আসসালামু আলাইকুম। আজ আমাদের মহান বিজয় দিবস। আর এই দিনে আলহামদুলিল্লাহ আমাদের প্রানের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে।অনেক শহিদরা, মা বোনেরা তাদের জীবন উংসর্গ করছেন।আমরা তাদের কে মন থেকে ভালোবাসি ও তাদের সম্মান এবং শ্রদ্ধা করি।মহান আল্লাহ তায়ালা যেনো তাদের ভুল এুটি গুলো মাফ করে দিয়ে তাদের কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।আমাদের উচিত তাদের কে শহিদ মিনারে গিয়ে ফুল দিয়ে বা গান বাজনার মাধ্যমে শ্রদ্ধা না জানিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করে দাতের রুহ এর মাগফিরাত কামনা করা।ফুল দিয়ে শ্রদ্ধা করা এগুলো অমুসলিমদের রীতি।তাই আমাদের এসব থেকে বিরত থাকা উচিত।আমরা মুসলিম তাই আমরা আমদের সেই শহিদদের কে স্মরন করব নামাজ আদায় করে তাদের কবর জেয়ারত করে তাদের জন্যা দয়া করার মধ্য দিয়ে।আমি এভাবে আমার শহিদ ভাইদরকে শ্রদ্ধা জানাবো।আপনাদের কেও অনুরোধ করব।২-৪ রাকাত নফল নামাজ আদায় করে,যেকোনো এক জায়গায় স্থির হয়ে বিভিন্ন দোয়া তেলায়ত করে তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার মাধ্যামে।সবাইকে এটি ছরিয়ে দেয়ার অনুরোধ রইল।