লাখো বিপ্লবীদের ইমাম, জালিমের সামনে এমন শিরদাঁড়া উঁচিয়ে রাখা দুঃসাহসী বীর শতাব্দীতে একজন আসে। ভারতীয় আধিপত্যাবাদীদের সামনে জীবনের শেষতক পর্যন্ত এভাবে মাথা উচু করে ছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগের আগপর্যন্ত এদেশের মানুষকে মুক্তির প্রেরণা জুগিয়েছিলেন। এদেশের তাওহীদবাদীদের প্রতিটি হৃদয়ে বিপ্লবের বীজ বপন করেছিলেন তিনি।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী এদেশের ভারতীয় তাবেদারদের দ্বারা অন্যায়ভাবে তাকে দেওয়া ফাঁসি ঠেকিয়ে দিয়েছিল শত-শত বাংলাদেশী নিজেদের জীবন দিয়ে, বুকের রক্ত ঢেলে দিয়ে। উনার মৃত্যুর পরে শত্রুরাও গণহারে উনার প্রতি সম্মান ও ভালবাসা প্রকাশ করতে গিয়ে নিজেদের লোভনীয় "দলীয় পদ" ত্যাগ করতেও দ্বিধা করেনি।
আমাদের দেশের ধর্মপ্রাণ তরুণ প্রজন্মের একটা বড় অংশেরই সারাজীবন দুঃখ থেকে যাবে উনাকে সামনাসামনি কোন মাহফিলে না দেখার। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তরা নিজেদের ফেসবুক টাইমলাইনে আল্লামা সাঈদীর একাধিক বক্তব্য শেয়ার করে উনার সাথে যে তাদের আত্মিক সম্পর্ক ছিল সেটার জানান দিয়ে গেছেন।
#WeAreAllamaSayedee
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী এদেশের ভারতীয় তাবেদারদের দ্বারা অন্যায়ভাবে তাকে দেওয়া ফাঁসি ঠেকিয়ে দিয়েছিল শত-শত বাংলাদেশী নিজেদের জীবন দিয়ে, বুকের রক্ত ঢেলে দিয়ে। উনার মৃত্যুর পরে শত্রুরাও গণহারে উনার প্রতি সম্মান ও ভালবাসা প্রকাশ করতে গিয়ে নিজেদের লোভনীয় "দলীয় পদ" ত্যাগ করতেও দ্বিধা করেনি।
আমাদের দেশের ধর্মপ্রাণ তরুণ প্রজন্মের একটা বড় অংশেরই সারাজীবন দুঃখ থেকে যাবে উনাকে সামনাসামনি কোন মাহফিলে না দেখার। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তরা নিজেদের ফেসবুক টাইমলাইনে আল্লামা সাঈদীর একাধিক বক্তব্য শেয়ার করে উনার সাথে যে তাদের আত্মিক সম্পর্ক ছিল সেটার জানান দিয়ে গেছেন।
#WeAreAllamaSayedee