INB বাংলা


Гео и язык канала: Индия, Бенгальский
Категория: Новости и СМИ


International News Broadcasting Bangla
ইসলামের সাথে, আগামীর পথে
সোশ্যাল মিডিয়ার লিংকসমূহ
টেলিগ্রাম: https://t.me/inb19
ফেইসবুক: https://www.facebook.com/inbbangla
ইউটিউব: https://www.youtube.com/@inbbangla
টুইটার: https://twitter.com/inbbangla

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Бенгальский
Категория
Новости и СМИ
Статистика
Фильтр публикаций


তাদেরকে এক বোতল পানি পর্যন্ত দেওয়া হয়নি...

অথচ বাংলাদেশে হাজারো ভারতীয় কাজ করে। জামাইর আদরে তারা দেশে যায়।


ট্রাম্প হুমকি দিয়ে বলেছে, সে দায়িত্ব নেওয়ার আগে ইহুদিদের মুক্তি না দিলে গাযাকে জাহান্নাম বানানো হবে।


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
(সম্ভবত) খতমে বুখারীর অনুষ্ঠানে আফগানিস্তানের উপ- পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্টানিকজাই পাকিস্তানকে লক্ষ্য করে বলেন:
❝তোমরা তোমাদের ক্ষেপণাস্ত্র আর ফাইটার জেট নিয়ে অহংকার করো না। তোমরা তো কেবল এসব অস্ত্রের নাম রেখেছ "আবদালী, গজনভী", আর আমার সামনে উপবিষ্ট প্রত্যেকেই রিয়েল "আবদালী" এবং প্রকৃত "গজনভী"। আমরা যদি এই রিয়েল আবদালী এবং প্রকৃত গজনভীদের মাত্র পাঁচজনকে ছেড়ে দেই, তাহলে তোমরা ভারত মহাসাগরে গিয়েও রক্ষা পাবে না। তোমাদের ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না।❞

(তালেবানের পুরোটা কলিজা)

উল্লেখ্য, পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে "গজনভী, আবদালী"। সুলতান মাহমুদ গজনভী এবং আহমাদ শাহ আবদালীর নামের দিকে সম্পৃক্ত করে তারা তাদের সমরাস্ত্রের এই নাম দেয়।


ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর ৫ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি। ❤️
এমন বাহিনীই চাই আমরা 🇧🇩🔥

আব্দুল্লাহ জাবের


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ ঘোষণা।


গণতান্ত্রিক নোংরা রাজনীতির ফলাফল।

এজন্যই আমরা তালেবানের আদর্শিক রাজনীতির কথা বলি।


এই তো লাইনে আসা শুরু হইছে। একটু টাইট দিলেই সোজা হয়ে যেত।


নিরীহ আলেম হিসেবে পরিচিত অধ্যাপক মাওলানা যুবায়ের আহমাদ রাজধানীর লালবাগ মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি ইসলামি রাজনীতির সঙ্গেও জড়িত। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন ইস্যুতে রাজপথে কর্মসূচি পালন করতে গিয়ে তিনি নানাভাবে বাধাবিঘ্ন ও পিটুনির শিকার হন।

পুলিশের গ্রেপ্তারের হাত থেকেও রেহাই পাননি ইসলামী ঐক্যজোটের এই সিনিয়র ভাইস চেয়ারম্যান। বিনা অপরাধে বাসা থেকে গ্রেপ্তার করে তাকে জড়ানো হয় জঙ্গি-সন্ত্রাসীসংশ্লিষ্ট ছয় মামলায়। ছয় মাস জেলে কাটাতে হয় তাকে।

এমনকি ২১ দিন রিমান্ডের নামে মানসিকভাবে নির্যাতনের শিকার হন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা যুবায়ের আহমাদ। গ্রেপ্তারের তিন মাস পর্যন্ত পরিবারের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন তিনি। এ ছাড়া জেলে থাকার কারণে মাদরাসার চাকরি থেকেও তাকে বাদ দেয় কর্তৃপক্ষ।

দৈনিক আমার দেশ
০৬ জানুয়ারি ২০২৫
(https://dailyamardesh.com/amar-desh-special/amd0zqezorskj)


পাঁচ বছর পেলে এরা এমন গতিতে চলবে যে লীগারদের ষোল বছরও যেন প্রথম গিয়ারের গল্প হয়ে যাবে। এদের দক্ষতায় মনে হচ্ছে, সময় পেলে চাঁদে অফিস আর মঙ্গল গ্রহে সিটি কর্পোরেশনও খুলে ফেলবে!

3k 0 3 3 118

ভারত চীনের প্রতি প্রতিবাদ জানিয়েছে

🔻 ২০২৪ সালের শেষের দিকে দু’দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও, দিল্লির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

🔴 কারণ:
২০২৪ সালের ২৭ ডিসেম্বর চীনের শিনজিয়াং-উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোতান জেলায় দুটি নতুন জেলা গঠন করেছে বেইজিং— হে’আন এবং হে’কান। হে’আন জেলার প্রশাসনিক কার্যালয় হুনলু এলাকায় এবং হে’কান জেলার প্রশাসনিক কার্যালয় সাইতুলা এলাকায় স্থাপন করা হয়েছে।

হোতান অঞ্চলের মধ্যে আকসাই চিনের কিছু অংশ রয়েছে, যা ভারত তার নিজস্ব এলাকা বলে দাবি করে। হে’আন জেলা ৩৮,০০০ বর্গকিলোমিটার আকসাই চিনের বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত।

🔊 ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রতিনিধি রণধীর জয়স্বাল বলেন:
💬 “নতুন গঠিত জেলা দুটির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্গত। আমরা কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারি মেনে নিইনি।”
💬 “নতুন জেলা গঠন ভারতের সার্বভৌমত্বের উপর প্রভাব ফেলবে না এবং এর মাধ্যমে আকসাই চিনে চীনের অবৈধ ও বলপ্রয়োগমূলক দখলদারিকে বৈধতা দেওয়া সম্ভব নয়।”
💬 “আমরা কূটনৈতিক উপায়ে চীনকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছি।”

🔻 একইসঙ্গে, তিনি উল্লেখ করেছেন যে চীনের ব্রহ্মপুত্র নদে নির্মিতব্য বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে দিল্লি তার উদ্বেগ প্রকাশ করে আসছে।

চীন ২৬ ডিসেম্বর এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি হিমালয়ের একটি গভীর উপত্যকায় অবস্থিত, যেখানে ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশ হয়ে আসামের দিকে বাঁক নেয়।

🔊 জয়স্বাল আরও বলেন:
💬 “নদীর নিম্নবর্তী অঞ্চলে থাকা দেশ হিসেবে ভারতের নির্ধারিত অধিকার রয়েছে। আমরা চীনকে কূটনৈতিক এবং বিশেষজ্ঞ পর্যায়ে এ বিষয়ে আমাদের উদ্বেগ জানিয়ে আসছি।”
💬 “আমরা স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়ে নিম্নবর্তী দেশগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছি। চীনকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তাদের কার্যক্রম নিম্নবর্তী দেশগুলোর স্বার্থে ক্ষতিকারক না হয়।”
💬 “ভারত তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”




হাসিনা কয়েকদিন পর পর জামাইর মাইর খাইয়া বাসায় আসতো। তার বাবা-মা ভাত খাইয়ে আবার পাঠায় দিতো।

মেজর ডালিম

দেখেন আপনারা যা ভালো মনে করেন।


জমুনা টিভিও মজা নেয়


জার্মান পররাষ্ট্রমন্ত্রী "অ্যানালেনা বেয়ারবক" দামেশক সফর করেছে আজ তিন দিন হতে চললো। জুলানীর সাথে সাক্ষাৎ করে সে বিভিন্ন বিষয়ে আলোচনা করে।

জার্মান, ফ্রান্স স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন কোনও ইসলামি রাষ্ট্র গঠন করতে চাইলে ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে কোনও ধরনের সহযোগিতা প্রদান করবে না।

আজকে আমার আলাপের মূল বিষয় এটা নয় যে, ইউরোপীয় ইউনিয়ন কেন জুলালীকে সহযোগিতা করবে না? আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী "অ্যানালেনা বেয়ারবক" হলো একজন নারী। চরম পর্যায়ের ইসলাম বিরোধী। জঘন্য লেভেলের মুসলিম বিরোধী এবং অতিমাত্রার ফ্যামিনিস্ট।

দামেশকে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সিরিয়ার নতুন সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। কিন্তু নারী হওয়ায় কেউ তার সাথে হ্যান্ডশেক করেনি। বরং বুকে হাত দিয়ে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়ে সম্মানের সাথে তাকে অভিবাদন জানিয়েছে।

বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট প্রাসাদে আসার পর সেম দৃশ্য। "অ্যানালেনা বেয়ারবক" এর সাথে জুলানী হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানায়। বুকে হাত দিয়ে স্বাগত জানায়।

অপরদিকে তার সাথে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও দামেশক এসেছে। সে পুরুষ হওয়ায় জুলানী সহ সকলেই তার সাথে হ্যান্ডশেক করেছে। ব্যস এখান থেকেই শুরু বিপত্তি।

"অ্যানালেনা বেয়ারবক" দামেশ সফরের তিন হয়ে গেলেও হ্যান্ডশেক না করার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছে না। পারছে না ভুলে যেতে। একজন পররাষ্ট্রমন্ত্রী হয়েও বিগত ৩দিন যাবত একের পর টুইট করেই যাচ্ছে। ইসলাম এবং মুসলমানদের নিয়ে বিদ্রুপ আর উপহাস করেই চলছে।

তার এই কর্মকাণ্ড দেখলে আপনার কাছে মনে হবে, কোনও এক "নিশিকন্যা" দামেশকে তার দেহ বিলাতে গিয়েছিল, কিন্তু সেখানের মুসলমানরা তাকে প্রত্যাখ্যান করায় রাগ আর ক্ষোভে সে পাগল হয়ে গিয়েছে।

পশ্চিমা আপুদের এত সখ কেন মুসলমানদের স্পর্শ পাওয়ার? মুসলমানদের জন্য "কুকুর শূকর" হারাম সেটা জানে না?

এই রাগ থেকেই সে ঘোষণা দিয়ে এসেছে, ইসলামি রাষ্ট্র গঠন করলে জার্মান সহ ইউরোপীয় ইউনিয়ন জুলানীকে কোনও প্রকার সহায়তা করবে না। ভাবসাব এমন যে, এতদিন তারা সিরিয়ার জন্য খুব সহযোগিতা করে আসছিল, কিন্তু এখন তারা আর সেই সহযোগিতা করবে না।

এই হলো তাদের মানবতাবাদ এবং নারী অধিকারের নমুনা। এমন হিউম্যানিজম এবং নারী অধিকারের উপর থুথু ফেলি। লাত্থি মারি এমন স্বাধীনতাকে।


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
👇👇👇👇👇


শুনেছিলাম মুজিবের জানাযা পড়ার মতো কোন মানুষ পাওয়া যায়নি।

অথচ ৫০ বছর পরে হত্যাকারী ব্যক্তির কথা শুনতে লাইভে ৮ লক্ষ লোক।


মৃত্যুর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র।

গতকাল তিনি মারা গিয়েছিলেন।

অভিনেতা মিশা সওদাগর জানিয়েছেন, প্রবীর মিত্র ভাই মুসলামনই ছিলেন। ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে।

দাফন নিয়ে অভিনেতার ছেলে মিঠুন মিত্র রোববার রাতে জানান, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে।

আজকে বাদ যোহর এফডিসিতে প্রথম জানাজা হবে।

এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইতে।

সেখানে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

©


১৯৭১ এ মেজর ডালিমের ভূমিকা কি ছিল ?
-রিজভী দাদো 😁

লীগ বিএনপি ভাই ভাই

4.3k 0 0 11 295

নিজের ভুলের সেই খেসারত তাকে নিজেই দিতে হয়েছে।

4.3k 0 6 16 263

Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
৩ লাখ যেভাবে ৩ মিলিয়ন হলো: বলছেন বিবিসি বাংলার তৎকালীন সাংবাদিক সিরাজুর রহমান

4.2k 0 20 1 161
Показано 20 последних публикаций.