বিএনপি দেখি আসলেই অশিক্ষিত ফকিন্নিদের পার্টি XD
কালবেলা অগো পত্রিকা নাকি জানি না, এরা নিউজ করসে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে বাংলাদেশে দ্রুত ইলেকশনের ব্যাপারে মোশন পাস করার যেই কথা বলে - এইটার পদে পদে ভুল আর মিথ্যা।
১। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এইটা নিয়ে কোনও কথাই হয় নাই, এক নিউ সাউথ ওয়েলসের এমপি স্পিচ দিসে প্রাদেশিক অধিবেশনে।
https://www.instagram.com/reel/DHpUoH1TeiV/২। কোনও তিন দলের সম্মতিতে বিল পাশ হয় নাই। অস্ট্রেলিয়া তাদের পার্লামেন্টে পাশ হওয়া সব বিল এই ওয়েবসাইটে দিয়ে দেয়
https://www.aph.gov.au/Parliamentary_Business/Bills_Legislation/Bills_Lists?ps=10&st=1&sr=1 ৩। নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্টে যে স্পিচ দিসে, ঐখানেও কোনও বিল পাশ হয় নাই
https://www.parliament.nsw.gov.au/search/Pages/bill-results.aspx?k=bangladesh ৪। এবিগেইল বয়েড, যেই এমপি এই স্পিচ দিসে, তার পক্ষ থেকে নির্বাচনের দাবি দাওয়া সংক্রান্ত একটা লিস্ট দেওয়া হইসে। সমস্যাঃ এই লিস্ট সে পাবলিশ করসিল হাসিনার শাসনামলে
https://www.abigailboyd.org/bangladesh_need_legitimate_and_democratic_electionsআবার এই নিউজের সোর্স কালবেলার রিপোর্ট অনুযায়ী
>"বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন"
ডিএনএ ফকিরের দেখি এগুলার, শিক্ষা ঢুকার জায়গাও নাই 🤣
কালবেলার রিপোর্টঃ
https://www.kalbela.com/probash/175677বেনপির পোস্টঃ
https://www.facebook.com/photo?fbid=1230844455071148&set=a.471528654336069