সেলেব্রিটিরা এসব বিষয়ে প্রচার না করলেও আসুন আমরা প্রচার করি, বোনের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।

অফলাইনে নিজ বাসা, গ্রাম, এলাকায়, নিজ মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় এটা প্রচার করুন।

নতুন এই বার্তাটা সবাই প্রচার করুন, হাইলাইটস করুন, এটা নিয়ে সবাই কথা বলুন, অন্তত দশ-বিশ জনকে হলেও পোঁছে দিন।
আল্লাহ্ আমাদের ক্ষমা করুক, আমাদের বোনের মুক্তি তরান্বিত করুক।




যেহেতু আল্লাহ্ জানেন যে যারা আল্লাহকে চায় তাদের মন আল্লাহর সাথে সাক্ষাৎ না হলে প্রশান্ত হবেনা, সেহেতু তিনি তাদের অন্তরকে প্রশান্ত করতে দেখা করার একটা সময় নির্ধারণ করেছেন।
তিনি বলেছেন,
مَنْ كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ

"যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আকাংক্ষা করে (সে জেনে রাখুক যে) আল্লাহর (সাথে সাক্ষাৎ এর) নির্ধারিত সময় অবশ্যই আসবে।" [১] [২]

— ইমাম ইবনুল কাইয়্যিম (রাহ.)
[১] সূরা আনকাবূত : ৫
[২] রাউদ্বাতুল মুহিব্বীন, পৃষ্ঠা : ৫৮৯, দারু ইবনি হাযম, বৈরুত, ২০১৯ ঈ., পৃষ্ঠা : ৯৩৭


আইয়ামে বীজের রোজা রিমাইন্ডার

চলতি রজব মাসের চাঁদের হিসাব অনুযায়ী আইয়ামে বীজের রোজা রাখার নির্ধারিত দিন হলো— হিজরি ১৩, ১৪ ও ১৫ তারিখ মোতাবেক ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি ২০২৫ইং; রোজ মঙ্গলবার, বুধবার ও বৃহঃবার।

যারা এ মাসের আইয়ামের বীজের রোজা রাখবেন নিয়ত করেছেন, তারা ১৪ তারিখ নির্ধারিত সময়ের মধ্যে সাহরি খেয়ে রোজা শুরু করবেন, ইনশাআল্লাহ্।


মু'নাফিকের আলামত হলো তারা কা'ফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাদেরকে সহায়তা করে এবং তাদের সঙ্গ অবলম্বন করে।

বই : ইমানের আলো ও নিফাকের আধার, পৃ. ৫৬।


যে বেশি গুনাহ করে, তার অন্তর কঠিন হয়ে যায়। তাওবা, ইস্তেগফার আর আল্লাহর যিকিরই এই কঠিনতা দূর করতে পারে।

— ইবনে তাইমিয়্যাহ (রহ.)
[সুত্র : মাজমুউল ফাতাওয়া, ১০ম খণ্ড, পৃ. ৫৪৫]


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
নিজেরে আল্লাহর নাফরমানী করে চালাক মনে করো, এতো চালাক ভাইবেন না।


আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে জান্নাতের পাশাপাশি জা'হান্নামের বর্ণনা দিয়েছেন। তেমনি, কি করলে জান্নাত লাভ করতে পারবে এবং কোন কোন কাজের জন্য জা'হান্নামে যেতে হবে; তা সবই উল্লেখ করে দিয়েছেন। এখন চয়েজ আপনার— আপনি কোথায় যেতে চান, জান্নাতে নাকি জা'হান্নামে!

— মাহমুদুল হাছান

Показано 20 последних публикаций.