১৯৪৭ সালে ডারতদা রাগ করেছিলো অখণ্ড ডারত খন্ড হয়ে যাচ্ছে বলে। কিন্তু ১৯৭১ সালে ডারতদা খুশি ছিলো কারণ নড়বড়ে স্বাধীন রাষ্ট্রকে বউ বানাতে পারবে বলে। ৭১ সালে ভূখন্ডের মুক্তি হলেও গণমানুষের মুক্তি হয়নি। এক জুলুম থেকে আরেক জুলুমে তারা প্রবেশ করে। একারণে আমার ৭১ সালে সত্যিকারের স্বাধীনতা পাইনি। ২০২৪ সালেও ডারতদা রাগ করেছে কারণ তার কর্তৃত্ব সে হারিয়ে ফেলতে বসছিলো। কিন্তু কতিপয় বেইমানের কারণে ছব্বিশও আমাদের হাতছাড়া হয়ে গেলো। এই দুঃখ ভুলবো কি করে? আমাদের পরের প্রজন্মের কাছে কি জবাব দিবো?