৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সংগীত—"এসো গাই একতার গান"
কথা: মল্লিক মাহমুদ
সুর: গোলাম মাওলা
আমাদের তরতাজা রক্তের দামে
এলো আজ ফাগুনের দিন,
ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার
গোলাপের হাসি অমলিন।
তবু জানি আজো আহা বাকি রয়ে গেছে
দূর্গম পথ অফুরান,
সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত
এসো গাই একতার গান।।
অর্ধ শতক ধরে এই কাফেলার
চলছে মিছিল অবিরাম,
প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা
শহীদের রক্ত ও ঘাম।
গড়তে সোনার এক সুখী পরিবেশ
রেখে গেলো যারা অবদান।।
আমরাতো মালেকের কাফেলার সাথী,
যে মালেক আমাদের প্রেরণার বাতি।
নবী-রাসূলের পথে দাওয়াতী কাজে
এসো দিয়ে যাই আঞ্জাম,
রাশেদার সেই দিন আনতে জমিনে
করে যাই দৃঢ় সংগ্রাম।
শত বাধা-বিপদেও থামবে না আর
আমাদের এই অভিযান।
#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_পরতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ