ILMAN NAFIYA


Kanal geosi va tili: Hindiston, Bengalcha
Toifa: Din


রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Bengalcha
Toifa
Din
Statistika
Postlar filtri


এক পশলা সীরাত
পর্ব — ২
.
নবীজি সা.-এর চার মেয়ে তিন ছেলে ছিল।
যায়নাব। রুকাইয়া। ফাতিমা। উম্মে কুলসুম রা.।
কাসেম। আবদুল্লাহ। ইবরাহীম।
ইবরাহীম ছাড়া সবাই খাদীজা রা.-এর গর্ভের সন্তান।
ইবরাহীম ছিলেন মারিয়া কিবতিয়া রা.-এর গর্ভের। 
একমাত্র ফাতিমা ছাড়া সবাই নবীজির জীবদ্দশাতেই ইন্তেকাল করেছিলেন।
-
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

🖋️ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.


এক পশলা সীরাত
পর্ব — ১
.
জন্ম:
-রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্ম সোমবার। (এই দিন সম্পর্কে মতানৈক্য রয়েছে)
-তারিখ ৯ই রবিউল আউয়াল।
-হস্তিবর্ষ-১ (হস্তিবাহিনির আক্রমনের ৫০ দিন পর)
-মোতাবেক ২২ শে এপ্রিল, ৫৭১ খৃষ্টাব্দ,
-১লা জৈষ্ঠ, ৬২৮বিক্রামাব্দ সুবহে সাদেক (সূর্যোদয়ের আগে।
-সর্বাধিক প্রসিদ্ধ মতানুসারে ১২ই রবিউল আউয়াল।
.
নামকরণ:
দাদাজান আবদুল মুত্তালিব, তার নাম রাখেন মুহাম্মাদ। প্রশংসিত।
.
দুগ্ধপান:
-জন্মের পর সর্বপ্রথম মা জননী আমেনার দুধ পান করেন।
-২ বা ৩ দিন পর, কয়েকদিন আবু লাহাবের কৃতদাসী সুয়াইবার দুধ পান করেন।
-তারপর দুধমা হালীমা সা‘দিয়ার দুধ পান করেন। স্বাভাবিকভাবে দুধ খাওয়ার পুরো সময়টা তিনি  হালিমা সা‘দিয়া (রা.)-এর বাড়ীতেই কাটান। দুধমা’র কাছে দুধ খাওয়ার মেয়াদ শুরু : ৪ মাস বয়সে। তার কাছে থাকেন ছয় বছর পর্যন্ত।

🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.


ভালো কিছু করি — ৪

| সুবহানাল্লাহ |
.
বিস্ময়কর কোন কথা শুনলে, সুবহানাল্লাহ বলব।
আশ্চর্যজনক কোন ঘটনা শুনলে, সুবহানাল্লাহ বলব।
সুন্দর কিছু দেখলে, সুবহানাল্লাহ বলব।
ভালো কোনো দৃশ্য দেখলে, সুবহানাল্লাহ বলব।
উপর থেকে নিচে নামার সময়, সুবহানাল্লাহ বলব।
.
সুবহানাল্লাহ মানে,
আল্লাহ তাআলা পবিত্র
আল্লাহ তাআলা সব ধরনের দোষত্রুটিমুক্ত
.
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকার বেইট লাহিয়ার কেন্দ্রে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোন ক্ষমতা নেই।

_সুরা নাহল: ৯৯


জানতে পেরেছি, আখেরাতের পথ বড়ই নির্জন। একাকীত্ব কাটাতে কুরআন হিফজ করে নিয়েছি

—হাসান বসরী রহ.


হামাস -  ইসরায়েল দ্বৈরথ - ৪
শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.




ভালো কিছু করি — ৩

| আলহামদুলিল্লাহ |
.
আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, কেমন আছো?
আমি উত্তরে বলব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন।

আলহামদুলিল্লাহ মানে, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি যে অবস্থাতেই থাকি, সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করবো। এটাই আল্লাহর ইবাদত।

অতীতের কোন কাজের কথা বলার পর,
আলহামদুলিল্লাহ বলব।

নিজের কোনো অর্জনের কথা বলে,
আলহামদুলিল্লাহ বলব।

নিজের কোনো যোগ্যতা বা কৃতিত্বের কথা বলে, আলহামদুলিল্লাহ বলব।

ভালো কিছু করতে পারলে,
আলহামদুলিল্লাহ বলব।

ভালো কিছু পেলে,
আলহামদুলিল্লাহ বলব।
.
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)




ভালো কিছু করি — ২

| আসসালামু আলাইকুম |

ছোট বড় সবাইকে সালাম দিবো। আগে সালাম দিবো অন্যের অপেক্ষা না করে নিজেই সালাম দিবো।

পুরো সালাম স্পষ্টভাবে উচ্চারণ করবো:
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সালামের শুরুতে 'আস' ও শেষে 'কুম' সবচেয়ে বেশি স্পষ্ট করবো, ইন শা আল্লাহ।

সালামে অর্থ:
আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনার উপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

কেউ আমাকে সালাম দিলে স্পষ্ট উচ্চারণে জবাব দিবো: ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

সালাম দিতে লজ্জা পাবো না। সালামের উত্তর দিতেও লজ্জাবোধ করবো না। ইন শা আল্লাহ।

🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)




ভালো কিছু করি — ১

বিসমিল্লাহ
.
যে কোন ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহ মানে, আল্লাহর নামে শুরু করছি। পানি পান করছি, বিসমিল্লাহ পড়ব। খাবার মুখে দিচ্ছি, বিসমিল্লাহ পড়ব। ক্লাসের পড়া শুরু করছি, বিসমিল্লাহ পড়ব। হাতের লেখা শুরু করছি, বিসমিল্লাহ পড়ব। বাড়ির কাজ শুরু করছি, বিসমিল্লাহ পড়ব। স্যার পড়া ধরেছেন, পড়া বলার আগে বিসমিল্লাহ পড়ব। ক্লাসে বসছি, বিসমিল্লাহ পড়ব। স্কুল ছুটির পর বাড়ি ফিরছি, বিসমিল্লাহ পড়ব। তাহলে আল্লাহ তাআলা আমার কাজে বরকত দান করবেন। বরকত মানে? কল্যাণ।

🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
🚨 ভিডিও : জাবালিয়া ক্যাম্পের পূর্ব ও পশ্চিমে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। সেদিন তাদেরকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নেয়া হবে। (বলা হবে) জাহান্নামের ছোঁয়া আস্বাদন কর।

_আল-কামার: ৪৭-৪৮


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
🚨 ভিডিও : আনসার ব্রিগেড কর্তৃক একজন জায়োনিস্ট সৈন্যকে স্নাইপ করার ফুটেজ


🗓️ আইয়ামে বীজ রিমাইন্ডার - নভেম্বর, ২০২৪

🔹🔹 জুমাদাল উলা, ১৪৪৬ হিজরী🔹🔹

১৩ই জুমাদাল উলা - ১৬ নভেম্বর - শনিবার
১৪ই জুমাদাল উলা - ১৭ নভেম্বর - রবিবার
১৫ই জুমাদাল উলা - ১৮ নভেম্বর - সোমবার

আব্দুল্লাহ ইবনে আ’মর ইবনে আ’স রাদিআল্লাহু আ’নহু হতে বর্ণিত : রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন , সারা বছর ধরে সিয়াম পালনের সমান।
[বুখারীঃ ১১৫৯, ১৯৭৫]


দুয়া কুনুত পড়ার সময় একটা বাক্য আছে "ওয়ালা নাকফুরুকা" যার মোটামুটি অর্থ এবং আমরা কু ফ রি করিনা।

এখানে ওয়ালা শব্দের লা এর পর ন্যুনতম এক আলিফ টান দিতে হবে। না দিলে অর্থ ভয়ংকর রকম বিকৃত হয়ে যাবে। টান না দেওয়ায় অর্থ হবে- অবশ্যই আমরা কু ফ রি করি।

বিভিন্ন দুয়া পড়ার সময় এজন্য বিশুদ্ধ উচ্চারণে পড়া জরুরি।

🖊️ ইশতিয়াক আহমেদ তুষার


নুহের মতো হবো। বৃষ্টি হবে কি না, লোকজন কী বলল, সেদিকে ভ্রূক্ষেপ না করে, খটখটে শুকনো মৌসুমেও নিবিষ্টচিত্তে নৌযান বানিয়ে যাবো।

• আতিক উল্লাহ্ (হাফি.)


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
একবারে হয়নি, দুই বারে হয়নি, তিনবারেও হয়নি!

আমার এখন কী করণীয়? হাত-পা গুটিয়ে বসে থাকব? আমি পারব না, এই বলে গুমরে গুমরে কাঁদতে থাকব?
.
হতাশা একটি মানসিক রোগ!
কই পশুপাখির মধ্যে তো হতাশা নেই! কয়েকবার চেষ্টা করেও হল না, ব্যস, অমনি মনে মনে ভেবে বসি, আমাকে দিয়ে হবে না। আমি পারব না। কী আশ্চর্য! আমার চিন্তার গড়নটা এমন কেন হল?

দুয়েকবার না পারলেই চিরতরে পারব না, এই ভুল চিন্তা আমার মাথায় কে ঢোকাল? এই রোগের ভাইরাস কোত্থেকে এল? বড়জোড় এটা হতে পারে, আমার কর্মপদ্ধতিতে ভুল হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখব।
.
হতাশা, নৈরাশ্য ‍কুফরি। আমার রব আছেন। সুতরাং আমার অফুরন্ত আশা আছে। এবং সেই আশা বাস্তবায়নের ক্ষমতাও আমার রবের আছে। তাহলে হতাশাটা আসে কোন পথ ধরে?

নিশ্চয়ই কুফরের পথ ধরে? নিশ্চয়ই রাব্বে কারীমের প্রতি আস্থার কমতির পথ ধরে? তিনি বলেছেন,

একমাত্র কাফিররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় (ইউসুফ ৮৭)।


✍️ উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

20 ta oxirgi post ko‘rsatilgan.