কারো কারো ধারণা উলামারা দুনিয়াবি বিষয়গুলো, ঘটনাগুলো বুঝেন না। ভালো কথা। এই রকম ধারণা যারা রাখেন, তাদেরকে আমন্ত্রণ দেয়া থাকলো, আলেম হওয়ার প্রক্রিয়া পার করার। অবশ্য তার আগে তারা যেন প্রক্রিয়াটি কী জেনে নেন। নাহলে আলেম হওয়ার চেষ্টায় কেউ কেউ আবার ঘাস খাওয়া শুরু করতে পারেন। কারণ বেশিরভাগের তো এটাই ধারণা- ঘাস খেলেই উলামা হওয়া যায়, পড়ালেখা লাগে না। যাই হোক, দুনিয়ার ঘটনা বুঝার তাবৎ জ্ঞান(!) তো সেসব মানুষের আগে থেকেই আছে। সাথে আলেম হয়ে গেলেই পারেন সম্পূর্ণ প্রক্রিয়া পার হয়ে। তাহলে "আলেমরা তো আসলে বুঝতে পারেন না" সমস্যার একটা সমাধান হয়।
আপনি আলেম হবেন না, দ্বীনের বিষয়ে ভালো করে জানবেন না, কিছু বিষয়ে আলেম বুঝেন আর কিছু বিষয়ে আপনিই বেস্ট বুঝেন ভাববেন, আবার পুরাপুরি দুনিয়া মুখিও হবেন না। আপনার তো পুরাই "বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভুত" অবস্থা!
নিজের যা মনে চায় সেটাকে সঠিক দেখাতে কেউ কেউ উলামাদের "দালাল", "বুঝে না", "জানে না", বলে কত কথা শুনিয়ে দেয়। যেই প্রক্রিয়া পার করার যোগ্যতা নিজেদের নাই, দুই চারটা কোর্স/ডিপ্লোমা করে আর একটু লিখতে শিখে ভাবেন সেই প্রক্রিয়া পার হওয়া আলেমদের যা ইচ্ছা বলা যায়। বলতে থাকুন। শুধু গীবতের বোঝা বইতে হবে তা না, আলেমদের কথা না শোনার কারণে অজ্ঞতার বোঝাও বইতে হবে। সেই সাথে বইতে হবে না জেনে কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করার বোঝা।
নিজের আখিরাত কিসে নিরাপদ সেটাই বুঝতে পারছেন না। ওদিকে আলেমদের আজীবনের অধ্যবসায়কে "উনারা এসব বুঝেন না" বলে উড়িয়ে দিচ্ছেন। আচ্ছা পাগল তো!
আপনি আলেম হবেন না, দ্বীনের বিষয়ে ভালো করে জানবেন না, কিছু বিষয়ে আলেম বুঝেন আর কিছু বিষয়ে আপনিই বেস্ট বুঝেন ভাববেন, আবার পুরাপুরি দুনিয়া মুখিও হবেন না। আপনার তো পুরাই "বিদঘুটে জানোয়ার কিমাকার কিম্ভুত" অবস্থা!
নিজের যা মনে চায় সেটাকে সঠিক দেখাতে কেউ কেউ উলামাদের "দালাল", "বুঝে না", "জানে না", বলে কত কথা শুনিয়ে দেয়। যেই প্রক্রিয়া পার করার যোগ্যতা নিজেদের নাই, দুই চারটা কোর্স/ডিপ্লোমা করে আর একটু লিখতে শিখে ভাবেন সেই প্রক্রিয়া পার হওয়া আলেমদের যা ইচ্ছা বলা যায়। বলতে থাকুন। শুধু গীবতের বোঝা বইতে হবে তা না, আলেমদের কথা না শোনার কারণে অজ্ঞতার বোঝাও বইতে হবে। সেই সাথে বইতে হবে না জেনে কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করার বোঝা।
নিজের আখিরাত কিসে নিরাপদ সেটাই বুঝতে পারছেন না। ওদিকে আলেমদের আজীবনের অধ্যবসায়কে "উনারা এসব বুঝেন না" বলে উড়িয়ে দিচ্ছেন। আচ্ছা পাগল তো!