"ভারতবর্ষে অনেক ভ্রাম্যমান সন্ন্যাসী দেখতে পাবে। প্রধানত তারা ভিক্ষু।একটা গল্প আছে, কিভাবে ভক্তি জীবনে প্রবেশ করে।
একজন ভ্রাম্যমান সন্ন্যাসী এক গৃহস্থের দরজায় এসে দাঁড়ালেন
- আপনার এই বিশাল প্রাসাদের একটি কোণায় আমাকে থাকার একটু জায়গা দিন, যাতে অন্তত আমি পা ছড়িয়ে বসতে পারি!
বেশ!
গৃহস্বামী তা মঞ্জুর করলেন!
সন্ন্যাসীর কাছে একটি ছোট কৃষ্ণের মূর্তি ছিল।
এরপর ভিক্ষু গৃহকর্তাকে বললেন
- আচ্ছা, আমার প্রভুকে স্থাপন করার জন্য আরেকটি জায়গা চাই! কিন্তু আমি যেখানে থাকব, সেখানে হবে না! দয়া করে আপনার ঘরের আরেকটি কোণা আমার জন্য বরাদ্দ করুন!
তাই হল!
এরপর সন্ন্যাসী বললেন
- প্রতিদিন প্রভুকে নিবেদন করার জন্য আমার ফুল চাই! আপনার বাগানের ফুল গুলো আমাকে ব্যবহার করার অনুমতি দিন!
হল!
এরপর সন্ন্যাসী বললেন
- আমার প্রভুকে ভোগ নিবেদনের জন্য কিছু অন্ন চাই! রান্নাবান্না আমি করে নেব, কিন্তু আপনার রান্নাঘরটি আমাকে ব্যবহার করতে দিন। ও হ্যাঁ, প্রভুর জন্য কিছু আলাদা বাসন-কোসন রাখতে হবে! (সবার হাসি)
একে বলা হয় - ভিক্ষুপাদপ্রসারণন্যায়!The holy begger stretching his legs!
ভক্তি ঠিক এই কাজটাই করে! একবার যদি ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করেন, তাহলে দেখবে ধীরে ধীরে তিনি এইভাবে তোমার জীবন অধিগ্রহণ করে নেবেন! তোমার যাবতীয় চিন্তা ভাবনা কর্ম সবকিছু তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হবে!"
— "স্বামী সর্বপ্রিয়ানন্দ" [The Way Of Love]
একজন ভ্রাম্যমান সন্ন্যাসী এক গৃহস্থের দরজায় এসে দাঁড়ালেন
- আপনার এই বিশাল প্রাসাদের একটি কোণায় আমাকে থাকার একটু জায়গা দিন, যাতে অন্তত আমি পা ছড়িয়ে বসতে পারি!
বেশ!
গৃহস্বামী তা মঞ্জুর করলেন!
সন্ন্যাসীর কাছে একটি ছোট কৃষ্ণের মূর্তি ছিল।
এরপর ভিক্ষু গৃহকর্তাকে বললেন
- আচ্ছা, আমার প্রভুকে স্থাপন করার জন্য আরেকটি জায়গা চাই! কিন্তু আমি যেখানে থাকব, সেখানে হবে না! দয়া করে আপনার ঘরের আরেকটি কোণা আমার জন্য বরাদ্দ করুন!
তাই হল!
এরপর সন্ন্যাসী বললেন
- প্রতিদিন প্রভুকে নিবেদন করার জন্য আমার ফুল চাই! আপনার বাগানের ফুল গুলো আমাকে ব্যবহার করার অনুমতি দিন!
হল!
এরপর সন্ন্যাসী বললেন
- আমার প্রভুকে ভোগ নিবেদনের জন্য কিছু অন্ন চাই! রান্নাবান্না আমি করে নেব, কিন্তু আপনার রান্নাঘরটি আমাকে ব্যবহার করতে দিন। ও হ্যাঁ, প্রভুর জন্য কিছু আলাদা বাসন-কোসন রাখতে হবে! (সবার হাসি)
একে বলা হয় - ভিক্ষুপাদপ্রসারণন্যায়!The holy begger stretching his legs!
ভক্তি ঠিক এই কাজটাই করে! একবার যদি ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করেন, তাহলে দেখবে ধীরে ধীরে তিনি এইভাবে তোমার জীবন অধিগ্রহণ করে নেবেন! তোমার যাবতীয় চিন্তা ভাবনা কর্ম সবকিছু তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হবে!"
— "স্বামী সর্বপ্রিয়ানন্দ" [The Way Of Love]