বগুড়া শহর শাখার সাথী(ছাত্রশিবিরের একটা সাংগঠনিক পদ) নুরুল্লাহ ভাই, আন্দোলন চলাকালে ১৮ই জুলাই বুলেট কপাল দিয়ে মাথার ভিতরে ঢুকে মস্তিষ্কে আঘাত করে। বগুড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভাইয়ের অপারেশন করা হয়।
পরবর্তীতে ঢাকার ইবনে সিনাতে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ ছিল৷ কিন্তু ১৭ ডিসেম্বর থেকে হঠাৎ ব'মি ও মাথায় ঝাকুনি সৃষ্টি হলে তার অবস্থা খুবই খারাপ পরিলক্ষিত হয়, ৫-৬ জন ধরেও স্থির রাখা যায় না এতো যন্ত্রণা সৃষ্টি হয় তার মাথায়। এখন জানা যাচ্ছে যে, মাথার ভিতরে আঘাতপ্রাপ্ত জায়গায় ইনফেকশন হয়েছে। ব্যাকটেরিয়া তৈরী হয়েছে৷
নুরুল্লাহ ভাই এখন সিএমএইচ, ঢাকার আইসিইউতে নিবিড় পরিচর্যায় আছে, সেন্সলেস অবস্থায়। আল্লাহ তায়ালা নুরুল্লাহ ভাইসহ হাসিনার ঘাতক বাহিনীর গুলিতে আহত সকল ভাইবোনকে সুস্থ করে দিন, হায়াতে তাইয়েবা দান করুন। দোয়ার দরখাস্ত।
- Hosain Ahmad Jubayer
পরবর্তীতে ঢাকার ইবনে সিনাতে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ ছিল৷ কিন্তু ১৭ ডিসেম্বর থেকে হঠাৎ ব'মি ও মাথায় ঝাকুনি সৃষ্টি হলে তার অবস্থা খুবই খারাপ পরিলক্ষিত হয়, ৫-৬ জন ধরেও স্থির রাখা যায় না এতো যন্ত্রণা সৃষ্টি হয় তার মাথায়। এখন জানা যাচ্ছে যে, মাথার ভিতরে আঘাতপ্রাপ্ত জায়গায় ইনফেকশন হয়েছে। ব্যাকটেরিয়া তৈরী হয়েছে৷
নুরুল্লাহ ভাই এখন সিএমএইচ, ঢাকার আইসিইউতে নিবিড় পরিচর্যায় আছে, সেন্সলেস অবস্থায়। আল্লাহ তায়ালা নুরুল্লাহ ভাইসহ হাসিনার ঘাতক বাহিনীর গুলিতে আহত সকল ভাইবোনকে সুস্থ করে দিন, হায়াতে তাইয়েবা দান করুন। দোয়ার দরখাস্ত।
- Hosain Ahmad Jubayer