Bangladesh Islami Chhatrashibir


Kanal geosi va tili: Hindiston, Hindcha
Toifa: Din


Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Hindcha
Toifa
Din
Statistika
Postlar filtri




আল্লাহর পথে যারা জীবন দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। প্রকৃত পক্ষে তারাই জীবিত তাদের জীবন সম্পর্কে তোমাদের চেতনা নেই। (সুরা আল বাকারা- ১৫৪)

সত্য-মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। সৃষ্টির সূচনা থেকে চলে আসছে আলো আঁধারের তীব্র সংঘাত। এই সংঘাতে বারবারই পূর্ণতা পেয়েছে আলো। তারা ত্যাগ ও কুরবানীর মধ্যে সফল হয়েছে। এই কুরবানী ও অমরত্ব নি:সন্দেহে কোন সাধারণ মানুষের ভাগ্যে জোটে না। তারা হন এমন মানুষেরা, যারা প্রিয় তার পরিবার পরিজনদের কাছে। প্রিয় তার পাড়া-প্রতিবেশীর কাছে। প্রিয় তার চারপাশের সকলের কাছে। আর সর্বোপরি প্রিয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর এই অমরত্বের সিঁড়ি হল শাহাদাত, যা মুমিন জীবনের একান্ত কামনা।

সেই ইতিহাসের পথ পরিক্রমায় তৎকালিন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ। বর্তমান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিথ্যার কবল থেকে মুক্ত করতে ১৯৮২-৮৩ সেশনে পূরকৌশল বিভাগে ভর্তি হয়ে শাহাদাতের নাজরানা পেশ করেন বিশ্ববিদ্যালয় শাখার তৎকালিন সভাপতি শহীদ মাহফুজুল হক চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ হলের (বর্তমান শহীদ মুহাম্মদ শাহ্ হল) ২২২নং কক্ষটি তার জন্য বরাদ্দ ছিল। প্রকৌশল অঙ্গনের মেধাবী মুখগুলোর কাছে ইসলামের সুমহান আদর্শের বাণী পৌঁছে দিতে মাহফুজ ভাই ছিলেন সদা তৎপর। অসাধারণ মিশুক আর অমায়িক আচরণের কারণে ক্যাম্পাসের ছোট বড় সকলের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। ছোটদের দেখলে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন। এই অমায়িকতাই কে না মুগ্ধ হবে? এই অমায়িক মানুষটি ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল হয়েছিলেন। চট্টগ্রাম প্রকৌশল শাখার সভাপতি থাকা অবস্থাতেই বামপন্থী বাতিল হায়েনাদের আঘাতে তিনি শাহাদাতের অমিয় সুধা পান করেন; চলে যান আল্ল¬াহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে। ইসলামী আন্দোলনের কাজে আহ্বান করতে গিয়ে মাহফুজুল হক চৌধুরী সেইদিন কলেজের পাশে রওজার হাট অবস্থান করেছিলেন। দিনটি ছিল ২৭ জানুয়ারি ১৯৮৬ সাল। বাতিল হায়েনাদের মাথায় যেন খুন চেপে বসেছিল সেদিন। যে মুখ দিয়ে আল্লাহর প্রশংসার বাণী ঝরে পড়ত। যে মাথায় অংকিত হয়েছিল সিজদার চিহ্ন। ঐ হায়েনার দল আঘাত করল সে মাথায়। প্রিয় মাহফুজ ভাই মাটিতে লুটিয়ে পড়েন। রক্তে রঞ্জিত হল তার পবিত্র দেহ।

অনেকক্ষণ এ অবস্থায় পড়ে থাকার পর যখন লোকজন দেখতে পেল। তারা উদ্যোগী হল মাহফুজ ভাইকে হাসপাতালে নেবার জন্য। হাসপাতালে নেয়ার পথে হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। আকুতি জানাতে থাকেন তাকে আহত স্থানে নেয়ার জন্য অবশেষে ২৮ জানুয়ারি ১৯৮৬ সালে সকাল ৬.১০ মি. আল্লাহর এই প্রিয় বন্ধু তার প্রভুর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। আর অমর হয়ে বেঁচে রইলেন সবার হৃদয়ের মাঝে যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে।

ব্যক্তিগত পরিচিতি:
চট্টগ্রাম জেলা দক্ষিণে অবস্থিত সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেওচিয়া গ্রামের নুনু চৌধুরীর বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ০২ এপ্রিল ১৯৫৩ সালে জন্ম গ্রহণ করেন শহীদ মাহফুজুল হক চৌধুরী। তার মায়ের নাম মোছাম্মত মনিরা বেগম এবং পিতার নাম মাওলানা আব্দুর রহিম চৌধুরী। শহীদের পিতা স্থানীয় মসজিদের ইমাম। স্বনামধন্য জাতি গড়ার কারিগর এবং টানা চৌদ্দ বছর ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। ৬ ভাই ২ বোনের মধ্যে শহীদ মাহফুজুল হক চৌধুরী ছিলেন পিতা-মাতার চতুর্থ সন্তান।

বিস্তারিত পড়ুন এখানে


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৯তম শহীদ খলিলুর রহমান ভাইয়ের সম্মানিত মা আজ দুপুর ১২:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন

মহান আল্লাহ তাআলা মরহুমার ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।

উল্লেখ্য, শহীদ খলিলুর রহমান ভাই ২২শে জুন ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন সন্ত্রাসীদের আঘাতে শাহাদাত বরণ করেন।


"সাত কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া ও সংঘাত পরিহারে ছাত্রশিবিরের আহ্বান"

গতকাল (২৬ জানুয়ারি) গভীর রাত থেকে চলমান ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের  মধ্যকার সংঘাতময় পরিস্থিতির অবসানে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২৭ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ আহ্বান জানান।

নেতৃবেন্দ বলেন, "যেকোনো যৌক্তিক দাবি উত্থাপনের স্বাধীনতা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির শোনার মানসিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম সৌন্দর্য। গতকাল ঢাকা কলেজসহ ৭ কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পেশকে কেন্দ্র করে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সহনশীলতার অভাবের একটি দৃষ্টান্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। একটি সুস্থ ধারা ও চিন্তাশীল সমাজে যা কোনোভাবেই কাম্য নয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ঢাকার ৭টি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট কতিপয় ব্যক্তির স্বার্থপরতা ও রেষারেষির কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত ছিল না”

নেতৃবৃন্দ ঢাবি অধিভূক্ত ৭ কলেজের দীর্ঘদিনের অমীমাংসিত যৌক্তিক দাবিসমূহের স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের নিকট দাবি জানান। একই সাথে উদ্ভূত পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।


ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের তীব্র নিন্দা

ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৭ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন। গতকাল(২৬ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে যাওয়ার সময় শাহবাগে পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।"

নেতৃবৃন্দ বলেন, “১৯৮৪ সাল থেকে প্রায় ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রায় বিনা বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবনযাপন করছেন। তাদের দুর্দশা দেখার যেন কেউ নেই।  জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার যে, জাতিগঠনের কারিগর মহান শিক্ষকদের মৌলিক প্রাপ্য চাহিদার জন্য রাস্তায় নামতে হয়। অথচ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাদের লাঠিপেটা করা শুধু নিন্দনীয় নয়, বরং নাগরিক ও মানবাধিকার লঙ্ঘন।”

ছাত্রশিবির নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


"ওহে ঈমানদার বীর ভাইয়েরা, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে। লড়াইতে হার-জিত আছেই। এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক। তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করলাম, এই পথ ধরেই একদিন দেশ স্বাধীন হবে, ইনশাআল্লাহ।"

শহীদ মীর নিসার আলী তিতুমীর
(২৭ জানুয়ারি ১৭৮২-১৯ নভেম্বর ১৮৩১)

শাহাদাতবরণের আগের দিন তাঁর অনুসারীদের উদ্দেশ্যে রাখা প্রেরণাদায়ক বক্তব্য।


দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সংবাদ সম্মেলন।

স্থান: কেন্দ্রীয় কার্যালয়, ৪৮/১, পুরানা পল্টন, ঢাকা।

#Chhatrashibir






দীর্ঘদিন বাড়ির বাইরে অবস্থান করার পর ২৪ তারিখ দুপুরে মায়ের সাথে দেখা করতে আসে এবং দেখা করেই ফিরে যেতে চায়। কিন্তু মা আবদার করে দুপুরে খাওয়ার জন্য। দুপুরে খাওয়া অবস্থায় যৌথ বাহিনি গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

২৫.১.১৪ সকালে মা এবং বোন দেবহাটা থানায় যেয়ে সকালের নাস্তা দিয়ে আসে। ২৫ তারিখ সকল ইলেক্টনিক মিডিয়া ও প্রিন্টিং মিডিয়ায় শিবির নেতা আবুল কালাম গ্রেফতারের নিউজ প্রচার হয়। এতকিছু উপেক্ষা করে ২৬ তারিখ ভোর ৫:৩০ টায় নিজ এলাকায় নিয়ে গুলি করে যৌথবাহিনী। যৌথবাহিনীর গুলিতে শাহাদাত বরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি ১ম বর্ষের মেধাবী ছাত্র সংগঠনের সদস্য ও দেবহাটা উপজেলা উত্তর সেক্রেটারী মো: আবুল কালাম। তাঁর বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে।


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক গ্রুপে স্বাগতম।

গ্রুপ লিংক : https://www.facebook.com/groups/chhatrashibir77


ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির।

পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ছাত্রশিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জ, বিশুদ্ধ পানি সরবরাহ-সহ অন্যান্য সেবা এবং তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করে।

#DUShibir #Chhatrashibir


ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ কর্তৃক দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

আজ (২৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সারাদেশ থেকে শাখা পর্যায়ের প্রচার ও মিডিয়া সম্পাদকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গি, কর্মপরিকল্পনা ও করণীয় তুলে ধরা হয়। মেহমানবৃন্দ আধুনিক প্রচার মাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

#Chhatrashibir


ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ছাত্রশিবির-এর প্রতিবাদ

ভারতের ব্যাঙ্গালুরুতে গৃহপরিচারিকা এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (২৫ জানুয়ারি) ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, ”ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে একজন বাংলাদেশি নারীর প্রতি এমন অমানবিক আচরণ গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বৈধভাবে বসবাসরত যেকোনো দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু ভারত সেই নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণমাধ্যম মারফত জানতে পেরেছি যে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বারবার দেখা যাচ্ছে ভারতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

নেতৃবৃন্দ নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

বার্তা প্রেরক
আজিজুর রহমান আজাদ
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
২০২৪-২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির প্রাথমিক চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানি, তথ্য সহায়তা, গার্ডিয়ান লাউঞ্জসহ সেবামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে। 

#DUShibir
#Chhatrashibir


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে সারাদেশের সকল আঞ্চলিক সেন্টারে ইসলামী ছাত্রশিবিরের ওপেন হেল্প বুথের ব্যবস্থা থাকছে। শিক্ষার্থীরা যেকোনো প্রকার সহযোগিতা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে ঢাকায় আগত শিক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশেষ হেল্প সেন্টার চালু থাকবে।

নিম্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ পয়েন্টের তথ্য উল্লেখ করা হলো।

#Chhatrashibir
#Bangladesh




'সদস্য পাঠ মূল্যায়ন পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠান'২৪ আয়োজন করে ঢাকা অঞ্চল দক্ষিণ।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

#Chhatrashibir
#Bangladesh




জুমার দিনের আমলসমূহ

20 ta oxirgi post ko‘rsatilgan.