শেখ মুজিবু সাহেব জীবিত থাকা অবস্থায় ২৪ হাজার মামলা দায়ের হয়েছে। সেগুলো বাছাই করে মাত্র ১৯৫ জনকে যুদ্ধাপরাধী করা হয়েছে। ওই ২৪ হাজারেও জামায়াতের নেতা নাই, ১৯৫ জনেও জামায়াতের নেতার নাম নাই। ৪২ বছর এই নিয়ে কোনো কথা নাই। ২০০১ থেকে ২০০৬ সালে জামায়াতে ইসলামী একটা সরকারের পার্ট হয়ে দুটি মন্ত্রণালয় অত্যন্ত সফলভাবে, সত্যতার সাথে, দক্ষতার সাথে চালাইলো। যখন একটা পরিবর্তন এসে গেল, চমকে গেল এটা দেখে। সেই সময় তারা নড়েচড়ে উঠলেন। জামায়াত ইসলামকে তাদের এখন বিচার করতে হবে। এই শুরু হলো।
🗣ডা. শফিকুর রহমান
🗣ডা. শফিকুর রহমান