একবারে হয়নি, দুই বারে হয়নি, তিনবারেও হয়নি!আমার এখন কী করণীয়? হাত-পা গুটিয়ে বসে থাকব? আমি পারব না, এই বলে গুমরে গুমরে কাঁদতে থাকব?
.
হতাশা একটি মানসিক রোগ! কই পশুপাখির মধ্যে তো হতাশা নেই! কয়েকবার চেষ্টা করেও হল না, ব্যস, অমনি মনে মনে ভেবে বসি, আমাকে দিয়ে হবে না। আমি পারব না। কী আশ্চর্য! আমার চিন্তার গড়নটা এমন কেন হল?
দুয়েকবার না পারলেই চিরতরে পারব না, এই ভুল চিন্তা আমার মাথায় কে ঢোকাল? এই রোগের ভাইরাস কোত্থেকে এল? বড়জোড় এটা হতে পারে, আমার কর্মপদ্ধতিতে ভুল হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখব।
.
হতাশা, নৈরাশ্য কুফরি। আমার রব আছেন। সুতরাং আমার অফুরন্ত আশা আছে। এবং সেই আশা বাস্তবায়নের ক্ষমতাও আমার রবের আছে। তাহলে হতাশাটা আসে কোন পথ ধরে?
নিশ্চয়ই কুফরের পথ ধরে? নিশ্চয়ই রাব্বে কারীমের প্রতি আস্থার কমতির পথ ধরে? তিনি বলেছেন,
একমাত্র কাফিররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় (ইউসুফ ৮৭)।
✍️ উস্তায আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ