🌸 সৃজনমহল 🌸


Гео и язык канала: Индия, Бенгальский
Категория: Искусство


✨🪄Sharing & Caring Creativity🪄✨
🌼 Reflection of @AddaMahol🌼
*This group is closed for temporary But
You can still publish via @SrijanMahol_bot
🖼️🎨🖌️🎸🎷🎤🎭📹📸✒️📖📜
#poem #drawing #story #handcraft #photography #art #song #shayeri

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Бенгальский
Категория
Искусство
Статистика
Фильтр публикаций


🎖️শিল্পে : সৌগত নাগ

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Sculpture Sketch
#Art


ওহে তারে যেতে দিও। সে যদি ফিরে আসে তখন না হয় যত্ন করো।।

তারে মায়ার জালে জড়িয়ে রাখলে:

তুমি কষ্ট পাবে আরো;

তাই পারলে তারে একটু সময় দিয়ে দেখো?

আজ না হোক কাল না হোক ফিরে আসার অপেক্ষা করো।।

তারপর যদি সে ফিরে আসে দুহাত দিয়ে তারে জড়িয়ে ধরো: মায়ার জালে নিজেকে না জড়িয়ে বন্ধু তারে যেতে দিয়ো;

সে যদি ফিরে আসে তখন না হয় তার যত্ন করো।।


📝কলমে : শৌভিক দা✨

🌼🌼🌼🌼🌼
🌼🌼🌼
#poem


আমাদের নববর্ষ ❤


"পয়লা বৈশাখ " বা " নববর্ষ " প্রত্যেকটি বাঙালির আবেগ, ভালোবাসা, ঐতিহ্য রয়েছে অনেকটা জুড়ে। নববর্ষ মানে ' নতুনের ছোঁয়া ', নববর্ষ মানে নতুন জামা, পাত পেড়ে খাওয়া, আর সন্ধ্যায় সেজে গুজে হালখাতা করতে যাওয়া। তবে আমার মতো অত্যন্ত সাধারণ একটি মেয়ের এই বিলাসিতা করার মত সামর্থ ছিলো না। প্রত্যেক নববর্ষ এর আগে দেখতাম মা আঁচলে চোখ মুছতে মুছতে সংসার খরচের টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে রাখা টাকাটা বাবার হাতে তুলে দিতেন আমার জন্য যাতে নতুন একটি জামা কিনে আনতে পারেন। অথচ বাবার শার্টটাও ছিড়ে গেছে, আর মায়ের কথা না হয় নাই বা বললাম....🍂। কিন্তু তবুও কষ্ট করে হলেও আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য ওনারা কি না করতেন, ওই জন্যই বলে " বাবা মায়ের মত কেউ কখনও ভালোবাসতে পারে না😌, তাঁদের মতো কেউ আগলে রাখতে পারে না❤।"

' আমি, বাবা, আর মা
আমাদের ছোট্ট সুখের সংসার!
আমার আমি বড্ড দামি
বাবা আমার হৃদপিণ্ড....
আর মা?
মা তো নিশ্বাস ।।'🍁

তাই কোন এক নববর্ষেই আমি প্রতিজ্ঞা করেছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করে আমার " ভালো থাকার" মানুষ দুটোকে ভালো রাখব। ভগবানও হয়তো আমাকে সহযোগীতা করতে চেয়েছিলেন, তাই আজ আমি 'প্রতিষ্ঠিত ' হতে পেরেছি। ওহ দাঁড়ান আমার পরিচয়টা আপনাদের দেই, দেখেছেন তো আপনাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছিলাম,- আমি বৃষ্টিস্নাতা সেন, বর্তমানে আমি একটি কর্পোরেট সেক্টরের কর্মরতা, আমার বাবা- বিলাস সেন, মা- রিতা সেন।

নববর্ষের সকাল-

মা, বাবা, এদিকে এসো প্লিজ, বাবা এসে বলল কি হয়েছে ' মা' ? আর এই ডাকটা শুনলেই মনে হয় আমি সবচেয়ে সুখী ব্যক্তি। মা ও এসে বলল কি হয়েছে বৃষ্টি? আমি মা বাবার হাতে দুটো ব্যাগ ধরিয়ে দিয়ে বললাম চটপট রেডি হয়ে নাও, আজ আমরা সারাদিন বাইরে কাটাবো। তখনি বাবা মা বলে উঠলেন আমরা কেন রে, তুই ঘুরে আয় তর বন্ধু দের সাথে।আমি বললাম তোমরা অনেক কষ্ট করেছ তবুও আমাকে কোন দিন বুঝতে দাওনি, যখন যা চেয়েছি সামর্থ অনুযায়ী আমার হাতের মুঠোয় এনে দিয়েছ। আমার কি ইচ্ছে করে না, তোমাদের সাথে আনন্দ করে সময় কাটতে? বলেই তাদের তাড়াতাড়ি রেডি হতে পাঠালাম, আর আমিও রেডি হয়ে এলাম। তারপর আমরা তিনজন মিলে প্রথমে গেলাম মন্দিরে, ঠাকুরের কাছে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। তারপর আমরা গেলাম এক আশ্রমের উদ্দেশ্যে, অবশ্য এই ভাবনাটা আমার বাবার 😌, বাবা চেয়েছিলেন ওই ছোট ছোট নিষ্পাপ শিশু গুলো ও দিদা দাদুদের সাথে আজকের আনন্দটা ভাগ করে নিতে, যাদের পরিবার থেকেও নেই। যাইহোক নববর্ষের দিনটা আমরা তাদের সাথে দুপুরে একসাথে খাবার খেয়ে হৈচৈ করে কাটালাম। ওই একটি নতুন জামা আর এই আনন্দ টা তাদের মুখের হাসি তেই বোঝা যাচ্ছিল যে, তারা কতটা খুশি হয়েছিলেন। আমরাও অনেক খুশি হয়েছিলাম, বাবারাই বোধহয় এমন করে ভাবতে পারেন😌❤। তারপর আমরা ওনাদের পা ছুঁয়ে প্রণাম করে, আসি বলে বেরিয়ে এলাম, সকলকে কথা দিয়ে এলাম আবার যাব বলে। বেরিয়ে দেখি হাল্কা হাল্কা হাওয়া দিচ্ছে, 🍂 মনোরম পরিবেশ। বাবা মাকে বললাম চল একটু হেঁটে যাই, ওনারাও হ্যাঁ বললেন। আমি দুজনের মাঝে দাঁড়িয়ে দুজনের হাত ধরলাম ছোটবেলার মতো, ওনারা দুজন আমার দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিলেন আর আমিও খিল খিল করে হেসে উঠলাম। আর সাথে মনোরম হাওয়া বইছে🍂, তখনই বাবা গলা ছেড়ে গেয়ে উঠলেন-

" এসো হে বৈশাখ
এসো এসো
তাপনিশ্বাসবায়ে মুমূর্ষু রে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।।"
আমি আর মা ও গলা মেলালাম বাবার সাথে।🌻😌


📝কলমে : তৃষুদি 🦋🌻✨

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌸
#shortstory


ধ্বংসপ্রায়

ধ্বংসস্তূপ থেকে প্রেম তুলে আনা যায় কি? যতবারই দেখি কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে সেই ধ্বংস দেখে প্রতিবারই প্রেম জেগে যায় মনে। এই প্রবণতার কোনো নাম নেই আমার কাছে। খালি জানি ধ্বংস হয়ে যাবার আগে প্রেম দিতে আমার ভালো লাগে। হয়ত নিষ্ঠুর কিছু শোনাচ্ছে কিন্তু এইটাই ভীষণ করি আমি। যা শেষ হয়ে যাবে তাকে বা তাদের ভালোবাসার ভীষণ কাঙাল মনে হয় আমার; ভাবি কেউ ভালোবাসেনি বলেই তারা শেষ হয়ে যাবে বা যাচ্ছে। যেই ধ্বংস তারা একদিনে হয়নি ; প্রতিটা মুহূর্ত জমিয়ে তারা যেই আজ সেই ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে: আমি মনকে বোঝাতে পারিনা ক্ষণিকের প্রবলতম প্রেমেও সেই অনিবার্য ধ্বংস এড়ানো যায় না। ধ্বংসপ্রায় এর প্রেমে ধ্বংস হওয়া বেশ মানায় আমায়; বেশ লাগে।


ভীষণ ভাবি কিছু গড়ব—
কোনোদিন ধ্বংসস্তূপ থেকে প্রাসাদ গড়ব,
ইমারত বানাবো, গিজার মতন উঁচু হবে সেই ইমারত , পামিরের মতন চওড়া...
তারপর ফিরে আসি দুনিয়ায়, মানুষের মতন ভাবনায়:
ভাঙা কিছুকেই জোড়া দেওয়া যায় না আবার তাই দিয়ে নতুন তৈরি?অসম্ভব!
অথচ এই অসম্ভবের প্রেমেই পড়া;আমার, বারবার।
ইতি
ইন্দিবর...


📝 কলমে:~
স্পন্দন রায় ✨


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


উঠেছে আজ এক পশলা ঝড়
নিস্তব্ধ চারিপাশ নড়ে উঠেছে প্রখর, সকাল থেকে চেয়ে আছি ঐ শিমুল র চূড়ায়
ক্ষনিক সময়ে আশা জাগিয়েছি বৃষ্টির ভাবনায়,
এরপর শুরু হবে মুষলধারে বৃষ্টি
তাই বুঝি এসব বিধাতার সৃষ্টি,
তখন আমি বসে এক নির্জন মাঠে
বসন্তের এ কেমন রূপ আজ এই পাড়ে..!?
ভালোবাসি তারে গ্ৰীষ্মের শুরুতে
শালিক জোড়া শুয়ে এই চিলেকোঠার মধ্যিখানে।।

📝 কলমে:~
কালবৈশাখী (দেবস্মিতা )


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


International Women's Day special কবিতা কোলাজ

🎙️কণ্ঠে :~ ফাল্গুনী ( Sristi )✨

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#recitation


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
ㅤㅤㅤ
গান : আকুল বিকুল ক্ষণে..
⭐কলমে ও কন্ঠে : ~
ㅤJyotishman Guha ( Dr. Kakashi )


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#SelfComposition #song


" ভালোবাসলে বই পড়ুয়াকে ভালোবাসুন, সে আপনাকে তার বইয়ের মত যত্ন করবে আগলে রাখবে। সে আপনাকে নিয়ে গল্পের চরিত্রের সাথে তুলনা করেই কল্পনাতেই সুখী থাকবে।সে সব মধুর স্মৃতি তার বইয়ের লুকনো ভাঁজে যত্ন করে রেখে দেবে। বই এর এক একটি পাতা যে ভাবে যত্ন নিয়ে উল্টোয়, ঠিক সেভাবেই আপনাদের সম্পর্কের পাতাও সে যত্ন নিয়েই উল্টবে 🍂। একজন বই পড়ুয়ার চাহিদা খুবই অল্প বা সীমিত, তাকে আপনি সহজেই একটি বই উপহার দিয়ে খুশি করতে পারবেন😌।"

ㅤㅤㅤ
📸চিত্রগ্রহণে : ~
বিশ্বজিৎ পাল (Harry দা)✨

📝 কলমে : তৃষুদি ✨


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


সামান্য উপহার :—

আজ তোমার জন্মদিন।
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামী উপহারটা,
তোমায় দেব বলে মনস্থির করলাম।

প্রথমে ঠিক করলাম,
সকালের স্নিগ্ধ রোদ্দুর দেব ।
যা তোমার জীবনকে আলোকিত করবে।
কিন্তু হঠাৎ খেয়াল এলো,
দিন ফুরালেই তো সে চলে যাবে।
তাই তাকে বাতিল করলাম,
উপহারের তালিকা থেকে।

কিচ্ছুক্ষণ পর আবার ঠিক করলাম,
তোমায় আমি গোধূলি বেলা উপহার দেব।
বসন্ত ফাল্গুনের ছোঁয়ায় যেটা,
অনন্য থেকে অনন্য হয়ে ওঠে ।
কিন্তু মুহূর্তেই আবার মনে পড়ল,
এক তিক্ত সত্য।
গোধূলিও তো চিরস্থায়ী নয়,
সেওতো লুকিয়ে যাবে অন্ধকারের গভীরে ।
তাই তাকেও করলাম বাতিল।

বিষন্ন মনে একাকী যখন ভেবে চলেছি,
হঠাৎ যেন প্রকৃতি এসে বলে গেল কানে কানে,
ভালোবাসা দিতে তোমায় !!
ভালোবাসার চেয়ে দামী উপহার —
এই জগতে আর কিছুই নেই।
ভালোবাসা যেন সামান্যর মধ্যেই অসামান্য !!
যার আলাদা করে কোন সংজ্ঞা নেই ।

তাই আমি আজ ঠিক করলাম,
তোমার এই শুভ দিনে,
আমি তোমাকে ভালোবাসা উপহার দেব।
যা তোমার সারাজীবনের ..........
স্মৃতি হয়ে থেকে যাবে।।
নেবে তো আমার দেওয়া
এই সামান্য উপহার ??

📝কলমে :~
ㅤㅤㅤসৃষ্টি ( ফাল্গুনী )✨


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#poem


কিছুটা থাকুক স্মৃতিতে আমার ,🤍
কিছুটা তোমার নামে !!💛
কিছুটা আজ দিছি লিখে ,✒️
এই রঙ বেরঙের খামে ।। 💌
দুঃখ সুখের হিসাবগুলো ,আজ না হয় থাক !! 😊
তোমার ভালোবাসাতেই ,
আবার রঙিন হয়ে , ❤️
বসন্ত দেয় ডাক ।। 💚🍂🍁
দিচ্ছে ডাক কৃষ্ণচূড়া ,🍃🍃
দিচ্ছে ডাক ফাগুন ! 🍁
বলছে এসে দখিন হাওয়া , 🌬️
“ ওরে আমার কথা শোন !! " 💨
দেখব তোমায় নতুন রূপে , নতুন কোনো সাজে ! 🫣
দেখেই আজ বুকের ভিতর ,
DDLJ - র টিউন যেন বাজে ।। 🎶🎵
লজ্জামাখা সেই হাসিটা , দেখেছি যতবার !! 🤭
থমকে গিয়ে আমার সময় ,
সব হয়েছে ছারখার ।। 😍
তাই বলছি ডেকে বসন্তকে ,
এই হৃদয় শুধুই তার ..... 💛
যাকে এই মন ভালোবেসেছে ,
একবার নয় ,
*কয়েক হাজার বার* !!!❤️❤️❤️❤️

ㅤㅤㅤ
📝কলমে :~
ㅤㅤㅤসৃষ্টি ( ফাল্গুনী )


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


ㅤㅤㅤ
" ভালোবাসলে ভালোবাসার 'যত্ন' নিতে হয়, আগলে রাখতে হয়😌। 'যত্ন' টাই তো কোনো সম্পর্কের ভিত্তি। কোনো কিছু যত্ন করে গড়ে তোলা যায়, আবার যত্ন করেই আস্তে আস্তে নষ্ট করে ফেলা যায়। ভালোবাসলে প্রিয়তমার যত্ন করতে হয়, ভালোবাসলে শব্দের যত্ন নিতে হয়, এমনকি খুনসুটির ও যত্ন নিতে হয়। 🍂 এবং তার মায়া, অনুভূতি, আবেগ, আল্হাদ, অভিমান সব কিছুকেই যত্ন করে আগলে রাখতে জানতে হয়😌❤। এই ' যত্ন' শব্দটা আদতে ছোট হলেও, এই ছোট্ট শব্দটির জন্য কিন্তু অনেক সম্পর্ক গড়ে ওঠার আগেই শেষ হয়ে যায়🍂। তাই ভালো বাসলে তাকে ' যত্ন' করো একটি ছোট্ট চারা গাছের মতো,🌱 যাতে সে শক্ত মহীরুহে প্রস্ফুটিত সুন্দর একটি " ফুল" হয়ে উঠতে পারে🌻, যার খিলখিলে হাসি আর সৌরভ তোমার মনেও দোলা দিয়ে যাবে বসন্তের হাওয়ার মত🍂।"

ㅤㅤㅤ
📝কলমে : তৃষুদি 🦋🌻✨

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


🎙️ কন্ঠে :~
ㅤㅤㅤসৃষ্টি ( ফাল্গুনী )


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
#recitation


🎨 তুলিতে : ~
ㅤㅤㅤㅤㅤㅤ Ruksha Parvin✨

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


গল্প_আদুরে_বউ,_কলমে_তৃষুদি_1.pdf
255.4Кб
📝কলমে : তৃষুদি 🦋🌻✨

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
#story


🎨 তুলিতে : ~
ㅤㅤㅤㅤㅤㅤ Ruksha Parvin


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


যদি তুমি আমার " নিভ্র" হও, তবে আমি তোমার " বৃষ্টি" হব।😌 কোনো এক বিকেলে তুমি এক ' নীল' রঙা পাঞ্জাবি, আমি শুভ্র সাদা রঙা এক শাড়ি পড়ে হাতে হাত রেখে হেঁটে হেঁটে ঘুরব🍂 অলিগলির পথ। আমি তোমার কাছে আবদার করে বলবো..." আমাকে এক খানি কাঠগোলাপ কিনে দাওনা!" তুমি বলবে," তুই তো নিজেই একটা কাঠগোলাপ, আমার ফুল তুই🌸। তুই কিছু চেয়েছিস আর আমি কি না করতে পারি...." বলেই একটা কাঠগোলাপ আমার কানের পাশে গুজে কপালে একটা " চুম্বন" করে বলবে, 'এত মেয়ে দেখেছি তবে তোর মত আর কাওকেই চোখে পড়েনি, যার মায়ায় আমি বার বার আটকে পড়ি।' 😌 আমি তখন লজ্জা লজ্জা মুখ করে বলবো....' যাহ আমার লজ্জা করছে তো, বলেই দুহাতে মুখখানি আড়াল করে ফেলব🍂।' আর তুমি হেসে বলবে- পাগলি একটা হাতে পায়েই শুধু বড় হয়েছে, ছেলেমানুষি এখনো যায়নি। তবে তুই সবসময় এমনই থাকিস আমার " পাগলি" হয়ে❤, আর আমি বার বার তোর প্রেমে পড়ি । আমি তখন বলব.... 'আমি এখনো ছেলেমানুষ তো বড় হইনি এখনো🤭',
বলেই খিল খিল করে হেসে ফেলব। হুট করে তুমি বলে উঠবে- " এই যে মেয়ে কোনোএক বৃষ্টি দিনে আমি বৃষ্টি বিলাস করা নির্বিকার তরুন হব।তুমি মেঘ ডাকলে ভয়ে তার বুকে মাথা গুঁজে নেয়া তরুণী হয়ো। কি হবে তো?" আমি লাজুক হেসে বলবো 'হুম'।🤭 আমিও তখন বলবো- " এই যে ছেলে, তুমি কোনো এক ক্লান্ত শ্রান্ত দিনের পথিক হয়ো, 🍂 আমি তারই পথ চেয়ে থাকা প্রেয়সী হব। অধিকার দেবে তো? তুমি আমার দিকে তাকিয়ে চোখ টিপে হেসে বলবে ....আমি তো তোরই, শুধুই তোর।❤😌

হবে তো "শুধুই আমার"?🌻



📝কলমে : তৃষুদি 🦋🌻✨

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


📝 কলমে:~
কালবৈশাখী (দেবস্মিতা ) ✨

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#poem


🍂🍂✨

" ভাবি লিখবো , লিখবো অনেক কিছু
সব লিখে রাখবো যা স্মৃতি হয়ে থাকবে আমার ডায়েরির পাতায় ।
কিন্তু , অদ্ভুত ব্যাপার কি জানো !
আমি যখনই লিখতে যাই শব্দহীন হয়ে পড়ি, আর লেখা হয় না ।

🍂🍂✨

" মাঝে মাঝে আমি ভাবি আমি বুঝি , জগতে আর নেই , মনে হয় আমি কে?
কি পরিচয় আমার ? এই মনুষ্যজীবনের সার্থকতাই বা কী ? এই মনুষ্য জীবনে কী পেলাম আর কী বা হারালাম ? .......
ভেবেছিলাম পাখি হব উড়বো এই আকাশ মাঝে ।
মানুষ জীবন বড়ই জটিল , মানুষ জীবন বড়ই বাজে ।।"

🍂🍂✨

" তুমি যদি 'একমাত্র' আমার হতে পার
তাহলেই এসো😌🤞, নচেৎ নয়🍂।
তুমি যদি কথা দাও একান্তই আমার মানে শুধু আমার হয়েই থাকবে.... তাহলে,
আমিও কথা দিলাম 😌 সারাজীবন আমি শুধু তোমারই হয়ে রব 'প্রিয়'।"
" আমার 'তুমি' টা হতে হবে
নব্বই দশকের মতো....🍂
হাজার হাজার মানুষের ভিড়েও
যার চোখ শুধু আমাতেই
নিবদ্ধ থাকবে।"😌❣

🍂🍂✨
📝কলমে : তৃষুদি 🦋🌻✨

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


📝 কলমে:~
কালবৈশাখী (দেবস্মিতা ) ✨


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


📸 চিত্রগ্রহণে : ~
সুচন্দ্রা


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#photography

Показано 20 последних публикаций.