ধ্বংসপ্রায়
ধ্বংসস্তূপ থেকে প্রেম তুলে আনা যায় কি? যতবারই দেখি কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে সেই ধ্বংস দেখে প্রতিবারই প্রেম জেগে যায় মনে। এই প্রবণতার কোনো নাম নেই আমার কাছে। খালি জানি ধ্বংস হয়ে যাবার আগে প্রেম দিতে আমার ভালো লাগে। হয়ত নিষ্ঠুর কিছু শোনাচ্ছে কিন্তু এইটাই ভীষণ করি আমি। যা শেষ হয়ে যাবে তাকে বা তাদের ভালোবাসার ভীষণ কাঙাল মনে হয় আমার; ভাবি কেউ ভালোবাসেনি বলেই তারা শেষ হয়ে যাবে বা যাচ্ছে। যেই ধ্বংস তারা একদিনে হয়নি ; প্রতিটা মুহূর্ত জমিয়ে তারা যেই আজ সেই ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে: আমি মনকে বোঝাতে পারিনা ক্ষণিকের প্রবলতম প্রেমেও সেই অনিবার্য ধ্বংস এড়ানো যায় না। ধ্বংসপ্রায় এর প্রেমে ধ্বংস হওয়া বেশ মানায় আমায়; বেশ লাগে।
ভীষণ ভাবি কিছু গড়ব—
কোনোদিন ধ্বংসস্তূপ থেকে প্রাসাদ গড়ব,
ইমারত বানাবো, গিজার মতন উঁচু হবে সেই ইমারত , পামিরের মতন চওড়া...
তারপর ফিরে আসি দুনিয়ায়, মানুষের মতন ভাবনায়:
ভাঙা কিছুকেই জোড়া দেওয়া যায় না আবার তাই দিয়ে নতুন তৈরি?অসম্ভব!
অথচ এই অসম্ভবের প্রেমেই পড়া;আমার, বারবার।
ইতি
ইন্দিবর...
📝 কলমে:~
স্পন্দন রায় ✨
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ধ্বংসস্তূপ থেকে প্রেম তুলে আনা যায় কি? যতবারই দেখি কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে সেই ধ্বংস দেখে প্রতিবারই প্রেম জেগে যায় মনে। এই প্রবণতার কোনো নাম নেই আমার কাছে। খালি জানি ধ্বংস হয়ে যাবার আগে প্রেম দিতে আমার ভালো লাগে। হয়ত নিষ্ঠুর কিছু শোনাচ্ছে কিন্তু এইটাই ভীষণ করি আমি। যা শেষ হয়ে যাবে তাকে বা তাদের ভালোবাসার ভীষণ কাঙাল মনে হয় আমার; ভাবি কেউ ভালোবাসেনি বলেই তারা শেষ হয়ে যাবে বা যাচ্ছে। যেই ধ্বংস তারা একদিনে হয়নি ; প্রতিটা মুহূর্ত জমিয়ে তারা যেই আজ সেই ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে: আমি মনকে বোঝাতে পারিনা ক্ষণিকের প্রবলতম প্রেমেও সেই অনিবার্য ধ্বংস এড়ানো যায় না। ধ্বংসপ্রায় এর প্রেমে ধ্বংস হওয়া বেশ মানায় আমায়; বেশ লাগে।
ভীষণ ভাবি কিছু গড়ব—
কোনোদিন ধ্বংসস্তূপ থেকে প্রাসাদ গড়ব,
ইমারত বানাবো, গিজার মতন উঁচু হবে সেই ইমারত , পামিরের মতন চওড়া...
তারপর ফিরে আসি দুনিয়ায়, মানুষের মতন ভাবনায়:
ভাঙা কিছুকেই জোড়া দেওয়া যায় না আবার তাই দিয়ে নতুন তৈরি?অসম্ভব!
অথচ এই অসম্ভবের প্রেমেই পড়া;আমার, বারবার।
ইতি
ইন্দিবর...
📝 কলমে:~
স্পন্দন রায় ✨
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼