Bangladesh Islami Chhatrashibir


Гео и язык канала: Индия, Хинди
Категория: Религия


Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Хинди
Категория
Религия
Статистика
Фильтр публикаций


“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ"

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদম্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_পরতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশবান্ধব ডাস্টবিন স্থাপন করে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_পরতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


শারীরিক প্রতিবন্ধকতা ওদের সফলতার পথ আটকাতে পারেনি, তাদের সাফল্যের রূপরেখা তারা নিজেই তৈরি করতে প্রস্তুত। শুধু প্রয়োজন তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া।

আমরা একটি সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে নিশ্চিত হবে প্রতিটি প্রাণের সমান সুযোগ, যেখানে প্রতিবন্ধকতা শুধুই শব্দ, আর সাফল্যই হবে মূল লক্ষ্য।

ছাত্রশিবিরের উদ্যোগে অদম্য মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান “দুর্বার ২০২৫” অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছাত্রশিবিরের পক্ষ হতে ৬ দফা দাবি ও ২টি করণীয় উপস্থাপন করা হয়। 

▪️৬ দফা দাবিসমূহ—
১. শারীরিক প্রতিবন্ধকতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য চাহিদার আলোকে ভাতা ও শিক্ষাবৃত্তি বাড়ানো এবং সহায়ক উপকরণ সহজপ্রাপ্য করতে হবে।
২. সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালের অবকাঠামো এবং গণপরিবহনকে বাধ্যতামূলকভাবে প্রতিবন্ধীবান্ধব করতে হবে।
৩. জাতীয় সংসদ ও নীতিনির্ধারণী জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য কোটা ও বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়ক উপকরণ, প্রশিক্ষিত শিক্ষক, বিশেষ শিক্ষা পদ্ধতি ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো নিশ্চিত করতে হবে।
৫. সরকারি-বেসরকারি খাতে প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ ও সমান বেতন নিশ্চিত করতে হবে।
৬. প্রতিবন্ধীদের জন্য অধিকার রক্ষায় UNCRPD-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে তিনি দুটি গুরুত্বপূর্ণ করণীয় উপস্থাপন করা হয় — 
🔸 শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্ল্যাটফরমের সাথে ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ, ছাত্র অধিকার এবং মানবাধিকার বিভাগ যৌথভাবে কাজ করবে। 
🔸 পাশাপাশি, ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া বিভাগ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে কার্যকর প্রচারণা চালাবে এবং তাদের দাবিগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।


#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_প্রতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সংগীত—

"এসো গাই একতার গান"

কথা: মল্লিক মাহমুদ
সুর: গোলাম মাওলা

আমাদের তরতাজা রক্তের দামে
এলো আজ ফাগুনের দিন,
ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার
গোলাপের হাসি অমলিন।
তবু জানি আজো আহা বাকি রয়ে গেছে
দূর্গম পথ অফুরান,
সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত
এসো গাই একতার গান।।

অর্ধ শতক ধরে এই কাফেলার
চলছে মিছিল অবিরাম,
প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা
শহীদের রক্ত ও ঘাম।
গড়তে সোনার এক সুখী পরিবেশ
রেখে গেলো যারা অবদান।।

আমরাতো মালেকের কাফেলার সাথী,
যে মালেক আমাদের প্রেরণার বাতি।

নবী-রাসূলের পথে দাওয়াতী কাজে
এসো দিয়ে যাই আঞ্জাম,
রাশেদার সেই দিন আনতে জমিনে
করে যাই দৃঢ় সংগ্রাম।
শত বাধা-বিপদেও থামবে না আর
আমাদের এই অভিযান।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_পরতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে'বর্ণাঢ্য র‍যালি'র আয়োজন করে ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_পরতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সময়: আজ সন্ধ্যা ৬.১৫
স্থান: বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

সকলে আমন্ত্রিত।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_প্রতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে'বর্ণাঢ্য র‍যালি'র আয়োজন করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_পরতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে'বর্ণাঢ্য র‍্যালি'র আয়োজন করে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_প্রতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ


“মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ”

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে'বর্ণাঢ্য র‍যালি'র আয়োজন করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

#ছাত্রশিবির
#BICS_48_Years
#৪৮তম_পরতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ

Показано 9 последних публикаций.