ILMAN NAFIYA


Гео и язык канала: Индия, Бенгальский
Категория: Религия


রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Бенгальский
Категория
Религия
Статистика
Фильтр публикаций


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকায় আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


তাবেঈন সালামাহ ইবনে দিনার (রাহ.) —এর নিকট জানতে চাওয়া হয়েছিল, হাশরের ময়দানে আল্লাহর সামনে কীভাবে উপস্থিত করা হবে?

বললেন—
'নেককার হলে খুশি মনে হাসতে হাসতে এগিয়ে যাবে, যেমনটি প্রবাস থেকে নিজ পরিবারের কাছে ফেরার মুহূর্তে মানুষ করে থাকে। আর পাপিষ্ঠ হলে তার অবস্থা হবে পলাতক ক্রীতদাসের মতো যাকে টেনে-হিঁচড়ে মনিবের সামনে হাজির করা হয়!'


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
🚨 ভিডিও : "তারা আমাদের হত্যা করে, কিন্তু আমরা বাঁচি। শহীদদের মৃত্যু হয় না।"


পৃথিবীতে নেককার লোকদের সঙ্গে সঙ্গে বদকার লোকেরাও আল্লাহর প্রচুর রহমত লাভ করে, পরকালে সেটা অসম্ভব। সেখানে আল্লাহর রহমত শুধু নেক ও সজ্জনদের জন্যই!

—সালামাহ ইবনে দিনার (রাহ.)


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
যখন তোমাকে সৎকাজ আনন্দ দিবে ও খারাপ কাজ পীড়া দিবে, তখন তুমি মুমিন।

_[আহমাদ: ২১৬৬২, আত তারগীব: ১৭৩৯]


শয়তান সলাতে কুমন্ত্রণা দেয়ার অর্থ আমার সলাত ঠিকভাবে আদায় হচ্ছে। আমার সলাত কবুল হওয়ার পথে। বিরাণ ঘরে চোর ঢোকে না।

— মুহাম্মাদ আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ


মনোবল বয়সকে অতিক্রম করেছে ! সুবহানাল্লাহ!


তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না।
ILMAN Nafiya


যেই চোখ দিয়ে আল্লাহকে দেখার স্বপ্ন দেখি, সেই চোখ দিয়ে হারাম কিছু কি দেখা যায়! বলো, ভাই?

— আব্দুল্লাহ মাহমুদ নজীব


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
🚨 ভিডিও : ইহুদিবাদী সৈন্য বোঝাই ট্রাক এবং সামরিক যানে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


তাকদীরের তীর!

আপনি বলেছেন, আল্লাহ আমাদের দিকে ‘তাকদীরের’ তীর ছুঁড়ে মেরেছেন। আমরা সবাই সে তীরে আক্রান্ত!
-হ্যাঁ, বলেছিতো!

তাহলে বাঁচার কোনও উপায় নেই?
-তাকদীর থেকে বাঁচবে কী করে? তবে একটা উপায় আছে!

কী সেটা?
-তুমি তীর নিক্ষেপকারীর পাশে গিয়ে আশ্রয় নিবে!
.
🎙️ উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ


রাসূলুল্লাহ (সা:) বলেছেন:
'যাঁর হাতে আমার প্রাণ রয়েছে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালবাসার পাত্র হই।

[সহীহ বুখারী; হাদিসঃ ১৪]


আল্লাহ তা'আলা বলেন,
তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই সুপথগামী যারা ঈমান এনেছে এবং এরপর ঈমানকে জুলমের (শিরক) সাথে মিশ্রিত করেনি।

_[সূরা আল-আন'আম : ৮২]


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
🚨 ভিডিও : আল-জেনিনা পাড়ায় আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


السلام عليكم ورحمة الله وبركاته
💥তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে।[৩৩/২১]
🌀ইনশাআল্লাহ আজ ১১ ডিসেম্বর রোজ বুধবার
🌿"জীবনাচরনে নববী আদর্শ"
বিষয়ক বিশেষ কোর্সের
✅ ৩২ তম ক্লাস অনুষ্ঠিত হইবে।
কোর্স ইন্সট্রাক্টরঃ
উস্তায মানযুরুল কারিম
সময়ঃ
🇧🇩সন্ধ্যা--------৬:১৫
🇸🇩বিকাল------৩:১৫
উক্ত সময়ে নিম্নোক্ত লিংকে নিজে যুক্ত হোন এবং অন্যদেরও যুক্ত করে অশেষ নেকী হাসিল করুন।।আল্লাহ্ সুবহানুতা'আলা আমাদের নেক আমলসমূহ্ কবুল করে নিন।আমীন।
https://us02web.zoom.us/j/2113336749?pwd=VWlWRVdDZ2ZWcUwzSW85dU5vMnRYdz09
Meeting ID:2113336749
PassCode:123456
____________________


সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন
মুহাম্মদ আল-বশির।


সিরিয়ার সেই আয়লান কুর্দী !
আজ তাঁর ভূমি স্বাধীন।


যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোন না কোন পথ বের করে দিবেন
- [আত-ত্বলাক্ব আয়াত ২]

অর্থাৎ, যাবতীয় কঠিন সমস্যা ও পরীক্ষা থেকে নিস্কৃতি লাভের উপায় বের করে দেবেন
- [তাফসীরে আহসানুল বায়ান]


এক পশলা সীরাত
পর্ব — ৭
.
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর —
নয়টা তরবারী ছিল।
সাতটা বর্ম ছিল।
ছয়টা ধনুক ছিল।
তিনটা ঢাল ছিল।
তিনটা বর্শা ছিল।
তিনটা বল্লম (নেযা) ছিল।
.
কোনও মানুষ যদি দশকের পর দশক হাদীস শরীফ আর সীরাতের কিতাবে এসব তথ্য পড়ানোর পরও বলে:
-আফগানিস্তানের সমস্ত মেহনত, তালেবান-কায়েদার সমস্ত মেহনত একটা ফিতনাহ।
-এটা কি সীরাত বা হাদীসের শিক্ষা হলো?

🎙️ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ


ফুযায়েল বিন ইয়াজ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল — 'আমরা মৃত্যুকে কেন এত ভয় পাই?'

জবাবে তিনি বলেন —
'পরকালের জীবনকে ধ্বংস করে আমরা ইহকালের জীবনকে সাজিয়েছি। এরফলে আমাদের সাজানো গোছানো জীবন ছেড়ে যেটা আমরা ধ্বংস করে দিয়েছি সেখানে যেতে সাহস হয়না, ভয় পাই'

Показано 20 последних публикаций.