রাহাত ফতেহ আলী খান আমেরিকায় প্রোগ্রাম করলে নেন ৭০ হাজার ডলার আর নিজের দেশ পাকিস্তানে করলে নেন ৩০-৪০ লাখ টাকা। আর বাংলাদেশের প্রোগ্রামে ওনার পিছনে খরচ হবে ৪ কোটি থাকা। তাও ১/২ দিনের প্রোগ্রামের জন্য।
এদিকে অনেক আহত ভাইয়েরা হাসপাতালে চিকিৎসার টাকা পাচ্ছে না। পাশাপাশি অন্যদের কথা তো বাদই দিলাম। আমাদের উপদেষ্টাগুলো হয়তো একদিন ঠিকই খা সি না হয়ে উঠবে। সেদিন দুঃখী কন্ঠে আমাদের কান্না করা ছাড়া আর উপায় থাকবে না। কেউ কোটি কোটি টাকা দিয়ে তার বাপের মূর্তি বানাতো আবার কেউ কেউ মজ-মাস্তি নামক মূর্তির পিছনে টাকা খরচ করা শুরু করেছে।
এদিকে অনেক আহত ভাইয়েরা হাসপাতালে চিকিৎসার টাকা পাচ্ছে না। পাশাপাশি অন্যদের কথা তো বাদই দিলাম। আমাদের উপদেষ্টাগুলো হয়তো একদিন ঠিকই খা সি না হয়ে উঠবে। সেদিন দুঃখী কন্ঠে আমাদের কান্না করা ছাড়া আর উপায় থাকবে না। কেউ কোটি কোটি টাকা দিয়ে তার বাপের মূর্তি বানাতো আবার কেউ কেউ মজ-মাস্তি নামক মূর্তির পিছনে টাকা খরচ করা শুরু করেছে।