ইসলামিক বইয়ের (pdf)


Гео и язык канала: Индия, Хинди
Категория: Книги


আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ।
চ্যানেলটি মূলত সাধারণদের জন্য খোলা হয়েছে। যারা বই কিনার সামর্থ রাখেন না অথবা প্রবাসী অথবা গ্রাম ছেড়ে দূরে বসবাস করছেন এই বিবেচনা করে যদি সামান্যতমও তাদের উপকার করতে পারি।
আমাদের টেলিগ্রাম গ্রুপ:
https://t.me/+Kp7s4yYu4y

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Хинди
Категория
Книги
Статистика
Фильтр публикаций


আস্তাগফিরুল্লাহ!

এ তো আমি নাফরমান গুনাহগারের সাথে মিলে যায়😪


আমার প্রথম পড়াশোনা হয় স্কুলে। যখন ক্লাস 3 এ পড়ি তখন মক্তবেও যেতাম + স্কুলেও যেতাম। সুবিধার ছিল মাদ্রাসা+ স্কুল আমার গ্রামেই ছিল। মক্তবে এক পর্যায়ে রাতেও থাকা শুরু করি। হঠাৎ স্কুলে ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা দেব এমন সময় কোনো এক কারণে আমার সমবয়সী ৫/৬ জন ছেলে স্কুলে পড়া বাদ দিয়ে খাতা/বালিশ নিয়ে মাদ্রাসায় চলে যাই। কুরআনের প্রথম দিকে আড়াই পারা + আমপারা হিফজ করেছিলাম। হিফজে আমার সমবয়সীদের থেকে এগিয়ে ছিলাম। নিয়মিত সবক শুনাতাম এবং দুপুরে প্রতিদিন সাতসবক শুনাতাম। হঠাৎ শয়তানের প্ররোচনায় পড়ে যাই। অনেক মারধর খেয়েছি। জালি বেত আমার পিঠে মেরে ভেঙেছে পর্যন্ত। যতই মারতো বলতাম তাহলে আর পড়বই না। আমার কথাই ছিল আমি আলিয়াতে ভর্তি হবো। পাশের গ্রামেই আলিয়া মাদ্রাসা। তারপর না পেরে আমাকে ক্লাস 5 এ ভর্তি করায়। কিছুদিন নিয়মিত কুরআন তিলাওয়াত করেছি ইয়াদ রাখার জন্য। পরে আস্তে আস্তে আর পড়া হতো না। সম্ভবত ক্লাস 9 থেকে আমার সঠিক বুঝ এসেছে। তখন তো হায় আফসোস! কি ছেড়ে কি ধরলাম!! শত আফসোস। এখন তো কিছু সূরা ইয়াদ আছে বাকিসব ইয়াদে নেই। 😪

২০২২ এ দাখিল পরিক্ষা দিয়ে ৪.৫০ পেয়ে পাশ করি। বিভিন্ন সমস্যার কারণে আর ভর্তি হয়নি।


বর্তমানে একটি জবে আছি। অনেক ব্যস্থতার পরেও প্রতিদিন রাতে সূরা মূলক+ কিছু সূরা পড়ে তারপর ঘুমাই। যতটুকু সম্ভব চেষ্টায় আছি হিফজ করা কুরআন ইয়াদে আনার জন্য। আল্লাহ ক্ষমা করুন।

প্রত্যেকের কাছে দোয়ার দরখাস্ত। বলার প্রয়োজন ছিল না তবুও বলে রাখি আমার একটি রোগের জন্য অপারেশন করা লাগে। আর্থিকভাবে দূর্বলতার কারণে আপাতত অপারেশন করছি না। এজন্য যেকোনো সময় এক্সিডেন হয়ে যেতে পারে। আজ বেঁচে আছি কাল নাও থাকতে পারি। মৃত্যু কার কখন, কোথায়, কিভাবে কোন অবস্থায় হবে কেউ জানে না। আল্লাহ তায়ালা ক্ষমা করুন।

@Admin
রেজাউল করিম


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, (তরজমা) যে ব্যক্তি কুরআন মজীদ পড়ল অতঃপর তা ভুলে গেল। কিয়মতের দিন সে কুষ্ঠরোগী হয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে।
(সুনানে আবু দাউদ ১/২০৭)


হাদীসের ব্যাখ্যাকারগণের কেউ কেউ উক্ত হাদীসে ‘ভুলে যাওয়া’ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, এই শাস্তি ঐ ব্যক্তির জন্য যে কুরআন মজীদ হিফয করার পর অবহেলা ও ত্রুটির কারণে দেখে দেখে তেলাওয়াত করার যোগ্যতাও হারিয়ে ফেলেছে। তবে কোনো কোনো মুহাক্কিক আলেম ‘ভুলে যাওয়া’-এর ব্যাখ্যা করেছেন মুখস্ত পড়ার যোগ্যতা হারিয়ে ফেলা। অর্থাৎ যে কুরআন মজীদ হিফয করার পর না দেখে মুখস্ত পড়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে তার ব্যাপারে উক্ত শাস্তি প্রযোজ্য হবে। উল্লেখ্য যে, এটি খুবই দুঃখজনক বিষয় যে, আল্লাহ তাআলা কোনো বান্দাকে তাঁর পবিত্র কালাম কুরআন মজীদ হিফয করার মতো বিরাট নেয়ামত দান করলেন আর সে তার অবহেলা ও ত্রুটির দরুণ তা ভুলে গেলে। এটি তাঁর এই মহান নেআমতের প্রতি অকৃতজ্ঞতার পরিচয়। তাই এখন তার কর্তব্য হল, প্রতিদিন কিছু সময় হলেও নিয়মিত তেলাওয়াত করে যাওয়া এবং আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করা।

[সুনানে আবু দাউদ ১/২০৭, ১/৬৬; মুসনাদে আহমদ ৬/৩৮৫; মিরকাতুল মাফাতীহ ৫/৯; আওনুল মা’বুদ ৪/২৪১; বাযলুল মাজহুদ ৩/৩০২, ৭/৩১৪; মাজমাউয যাওয়াইদ ৭/৩৪৬; মালফূযাতে হাকীমুল উম্মত ২৩/২০১]


ইসলামের_দৃষ্টিতে_দাড়ি_ও_তার_পরিমাণ.pdf
72.8Мб
১৭৫৪/ ইসলামের দৃষ্টিতে দাড়ি ও তার পরিমাণ
✍️ মাওলানা সাঈদ আহমদ হাফি.
https://t.me/islaMic_fdf/3491

( সংগৃহীত)




প্রচলিত_ভুল_সংশয়_ও_বিভ্রান্তি.pdf
65.4Мб
১৭৫৩/ প্রচলিত ভুল সংশয় ও বিভ্রান্তি
✍️ মাওলানা মাহবুবুল হাসান আরিফী
https://t.me/islaMic_fdf/3489

অন্যান্য: https://t.me/islaMic_fdf/2932

( সংগৃহীত)




তালিবুল_ইলম_গঠনের_আদর্শ_রূপরেখা_.pdf
92.0Мб
১৭৫২/ তালিবুল ইলম গঠনের আদর্শ রূপরেখা
✍️ মুহাম্মদ আওয়ামা
★ অনুবাদ: উমাইর লুৎফর রহমান
https://t.me/islaMic_fdf/3487

১৭৭৫/ তালিবুল ইলমদের জীবন গড়ার গল্প
✍️ মুফতী সুহাইল আবদুল কাইয়্যুম
https://t.me/islaMic_fdf/3299

১১৮৯/ উলামা-তলাবা পরিচিতি,মর্যাদা,দায়িত্ব ও কর্তব্য
✍️ সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী (রহ:)
https://t.me/islaMic_fdf/1899

৬০৩/ তালিবানে ইলমের রাহে মানযিল
✍️ মাওলানা আব্দুল মালেক দাঃ বাঃ
https://t.me/islaMic_fdf/748

৪৮৬/ তালিবানে ইলম পথ ও পাথেয়
✍️ মাওলানা আব্দুল মালেক দাঃ বাঃ
https://t.me/islaMic_fdf/582




Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
আলহামদুলিল্লাহ!

লস এঞ্জেলেস জ্বলছে দাউ দাউ করে...

গাজা জ্বালানোর জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, আজ তারা নিজেরাই জ্বলছে... কোনো খরচ ছাড়াই!

নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।




ট্রাম্প মাত্র হুম-কি দিয়ে বলেছিলো যে, ক্ষমতা গ্রহণের পূর্বে বন্দিদের মুক্তি না দিলে , গা-যাকে জাহান্নাম বানিয়ে দিবে। বস্তুত, পরাক্রমশালী আল্লাহ তালা ট্রাম্পের দেশকে হালকা জাহান্নামে বানিয়ে তাকে একটু বুঝিয়ে দিলেন। আর মূমীন হৃদয়ে প্রশান্তি এনে দিলেন।


সালাতে_হাত_বেঁধে_কোথায়_রাখবে.pdf
435.2Кб
১৭৫১/ একটি বই একটি চিঠিসালাতে হাত বেঁধে কোথায় রাখবে
✍️ মাওলানা আব্দুল গাফফার
https://t.me/islaMic_fdf/3484




প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয় আসার পূর্বেই গুরুত্ব দাও এবং এর সদ্ব্যবহার কর।
১/ বার্ধক্যের পূর্বে যৌবনকে,
২/ অসুস্থতার পূর্বে সুস্থতাকে,
৩/ দারিদ্রের পূর্বে স্বচ্ছলতাকে,
৪/ব্যস্ততার পূর্বে অবসরকে এবং
৫/ মরণের পূর্বে জীবনকে।
( -জামে তিরমিযী)

এই হাদীসগুলোর আলোকে একবার ভেবে দেখুন তো! এই যে আপনি গল্প করছেন, জীবনের অবসর সময়কে কাজে না লাগিয়ে অবহেলায় নষ্ট করছেন সর্বজ্ঞ ও সর্বজ্ঞাত আল্লাহ পাকের কাছে কেয়ামতের মাঠে আপনি কী জবাব দিবেন?

খাঁটি মুমিনের একটি গুণ, সে অহেতুক কোনো কিছুতেই সময় ব্যয় করে না। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্থহীন কাজকর্ম ত্যাগ করার মাঝেই মুমিনের সৌন্দর্য নিহিত আছে।
(-সুনানে ইবনে মাজাহ, মিশকাত)




প্রখ্যাত মুহাদ্দিস হুমাইদী খুব সুন্দর বলেছেন-
👉 মানুষের সাথে মেলামেশার কী লাভ, কিছু প্রলাপ ও অর্থহীন তর্ক-বিতর্ক ছাড়া? অতএব জ্ঞানার্জন ও আত্মশুদ্ধির প্রয়োজন ছাড়া লোকজনের সাথে দেখা-সাক্ষাত কমিয়ে দাও। (-হেকায়েতে সাহাবা)


👉 যদি বলা হয়, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কী? তবে এর উত্তর হবে সময়। অন্য ভাষায় সময়ের সমষ্টির নামই জীবন। এই সময় অফুরন্ত নয়। প্রদীপের তেলের মতোই সময়রূপ তেল যখন ফুরিয়ে যাবে তখন জীবনরূপ প্রদীপও যাবে নিভে। আর শুরু হবে এক অন্তহীন জীবন। যার শুরু আছে কিন্তু শেষ নেই। দুনিয়ার জীবনের কৃতকর্মের উপর নির্ভর করছে সে জীবনের সফলতা ও ব্যর্থতা। এই সফলতা ও ব্যর্থতার মাপকাঠিও সেই অমোঘ জিজ্ঞাসা-আমি তোমাকে জীবন দিয়েছিলাম তা  তুমি কোন কাজে ব্যয় করেছ? ভালো কাজে কি মন্দ কাজে?



প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
এমন কোনোদিন যায় না যেদিন সূর্যোদয়ের সময় সে এ কথা ডেকে বলে না যে, হে বনী আদম! আমি শেষ দিন পর্যন্ত আর কখনো তোমার কাছে ফিরে আসব না। সুতরাং তোমরা আজকের মধ্যে যতটুকু সম্ভব ভালো কাজ করে নাও।
(বায়হাকীর রেওয়ায়েতে, কীমাতুয যামান ইনদাল উলামা)



👉 সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. সূর্যাস্তের সময় এ বলে অনুতাপ করতেন যে, হায়! আমার জীবন থেকে একটি দিন কেটে গেল। কিন্তু আমার আমল তো বৃদ্ধি পেল না।


👉 প্রসিদ্ধ তাবেয়ী হযরত আমের ইবনে আবদে কায়েস রাহ.-এর কাছে একবার এক লোক এসে খানিকক্ষণ তাঁর সাথে গল্প করার ইচ্ছা প্রকাশ করলে তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার সাথে গল্প করব, কিন্তু ততক্ষণ সূর্যটাকে তোমার ধরে রাখতে হবে।
(কীমাতুয যামান ইনদাল উলামা)




👉 ইমাম দাউদ তায়ীকে কেউ রুটির পরিবর্তে ছাতু পানিতে মিশিয়ে খেতে দেখে কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি হিসাব করে দেখেছি, রুটি খেতে যে অতিরিক্ত সময় ব্যয় হয় সে সময়ে অন্তত পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করা যায়।


✍️ মাহমুদাতুর রহমান


আপনার_দুয়া_কি_কবুল_হচ্ছে_না.pdf
20.5Мб
১৭৫০/ আপনার দোয়া কি কবুল হচ্ছে না?
✍️ শায়খ যুলফিকার আহমদ নকশবন্দী
https://t.me/islaMic_fdf/3481


হয়তো টেলিগ্রাম চ্যানেল থেকে যাবে!
থাকবো না আমি! আজ না হয় কাল।


পথের সন্ধানে.pdf
67.6Мб
১৭৪৯/ পথের সন্ধানে
✍️ মাওলানা আব্দুল মালেক দা: বা:
https://t.me/islaMic_fdf/3479

( সংগৃহীত)


কাগজের দাম মনে হয় কমেছে!
যেখানে ৪৫% এর উপর যেত না সর্বোচ্চ ৫০% দিত এখন ৬০% ছাড়ে প্রচারণা!


এভাবে পড়ুন .pdf
32.5Мб
১৭৪৮/ এভাবে পড়ুন ( ফলপ্রসূ অধ্যয়নের কিছু নীতি ও নমুনা)
✍️ আবূ আব্দুল্লাহ মুহাম্মদ মোস্তফা
https://t.me/islaMic_fdf/3477

( সংগৃহীত)




মুশাজারাতে_সাহাবা_ইমরান_রাইহান_HQ.pdf
72.2Мб
১৭৪৭/ মুশাজারাতে সাহাবা
✍️ মাওলানা ইমরান রাইহান
https://t.me/islaMic_fdf/3475

১৬১০/ ফাতওয়ায়ে জামেয়া ❝মুশাজারাতে সাহাবা❞ অংশ
✍ মুফতী ফজলুল হক আমিনী (রহ:)
https://t.me/islaMic_fdf/2922

( সংগৃহীত)



Показано 20 последних публикаций.