ওরা কি সংখ্যায় কম? পিটিয়ে মানুষ মেরে ফেলার ১৬ বছরের তরতাজা অভিজ্ঞতা কি নেই?
ওদেরকে কি বিচারের মুখোমুখি করতে পেরেছেন? অপরাধীদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন? পারেন নি। ওরা আগের মতোই আছে। নীরবে সংঘবদ্ধ হচ্ছে। পুরনো পেশায় শান দিচ্ছে।
তো তারা কেন আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে জ/ বা / ই করবে না? আপনারা তাদেরকে আদর করেছেন বলে তারাও আপনাদেরকে কদর করবে? কখনোই এমনটা করবে না তারা। আপনাদের মতো দামড়া নয় তারা।
এই সরকারে উপদেষ্টা হিসেবে যারা আছে তাদের অধিকাংশ প্রশাসনিক কাজে অদক্ষ। এদের দ্বারা ফাইলে স্বাক্ষর সম্ভব হলেও, বুক টান করে শাসন করা সম্ভব হবে না।
গোছানো কথায় মানুষ পটানো যায়, কিন্তু অসভ্যদেরকে দমন করা যায় না। অসভ্যরা তখনই পালায় যখন শাসকরা অপরাধ দমনে দৃঢ়চেতা হয়।
এই মিনমিনে সরকার অসভ্যদের শুরু করা কিলিং মিশন থামাতে পারবে বলে মনে হয় না। এরা না চিনে শত্রু, না চিনে মিত্র। বড় উদ্বেগের বিষয় হচ্ছে, এজেন্সিতে বহাল তবিয়তে থাকা লোকগুলোই দেশের জন্য কাল হতে পারে। এরা যে কী পরিমাণ নিমকহারাম তা তিলেতিলে বুঝবে এই জাতি।
ওদেরকে কি বিচারের মুখোমুখি করতে পেরেছেন? অপরাধীদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন? পারেন নি। ওরা আগের মতোই আছে। নীরবে সংঘবদ্ধ হচ্ছে। পুরনো পেশায় শান দিচ্ছে।
তো তারা কেন আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে জ/ বা / ই করবে না? আপনারা তাদেরকে আদর করেছেন বলে তারাও আপনাদেরকে কদর করবে? কখনোই এমনটা করবে না তারা। আপনাদের মতো দামড়া নয় তারা।
এই সরকারে উপদেষ্টা হিসেবে যারা আছে তাদের অধিকাংশ প্রশাসনিক কাজে অদক্ষ। এদের দ্বারা ফাইলে স্বাক্ষর সম্ভব হলেও, বুক টান করে শাসন করা সম্ভব হবে না।
গোছানো কথায় মানুষ পটানো যায়, কিন্তু অসভ্যদেরকে দমন করা যায় না। অসভ্যরা তখনই পালায় যখন শাসকরা অপরাধ দমনে দৃঢ়চেতা হয়।
এই মিনমিনে সরকার অসভ্যদের শুরু করা কিলিং মিশন থামাতে পারবে বলে মনে হয় না। এরা না চিনে শত্রু, না চিনে মিত্র। বড় উদ্বেগের বিষয় হচ্ছে, এজেন্সিতে বহাল তবিয়তে থাকা লোকগুলোই দেশের জন্য কাল হতে পারে। এরা যে কী পরিমাণ নিমকহারাম তা তিলেতিলে বুঝবে এই জাতি।