Bangladesh Islami Chhatrashibir


Kanal geosi va tili: Hindiston, Hindcha
Toifa: Din


Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Hindcha
Toifa
Din
Statistika
Postlar filtri


#Chhatrashibir


"দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন,
জ্ঞানের আলোয় গড়ব সমাজ, সফল হবে আন্দোলন।"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো আঞ্চলিক 'থানা দায়িত্বশীল সম্মেলন ২০২৫'। সম্মেলনে কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের থানা দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

#Chhatrashibir
#Bangladesh


৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ছাত্রশিবিরের অবদান ও প্রত্যাশা" শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

#Bangladesh
#BangladeshIslamiChhatraShibir


|| বিশ্বাসী কবি আল মাহমুদ ||

লোক-লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া - এরকম দুর্দান্ত জনপ্রিয় কাব্যগ্রন্থগুলোর লেখক হলেন কবি আল মাহমুদ।

মানবতাবাদী ও বিশ্বাসী ক্ষণজন্মা এই কবি ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ করেন। লেখালেখি শুরু করেন ৫০'র দশকে। লেখালেখি শুরু করার পর তাকে পাঠকপ্রিয় একজন কবি হতে খুব বেশি বেগ পেতে হয়নি।

সরাসরি রাজনীতির সাথে যুক্ত না হলেও জীবনের শুরুর দিকে কবির লেখায় বামপন্থার প্রভাব ছিলো সুস্পষ্ট। জাসদের পত্রিকা দৈনিক গণকন্ঠ পত্রিকার সম্পাদক হিসেবেও কাজ করেছেন এককালে।

১৯৭৪ সালে বামপন্থী চিন্তাধারার প্রচারক উক্ত পত্রিকার সম্পাদক থাকাবস্থাতে কবি আল মাহমুদ গ্রেফতার হন।

এরপর কবি ধীরে ধীরে ইসলামের প্রতি অনুরাগী হন। আগের বামপন্থার প্রভাব থেকে তাঁর কবিতা, লেখালেখিও মুক্ত হয়।
কবিকে যখন প্রশ্ন করা হলো যে, প্রাথমিক জীবনে কবি বামপন্থী চিন্তাধারার হলেও, সেখান থেকে সরে এসে কেন ইসলামী ভাবধারার দিকে ঝুঁকলেন? তখন তিনি তার জবাবে বলেন -"আমি যে পরিবারে জন্মেছি, সেই পরিবারের সবাই ছিলো খুবই ধর্মপ্রাণ লোক। তাদের মধ্যেই যে রয়েছে সত্যিকারের পথের ঠিকানা, কিভাবে যেনো এটা আমাকে দূর থেকে ইশারায় ডাকতো।"

মানবতাবাদী, উম্মাহ দরদী বিশ্বাসী এই কবি আকাঙ্ক্ষা করতেন, তিনি যেনো পবিত্র শুক্রবারে ইন্তেকাল করেন। 'স্মৃতির মেঘলাভোরে' কবিতায় কবি আল-মাহমুদ ঠিক এভাবেই বলেছিলেন বিষয়টা-

"কোনো এক ভোরবেলা, রাত্রি শেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাকিদ
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।"

মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ঠিকই তাঁর হৃদয়ের আকুলতা কবুল করেছেন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি শুক্রবারে মৃত্যুর ফেরেশতা এসে বাংলা সাহিত্যের এই ধ্রুবতারাকে নিয়ে গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন।

আল্লাহ কবির কবরকে ফিরদাউসের ফুল বাগানে পরিণত করুন, এই কামনাই করি জগতের রব রব্বুল আলামিনের নিকট।


প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে "শিবির মিটস ব্রিলিয়ান্স" অনুষ্ঠিত হয়েছে।

প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

#ShibirMeetsBrilliance #PrivateUniversity #StudentLeadership #Inspiration #BangladeshIslamiChhatraShibir


১৪ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষে ছাত্রশিবিরের উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যাগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর কাজলা, মেয়র হানিফ ফ্লাইওভারের পূর্ব প্রান্ত থেকে র‍্যালিটি শুরু হয়ে যাত্রাবাড়ির কুতুবখালিতে গিয়ে শেষ হয়।

#Chattrashibir
#SundarbansDay


Valentine is not our culture.

#SayNoToValentine   
#SayNoToValentineDay


#NotOurCulture


মার্কিন প্রেসিডেন্ট ট্রা-ম্পের ‘গা-জা-কে জাহান্নাম বানানোর’ হুমকি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

গা-জা-য় আটকে থাকা ই-স*রায়ে*লি বন্দিদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মুক্তি না দিলে ‘গা*জা জাহান্নাম হয়ে যাবে’—গত ১০ ফেব্রুয়ারি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা*ম্পের এই হুমকি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তার এই উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “দখলদার ই*স-রা*য়ে-ল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তার আ-গ্রা*সন অব্যাহত রাখার কারণেই বন্দি বিনিময়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট অন্যায়ভাবে দখলদার শক্তির পক্ষে দাঁড়িয়ে ফি-লি-স্-তি-নি জনগণের বিরুদ্ধে আরও নিষ্ঠুর হামলার ইঙ্গিত দিয়ে গা*জা-কে জাহান্নাম বানানোর হুমকি দিচ্ছেন। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তপাত ঘটানোর ষড়যন্ত্র।”

নেতৃবৃন্দ আরও বলেন, “গত ষোলো মাসে ই*স-রা*য়ে-ল বর্বর আক্রমণ ও আগ্রাসনের মাধ্যমে ১৮ হাজারেরও বেশি নিষ্পাপ শিশুসহ ৪৮ হাজার ২০০ জনেরও অধিক নিরপরাধ বেসামরিক নাগরিককে শহীদ করেছে এবং ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। অথচ ই*স-রা*য়ে-লে*র ইতিহাসের জঘন্যতম গ*ণহ-ত্যার প্রতিবাদ না করে, ফি*লি-স্*তি-নি*দের অধিকার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার পরিবর্তে গা*জা-য় নিরীহ জনগণকে টার্গেট করে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে, তিনি মানবাধিকারে বিশ্বাসী নন। তার এই হুমকি বিশ্ববিবেকের প্রতি চরম অবমাননা এবং শান্তিকামী মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয়। এর মাধ্যমে তিনি ই*স-রা*য়ে-লে*র আ*গ্রাসন ও গ*ণ-হ*ত্যা*কে উসকে দিচ্ছেন, যা মধ্যপ্রাচ্যে আরও সংঘাত ও রক্তপাত বাড়াবে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ মার্কিন প্রশাসনকে উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানান এবং ই*স-রা*য়ে-লে*র যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন। পাশাপাশি, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফি*লি-স্*তি-নে*র ন্যায্য অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


#NotOurCulture


#NotOurCulture


#NotOurCulture


আগলিয়ে পথ দাঁড়ায় মোদের
এমন সাহস নেই কারোর,
আঁধার চিরে আনবো মোরা
আনবো ধরায় রঙিন ভোর।

ছাত্রশিবিরকে সমর্থন করতে ব্রাউজ করুন-
www.isupportshibir.org

#isupportshibir
#joinshibir


গাজীপুরে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ আবুল কাশেমের জানাজায় অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

#Bangladesh
#Chhatrashibir


#NotOurCulture


একনজরে "স্মৃতির মেলা ২০২৫"

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের নিয়ে দিনব্যাপী ‘স্মৃতির মেলা ২০২৫’ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।"

#MemoryFestival2025
#BangladeshIslamiChhatraShibir
#ChhatraShibir
#FormerCentralPresidents

16 ta oxirgi post ko‘rsatilgan.