মুসলিম হিসেবে আমাদের কাছে প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। প্রতিটা দিন নিজেকে উন্নত করার সুযোগ। আর প্রতি বছর ঘুরে আসে এরকম উৎসব আমাদের শুধু দুইটা- দুই ঈদ। এর বাইরে যা কিছু ঘুরে ঘুরে আসছে, বছরের শুরু, জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুদিবস, সব মূল্যহীন। এসব করার মাঝে কাফিরদের অনুসরণ ও আছে। আর করার সময় যেই গুনাহ গুলো হয় সেসব তো আছেই।(এই অনুষ্ঠান গুলো করা হারাম)
"পালন করি না শুধু উইশ করি":
কোনো কিছুতে "উইশ" করা মানে সেটা সমর্থন করা। আর "উইশ" করা মানে কী?
এগুলো শুধু কথার কথা না যা কেউ বলে চলে যায়। এগুলো কোনো বিশেষ দিন/কালচার কে বৈধতা দেয়। সেই আইডিয়াকে সমর্থন করে। যেই আইডিয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সেই কালচার যার উৎপত্তি অন্য ধর্ম। (তাই এসবে উইশ করাও হারাম)
মানুষ মাইন্ড করবে:
করুক। কিয়ামতের দিন তো মা পর্যন্ত বাচ্চাকে দেখবে না। এরা কেউ সেদিন কোনো কাজে আসবে না। তাহলে শুধু শুধু তাদের "মাইন্ড" ভেবে আখিরাতের ক্ষতি কেন করবো?
অন্যভাবে ভাবুন:
নতুন বছর শুরু হলে কী হয়? কিছুই হয়না। জীবনের একটা দিন মাত্র। যা আসে আর দ্রুত শেষ হয়ে যায়। এত দ্রুত, যে কবে গত বছর শেষ হয়ে এই বছর এসেছিল, আর শেষ ও হয়ে গেল মনে পড়ছে না। এভাবে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে, যেই জীবনের সৃষ্টি হয়েছিল শুধু আল্লাহর ইবাদত করার জন্য। গুনাহের কাজে, ভুল কাজে, কাফিরদের অনুসরণে, হারাম কাজে কাটানোর মত সময় আমাদের সত্যিই নেই। সময় সুযোগ থাকতেই আমরা যেন সেকথা বুঝতে পারি।
"পালন করি না শুধু উইশ করি":
কোনো কিছুতে "উইশ" করা মানে সেটা সমর্থন করা। আর "উইশ" করা মানে কী?
এগুলো শুধু কথার কথা না যা কেউ বলে চলে যায়। এগুলো কোনো বিশেষ দিন/কালচার কে বৈধতা দেয়। সেই আইডিয়াকে সমর্থন করে। যেই আইডিয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সেই কালচার যার উৎপত্তি অন্য ধর্ম। (তাই এসবে উইশ করাও হারাম)
মানুষ মাইন্ড করবে:
করুক। কিয়ামতের দিন তো মা পর্যন্ত বাচ্চাকে দেখবে না। এরা কেউ সেদিন কোনো কাজে আসবে না। তাহলে শুধু শুধু তাদের "মাইন্ড" ভেবে আখিরাতের ক্ষতি কেন করবো?
অন্যভাবে ভাবুন:
নতুন বছর শুরু হলে কী হয়? কিছুই হয়না। জীবনের একটা দিন মাত্র। যা আসে আর দ্রুত শেষ হয়ে যায়। এত দ্রুত, যে কবে গত বছর শেষ হয়ে এই বছর এসেছিল, আর শেষ ও হয়ে গেল মনে পড়ছে না। এভাবে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে, যেই জীবনের সৃষ্টি হয়েছিল শুধু আল্লাহর ইবাদত করার জন্য। গুনাহের কাজে, ভুল কাজে, কাফিরদের অনুসরণে, হারাম কাজে কাটানোর মত সময় আমাদের সত্যিই নেই। সময় সুযোগ থাকতেই আমরা যেন সেকথা বুঝতে পারি।