বহু প্রতীক্ষিত মেডিকেল এডমিশন টেস্ট এর রেজাল্ট দিয়ে দিলো,
যারা চান্স পেয়ে গেছো তাদের অভিনন্দন। অবশ্যই এই কৃতিত্ব তোমার। তোমাদের নিয়েই এখন সবাই মেতে থাকবে।
কিন্তু যারা চান্স পাও নি, আমরা চাচ্ছি তাদের জন্য কিছু করতে।
যারা মেডিকেল প্রিপারেশন নেয়ার পরেও চান্স পাওনি, তাদের জন্য সামনে অনেক রাস্তা খোলা।
তোমরা চাইলে যেকোন ভার্সিটির প্রিপারেশন নিতে পারো। যেমন: ঢাবি, জাবি, সাস্ট এছাড়াও গুচ্ছ এবং কৃষি গুচ্ছ তো আছেই।
কিন্তু মেডিকেল প্রিপারেশন যারা নেয় কিন্তু কোনো না কোনো কারণে মেডিকেল মিস হয়ে যায়, তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে
"জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়" এর 'ডি' ইউনিট (JU D UNIT) এর সাবজেক্ট গুলো।
কারণ, এই ইউনিট এর এক্সাম প্রিপারেশন মেডিকেল এর সাথে অনেকটুকুই মিলে যায়।
পরীক্ষার মানবণ্টন দেখলে তোমরা বুঝতে পারবে,
জীববিজ্ঞান -> ৪৪ (উদ্ভিদবিজ্ঞান-২২, প্রাণীবিজ্ঞান- ২২
চলো দেখি এখানে কোন কোন সাবজেক্ট আছে-
১. ফার্মেসি
২. বায়োকেমিস্ট্রি এণ্ড মোলিকুলার বায়োলজি
৩. বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৪. পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স
৫. প্রাণীবিজ্ঞান
৬. উদ্ভিদবিজ্ঞান
প্রত্যেকটা সাবজেক্ট এর জব ফিল্ড ও অনেক ভালো।
চ্যানেলটিতে যা যা করা হবে:
১. JU D UNIT এ চান্সপ্রাপ্ত ভাই ও আপুদের প্রতিনিয়ত গাইডলাইন।
২. রুটিনভিত্তিক পোল সলভ।
৩. ফাইনাল মডেল টেস্ট
ExamMate এর সাথে তোমাদের যাত্রা শুভ হোক।
ADON
JU- D 97th (Session: 2023-24)
Currently Studying in: Department of Biochemistry & Molecular Biology.
GST: SUST (BMB)
Ex: Notre Dame College, Dhaka