এই গণঅভ্যুত্থানে কত বাবা-মা তার প্রিয় সন্তানকে হারিয়েছেন, কত বোন তার আদরের ভাইকে হারিয়েছেন, কত বন্ধু তার সহপাঠীকে হারিয়েছেন। চিন্তা করেন দেড় হাজার মানুষ জাস্ট কয়েকদিনে নাই হয়ে গেছে। যখন উনাদের স্বজনদের এই অশ্রুসজল এমন করুণ-কাতর মুখাবয়ব দেখি তখন আর নিজেদের ধরে রাখতে পারিনা। আমরা আমাদের অসহায়ত্ব নিয়ে এই স্মৃতিচারণগুলো নীরবে দেখে যাওয়া ছাড়া আসলে কোনকিছু করার সাধ্যও নেই। মানুষ চলে গেলে যে আর ফিরেয়ে আনা যায়না...!
কি দোষ ছিল আমাদের এই শিক্ষার্থী বন্ধুদের? কেন তাদের উপর ভারতীয় মদদপুষ্ঠ খুনি হাসিনার দোসরেরা এমন নিষ্ঠুর আচরণ করলো!
কি দোষ ছিল আমাদের এই শিক্ষার্থী বন্ধুদের? কেন তাদের উপর ভারতীয় মদদপুষ্ঠ খুনি হাসিনার দোসরেরা এমন নিষ্ঠুর আচরণ করলো!