Cyber Community


Kanal geosi va tili: Hindiston, Bengalcha


Cyber Terrorism Counter Nation Cyber Community .
We know many things that you can not even think.
we stay with your help-

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Bengalcha
Statistika
Postlar filtri


রাসুলের সম্মানের প্রশ্নে আপোষ নেই। শাতিমে রাসুলের বেচে থাকার কোন অধিকার নেই।

ফিদাকা আবি ও উম্মি ইয়া, রাসুলুল্লাহ!


শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি ১৯৫২-এর ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি রাষ্ট্র ভাষার মর্যাদা এবং স্বাধীনতা অর্জনের সাহস

সকলকে বিশ্ব মাতৃভাষা দিবসের শুভেচ্ছা


প্রতিবাদ গড়ে তুলুন
ব্লাসফেমী আইন পাস না হওয়া পর্যন্ত প্রতিবাদ থামাবেন না ❤️👍


নারীরা আসলে সব রুপপেই সেরা
হোক না মা বা বোন অথবা স্ত্রী।


আজকে কুয়েটে।
না এটা মুভির দৃশ্য না, রিয়েল ঘটনা।

অলরেডি ৫০ এর উপরে হসপিটালে।


তাদের ভিতরে কি অপরাধবোধ জাগ্রত হয়েছে?
তারা কি অপরাধী?
তাদেরকে জেলে রাখা হচ্ছে নাকি নিরাপত্তা দেওয়া হচ্ছে?
নেত্রীর ভাষায় বলতে চাই ... তাদের অপরাধটা কি?


যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমন্বয়ক আপুর জন্য


উসকে দেয়া হচ্ছে , এরা সব ফ্যাসিস্টদের প্রেতাত্মা , ঘুরে ফিরে ইসলামফোবিক।


আজ বাংলাদেশের প্রথম সেনাপ্রধান,
এবং মুক্তিযুদ্ধের অন‍্যতম নায়ক
পাপা টাইগার M.A.G OSMANI এর ৪১ তম মৃত্যুবার্ষিকি,

তার প্রতি শ্রদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের সময়েও কখনো বিদেশি আধিপত্যের সামনে মাথা নত করেন নি,
৭১ এর পরেও স্বৈরাচারীর সামনেও করেননি ❤


বাংলাদেশে থেকেও কেমন জানি উন্নত রাস্ট্রনেতার আবাস পাচ্ছি।


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
সাধারণ জনগণ
অবৈধভাবে ঢুকা বিএসএফ সৈন‍্যদের পিটিয়ে
বের করে দিয়েছে ⚡


১৫ ই ফেব্রুয়ারি ১৯৪৮

এমন একটি রেজিমেন্টের সূচনা হয়, যারা একটি দেশকে শত্রুর হাতে পতন হওয়া থেকে বাঁচিয়েছে, বিপ্লবে ভুমিকা রেখেছে এবং বিপ্লব এনেছে।
এমন এক রেজিমেন্ট যেখান থেকে উঠে এসেছে শত শত কিংবদন্তি।
যাদের শুধু শেখানো হয়েছে যুদ্ধ জয় করা এবং তারাও কখনো যুদ্ধে পরাজিত হয়নি।

১৯৬৫ এবং ১৯৭১ এর কিংবদন্তি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ⚡

ইস্ট বেঙ্গলের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং
বর্তমান সৈনিক অফিসারদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৭তম প্রতিষ্টা বার্ষিকি এর শুভেচ্ছা ❤


গল্পের কমেন্টে অণুগল্প 😁


এই রাতে আওয়ামী লীগ দোয়া করলে তার গুনাহ ক্ববুল হয় লিখতে চেয়েছিলো সম্ভবত!😆


মাশাল্লাহ কত বড় মাপের পীর সাপ সরাসরি শুটিং থেকে হাতাহাতি তুক্কু এতায়াতি ( সাদ পন্থী) ইজতিমায় হাজির


মেলায় ফেরাউন!


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
অবশেষে ভারতীয় মিডিয়া ডেভিল হাসিনাকে খেয়ে দিলো.....




আজ মুদি যখন ট্রাম্পের সাথে দেখা করতে গেসে বাংলাদেশ ইস্যু নিয়ে ঠিক তখন ইউনুস সরকার আন্তর্জাতিক মিডিয়া নিয়া আয়নাঘর পরিদর্শনে।

সবচেয়ে বড় খেলাটা খেলে দিসে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভুলকার তুর্ক কে দিয়ে। ঠিক আজকেই জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ। এসব কোনো কো-ইন্সিডেন্স না। এসব হইতেসে একজন চা ওয়ালা আর নোবেলওয়ালার মধ্যে বেসিক পার্থক্য।


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
শহীদ মীর কাসেম আলির শেষ ভিডিও,
যা তার ফাঁসির রায়ের পর রেকর্ড করা হয়েছিলো,

হ‍্যা এমনই ঈমানদিপ্ত ছিলো তাদের বক্তব‍্য তারা গত ১৬ বছর খুনি হাসিনা এবং ভারতের বিরুদ্ধে নীরব যুদ্ধ করেছিলেন।
বুঝাই যায় ভারত সবচেয়ে বেশি ভয় পায় তাওহিদবাদি বাংলাদেশিদের, এবং তাদেরই হাসিনা ধরতো, যাদের মধ্যেই থাকতো ঈমান তাদেরই তারা থ্রেট মনে করতো!!! কেননা মুসলিমদের সবচেয়ে বেসিক প্রিন্সিপাল হলো এক আল্লাহ্ এর গোলামি করা।

তবে ১৬ বছরের এই নীরব যুদ্ধে আল্লাহ্ বাংলাদেশকে বিজয় দান করেছেন, তবে এই বিজয়কে ব‍্যর্থ করতে মাঠে নেমেছে ভারতের আরেক দল❗❗

20 ta oxirgi post ko‘rsatilgan.