ইসরায়েলের আক্রমণে বিপর্যস্ত লেবাননের স্বাস্থ্যখাত।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (OCHA) প্রকাশ করেছে,
চলমান ইসরায়েলি আক্রমণ লেবাননের স্বাস্থ্য খাতকে কীভাবে প্রভাবিত করেছে।
অক্টোবর ২০২৩ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বাস্থ্যসেবাগুলোর ওপর ১৩৬টি ইসরায়েলি আক্রমণের তথ্য প্রদান করেছে । এই আক্রমণের ফলে ২১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যার মধ্যে ৭০ জন গত সপ্তাহে মারা গেছেন।
লেবাননের মোট ১৭৮টি হাসপাতালের মধ্যে ২১টি, অর্থাৎ ১৩% বন্ধ করতে বাধ্য হয়েছে অথবা সেবা কমাতে হয়েছে।
mh/18
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (OCHA) প্রকাশ করেছে,
চলমান ইসরায়েলি আক্রমণ লেবাননের স্বাস্থ্য খাতকে কীভাবে প্রভাবিত করেছে।
অক্টোবর ২০২৩ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বাস্থ্যসেবাগুলোর ওপর ১৩৬টি ইসরায়েলি আক্রমণের তথ্য প্রদান করেছে । এই আক্রমণের ফলে ২১২ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, যার মধ্যে ৭০ জন গত সপ্তাহে মারা গেছেন।
লেবাননের মোট ১৭৮টি হাসপাতালের মধ্যে ২১টি, অর্থাৎ ১৩% বন্ধ করতে বাধ্য হয়েছে অথবা সেবা কমাতে হয়েছে।
mh/18